Mohaddis Mosharrof Hossain

Mohaddis Mosharrof Hossain My Official page | Mohaddis Mosharrof Hossain | Like Follow & Share

� কর্মরত:
১- মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া খিলগাঁও, ঢাকা।


� শিক্ষাগত যোগ্যতা:

১-তাকমীল /দাওরায়ে হাদীস: আল- জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানী নগর ঢাকা।
২-তাখাসসুস ফী উলূমিল হাদীস: আল-মাদরাসাতু বাইতুল উলুম ঢালকানগর,ঢাকা।
৩-তাখাসসুস ফিল ফিক্বহি ওয়াল ইফতা: জামিয়াতু ইব্রাহিম সাইনবোর্ড, ঢাকা।
৪-দাখিল: শিমরাইল ডি এস এন আলিম মাদ্রাসা নারায়ণগঞ্জ।
৫-আলিম: শিমরাইল ডি এস এন আলিম মাদ্রাসা নারায়ণগঞ্জ।

৬-অনার্স (আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ):ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
৭-মাস্টার্স (আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ): আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

21/07/2025

Warplane crashed in Uttara: Negligence of authorities

👉Air forces are being trained with old warplanes from before the 60s.
That is why they are being destroyed again and again. Pilots are dying.

👉A year ago, a warplane was destroyed in the Karnaphuli River in Chittagong. The pilot was killed. The authorities should not conduct training with such old, dilapidated aircraft.

28/06/2025

মহা সমাবেশের জন্য বাইতুল মোকাররমে লোকে লোকারণ্য

📍রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামা...
20/06/2025

📍রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে।
তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না।
শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"
আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী...

20/06/2025

ই*/*রা/*ন
অভিশপ্তদের সাথে চোখে চোখ রেখে কথা বলছে।
দেখুন কমেন্টে.......

13/06/2025

مُحَـــمَّــدٌ رَسُــــــولُ اللَّــــهِ
صَــــــــــــــــلَّی اللهُ عَلَيْـــــــــهِ وَ سَـــــــــــلَّمَ
جمعــة طيـــبة مباركــة
لا تنـــس قــرأة ســورة الـــكــهف

08/06/2025

Start working
at "Fozor".
because the first victory of the day builds your mental strength.

08/06/2025

"كل شيء سيأتيك في الوقت المناسب، كن صبوراً."
"Everything will come to you at the right time, be patient."

08/06/2025

💥জীবন কখনোই এক জায়গায় দাড়িয়ে থাকে না।কঠিন সময়ও একদিন শেষ হয়ে যাবে; ইনশাআল্লাহ!!

সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।تقبل الله منا ومنكم.
06/06/2025

সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
تقبل الله منا ومنكم.

29/05/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

“এমন কোনো দিন নেই, যে দিনসমূহের সৎকাজ আল্লাহ তাআলার নিকট যিলহজ মাসের এই দশ দিনের সৎকাজ অপেক্ষা বেশি প্রিয়।” [তিরমিযি, ৭৫৭]
আর মাত্র দুই দিন বাকি। আসুন এই দশ দিনের সুমহান মর্যাদা ও ফজিলত সম্পর্কে জেনে নিই–

১. স্বয়ং আল্লাহ এই দিনগুলোর কথা উল্লেখ করেছেন।
[সূরা হজ, ২২: ২৮]

২. কুরআনে এই দিনগুলোর ব্যাপারে আল্লাহ শপথ করেছেন।
[সূরা ফাজর, ৮৯: ১-২]

৩. এই দশ দিন বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
[বুখারি, হাদীস নং ৯৬৯]

৪. এই দশ দিনের ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদ থেকেও উত্তম।
[জামে আত-তিরমিযি, ৭৫৭]

৫. এই দিনগুলোর মধ্যেই আছে ঈদ তথা কুরবানির দিন, যা আল্লাহর নিকট সর্বাধিক মর্যাদাপূর্ণ।
[সুনানে আবু দাউদ, হাদীস নং ১৭৬৫]

৬. এই দিনগুলোতেই অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হজ্জ পালন করা হয়।
[লাতায়িফুল মাআরিফ, পৃ. ২৬৯]

৭. এই দিনগুলোর মধ্যে আরাফার ফজিলতপূর্ণ দিনটি রয়েছে, যে দিনটি অনন্য ও অসাধারণ। [সূরা মায়িদা, ৫: ৩; মুসলিম, ১৩৪৮]

৮. এই দশ দিনে ফরজ আমলের ফজিলত অন্যান্য দিনে ফরজ আদায়ের তুলনায় বহুগুণে বেশি। আবার এই দিনগুলোতে নফল আমলের ফজিলত অন্যান্য দিনে নফল আদায়ের তুলনায় অনেক অনেক গুণ বেশি। তবে এই দিনগুলোতে নফল আমলের ফজিলত অন্যান্য দিনের ফরজের চেয়ে বেশি নয়।
[ইবনু রজব, ফাতহুল বারী, ৯/১৫]

৯. রমজানের শেষ দশ দিনের চেয়েও উত্তম।
[মাজমুউল ফাতাওয়া, ২৫/২৮৭; যাদুল মাআদ, ১/৫৭]

১০. সালফে-সালেহীন এই দিনগুলোতে অধিক ইবাদত করতেন।

বই- যিলহজের প্রথম দশক (ফজিলত ও বিধি-বিধান)
মূল- শাইখ সালিহ আল মুনাজ্জিদ, শাইখ আহমাদ মূসা জিবরীল

28/05/2025

একজন সফল মানুষ সে–
যে দিনের সূচনা স্রষ্টার স্মরণে করে,
এবং বাকি সময় নিজেকে প্রস্তুত করতে উৎসর্গ করে।

27/05/2025

Address

Demra

Alerts

Be the first to know and let us send you an email when Mohaddis Mosharrof Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohaddis Mosharrof Hossain:

Share