Krishicitra Russia

Krishicitra Russia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krishicitra Russia, Broadcasting & media production company, Dhaka.

19/04/2025

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে Dhaka Pictures নিবেদিত Bongonari TV'র বিশেষ আয়োজন।


স্থানঃ Pan Pacific Sonargaon Dhaka, Dhaka University Bottola & Different Place of Dhaka City

বিশেষ কৃতজ্ঞতা Bottola

২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক মহিমান্বিত দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার ...
26/03/2025

২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক মহিমান্বিত দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শিকল ছিঁড়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে নামে এদেশের মুক্তিকামী মানুষ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এবং প্রায় ৩০ লক্ষ শহিদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। এই বিশেষ দিনে মুক্তির সংগ্রামে আত্মদানকারী সকল সূর্যসন্তান এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

বটপাতা...
22/03/2025

বটপাতা...

01/03/2025

নায়িকার মামলায় আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

Bongonari TV| প্রতিবেদক : দেশের সাবেক প্রভাবশালী প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নতুন চিত্রনায়িকা জাকিয়া কামাল মুনের করা অর্থ প্রতারণার মামলার আসামী তিনি। গেলো ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের এই নির্দেশ দেন।

জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এক লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ নামের একটি চলচ্চিত্র নির্মাণে সহযোগিতার জন্য প্রযোজক আবদুল আজিজকে এককালীন ৬০ লাখ টাকা প্রদান করেন নায়িকা জাকিয়া কামাল মুন। একই বছরের মার্চের মধ্যেই ছবিটির নির্মাণ সমাপ্ত করার কথা ছিল।

চুক্তিনামার শর্ত অনুযায়ী বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি আবদুল আজিজ। এই বিষয়ে বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ করা হলেও তা উপেক্ষা করেছেন তিনি। বিপরীতে গেলো বছরের মে মাসে ‘পাপ’ ছবিটি একটি ওটিটি প্ল্যাটফর্মে এক কোটি ১০ লাখ টাকায় বিক্রি করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

আরও জানা গেছে, আবদুল আজিজ টাকা ফেরত প্রদানে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকী হুমকি দিয়েছেন যে, বেশি বাড়াবাড়ি করলে বাদীর ক্যারিয়ার ধ্বংস করে দেবেন। এই প্রসঙ্গে মুন বলেন, আমি বারবার টাকা ফেরত চেয়েছি। কিন্তু তিনি দেননি। আমার ফোনও ধরছেন না তিনি। বরং আমাকে উল্টো ভয় - ভীতি দেখাচ্ছেন। এই কারণে বাধ্য হয়েই মামলা করেছি আমি।

এই বিষয়ে আসামী আব্দুল আজিজের বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া দেননি।

01/03/2025

প্রথম প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৩-১ গোলে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল; পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক আফেইদা খন্দকার‼️

01/03/2025

তার ভিডিওগুলোয় ফুটে ওঠে পাহাড়ের চিরাচরিত সৌন্দর্য ও সেখানে বসবাসরত উপজাতিদের না বলা সব গল্প। পাহাড়ি কন্যা খ্যাত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মারমা গার্ল মিথিলা দেশের সকল উপজাতিদের গর্ব।

মায়াবী চেহারার এই পাহাড়ি তরুণী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টগুলোয় পাহাড়িদের লাইফস্টাইল ও বিভিন্ন ধরণের ভ্লগ ভিডিও আপলোড করে থাকেন।

কখনো তাকে দেখা যায় পাহাড়ের প্রত্যন্ত বাজারে, কখনো উপজাতিদের বিয়ের অনুষ্ঠানে, কখনো-বা আবার তিনি পাহাড়িদের ঐতিহ্যেবাহি সব উৎসবের ভিডিও শেয়ার করেন। পাশাপাশি পাহাড়ি স্টাইলে বিভিন্ন ধরণের ভর্তা ও রান্নার রেসিপি শেয়ার করেন এই পাহাড়ি কন্টেন্ট ক্রিয়েটর।

মারমা গার্ল মিথিলার পৈতৃক নিবাস কাপ্তাইয়ে হলেও বর্তমানে তিনি চট্টগ্রাম শহরে বসবাস করছেন। পরিবারে মা-বাবা ছাড়াও তার একজন ছোট ভাই রয়েছে। বর্তমানে ফেসবুকে মিথিলার অফিসিয়াল পেজের ফলোয়ার সংখ্যা ১.৪ মিলিয়ন। টিকটিকেও তাকে প্রায় ১ মিলিয়ন মানুষ ফলো করছে। তাছাড়া তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৫৩ হাজার।

একটা সময় শখের বসেই নিজের ফেসবুক একাউন্টে বিভিন্ন ভ্লগ ভিডিও শেয়ার করতেন মারমা গার্ল মিথিলা। তবে হঠাৎ একদিন তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ব্যাস, এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। নিজের মিষ্টি কথার যাদুতে খুব অল্প সময়ের মধ্যেই নেটপাড়ায় জনপ্রিয় মুখ হয়ে ওঠেন এই পাহাড়ি কন্যা।

তার কন্টেন্টগুলো নেটিজেনদের বিনোদন দেওয়ার পাশাপাশি পাহাড়ি কালচারকে জনসম্মুখে তুলে ধরতে ব্যাপক ভূমিকা রাখছে।

01/03/2025
01/03/2025

নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার
জাতীয় | 28th February, 2025 9:49 am

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-নাগরিকদের আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এর নেতৃত্বে থাকছেন।, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে তিনিই একদফার ঘোষক এবং জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক।

জাতীয় নাগিরক কমিটির বর্তমান সদস্য সচিব ও ঢাকসুর সাবেক নেতা আখতার হোসেন নতুন দলটির সদস্য সচিব হচ্ছেন।

উল্লেখ্য, কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক আহ্বায়ক ছিলেন আখতার হোসেন। আর এই ছাত্র সংগঠনটির মহাসচিব ছিলেন নাহিদ ইসলাম।

নয়া দল জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে এই দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হচ্ছে।

আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত দলটির আত্মপ্রকাশ ঘটবে। শুরুতে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি হবে।

এই কমিটিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অন্তত ১১০ জনের বেশি যুক্ত হচ্ছেন। এছাড়া থাকছেন কয়েকজন পেশাজীবীও।

01/03/2025

সিনিয়র যুগ্ম আহ্বায়ক- সামান্তা শারমিন।

Address

Dhaka

Telephone

+8801812471070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishicitra Russia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share