c2c by Rasel

c2c by Rasel - সব সুন্দর -

30/11/2023

এক পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম! নারী প্রথম পুরুষের স্পর্শ ভুলে না। আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠোঁটে রেখে দিলে, তুমি আর ঘূনাক্ষরেও আমার হবেনা। গত শীতেই চোখ রাঙিয়ে তুমি অন্যের হয়ে গেছো। শীতের চাদর বদলানোর মতো যাদের প্রেমিক বদলানোর স্বভাব, তাদের লায়লী মজনুর প্রেম কাহিনী শুনিয়ে লাভ নেই। নষ্টামি মনের মধ্যে থাকলে বোরকা পড়েও নষ্টামি করবেই। নষ্টা রা কান্না বুঝে না, আবেগ তাদের কাছে পানির মতো সস্তা ।

20/11/2023

😒💔

15/11/2023

এমন এক জোড়া চোখের নজর আমার উপর পরুক,যে চোখ আমার জন্য অফুরন্ত সম্মান আর ভালোবাসায় ভরপুর থাকবে, যার চোখে আমি'ই সেরা
যার চোখে থাকবেনা অন্য কোন পুরুষ ,যার চোখে থাকবো শুধুই আমি,তার পুরোটা জুরে থাকবে আমার বিচরণ.!!💚

14/11/2023

যদি প্রথম ভালোবাসা সত্যি হয়,
তাহলে দ্বিতীয় ভালোবাসা কিভাবে হয়?

আর যদি দ্বিতীয় ভালোবাসা সত্যি হয়,
তাহলে প্রথম ভালোবাসার কথা মনে পড়ে কেন?

ভালোবাসায় কোনো দ্বিধা থাকে না,
প্রথম,দ্বিতীয় থাকে না।

যদি ভালোবাসায় কোনো দ্বিধা থাকে,
তাহলে সেটা আর ভালোবাসা থাকে না।

আর

যে ভালোবাসার পরে আর ভালোবাসাই সম্ভব না,
সেটাই সত্যিকারের ভালোবাসা।💜

13/11/2023

কিছু কিছু মানুষ টেম্পোরারি। তাদের সাথে কাটানো সময়ের স্মৃতি সারাজীবন থাকবে শুধু মানুষটাই থাকবে না। স্মৃতি আর মানুষ থেকে স্মৃতিই উত্তম। স্মৃতি নতুন ভাবে কষ্ট দেয় না!

11/11/2023

😎😎

10/11/2023

পুরুষকে হতে হয় আকাশের মতো বিশাল। ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ নামুক তবুও মাথার উপর ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয়। মাঝে মাঝে পালাতে ইচ্ছে করে হয়ত। কিন্তু সবটা জুড়ে যে আকাশ তার থেকে কি কভু পালানো যায়!

পুরুষ ভেঙে গুঁড়িয়ে যায় অর্থের অভাবে বাবার চিকিৎসা আটকে গেলে, মায়ের জরাজীর্ণ পুরনো শাড়িটা দেখে, ছোট ভাই- বোনের আবদারগুলো অপূর্ণ থেকে যায় বলে আবার কখনও বা প্রিয় মানুষটার স্বপ্নগুলো পূরণ করতে না পেরে। নিজেরও যে কিছু স্বপ্ন আছে, নানারকম আশায়পূর্ণ একটা জীবন আছে বেশিরভাগ পুরুষেরই সে খেয়াল থাকে না। নিজের দিকে হাত বাড়ালেই যে শূন্যে ডুবে যায় পরিবার।

এই সমাজ বলে পুরুষ কাঁদে না, কাঁদতে পারেনা, কান্না মানায় না। বেকার হয়ে শূন্য পকেটে ঘুরে বেড়ানো পুরুষ জানে তারও কান্না পায়। সল্প মাইনের চাকরি করে হাজারটা অপূর্ণ স্বপ্ন নিয়ে ঘরে ফেরা পুরুষ জানে চোখের জলের রং কতটা বিবর্ণ। মধ্যবয়সে হাজারও চাপ আর দায়িত্বের ভার বয়ে নিয়ে যাওয়া পুরুষ জানে বোবা কান্নায় চাপা আর্তনাদ লুকিয়ে বাস্তবতা মেনে নেওয়া কতটা কঠিন। পুরুষ কাঁদে নিঃশব্দে, নিভৃতে, নির্জনতায় সবার চোখের আড়ালে।

পুরুষের জীবনটাই এমন বেশিরভাগই অপ্রকাশিত। ভালোবাসা, মায়া, দুঃখবোধ, অনুভূতি, একাকিত্ব, শূন্যতা, আশা- আকাঙ্ক্ষা সবকিছুই কেমন যেন আড়ালেই থেকে যায়। খুব বেশি প্রকাশ পায় না। 'পুরুষ' আড়ালে থেকে যাওয়া মহাকাব্যের সবচেয়ে টাজ্রিক চরিত্র!

09/11/2023

প্রিয়ো সিনেমার, প্রিয়ো দৃশ্য ❤️

08/11/2023
07/11/2023

চিরকুটের প্রেম রহস্য.! 💜

07/11/2023

তুমি যত কথা কম বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলে ছেড়ে দেবে, অপমান করলে হেসে চলে আসবে, মানুষকে আপন কম ভাববে, যত লোকের কাছে নিজেকে ইগনোর রাখবে, তত সুখে থাকবে!❤️

07/11/2023

প্রতিটা ভালোবাসার পিছনে কিছু না কিছু কারণ রয়েছে, কখনো কখনো কোন স্বার্থ ও থেকে থাকে। তবে ভালোবাসা এক এক জনের কাছে ভিন্ন রকম।
গান শুনতে ভালোবাসি কারন,
প্রতিটা গানে মাঝে নিজেকে হারিয়ে ফেলা যায়।(যদিও এখন পুরোপুরি গান ছেড়ে দেওয়া মানুষ আমি)
চাঁদ দেখতে ভালোবাসি কারণ,
অন্ধকার জীবনে চাঁদ আলো ছড়িয়ে যায়।
ধুমপান করতে ভালোবাসি কারণ,
মেঘ ছোঁয়ার সাধ্য আমার নেই, ধোঁয়ার মাঝে মেঘ অনুভব করে যাই,
আকাশ দেখতে ভালো লাগে কারণ,
বেদনার রং নীল। কষ্ট পেলে নীল আকাশে হারাতে ইচ্ছে করে ।
কষ্ট গুলো অনেক ভালোবাসি কারণ,
কষ্টের পরে প্রকৃত সুখটা অনুভব করা যায় ।
বড় চুল ভালো লাগে কারণ,
চোখের কোণে জমে থাকা পানি, চুলগুলো লুকিয়ে রাখে।
বন্ধুত্ব ভালোবাসি কারণ,
সেখানে থাকেনা একাকীত্বে মিলিয়ে যাওয়ার ভয়।
অপেক্ষা করতে ভালোবাসি কারণ,
না পাওয়া সবকিছু জন্য অপেক্ষা করা যায়।
তোমাকে ভালোবাসি কারণ,
এই কারণটাই আজ ও খুঁজে বেড়াই
হয়তোবা বেঁধে রেখেছো তোমার দু'চোখের অদ্ভুত মায়ায়।
সবকিছু ভালোবাসার পিছনে কারণ থাকলেও
তোমাকে কারণ ছাড়াই ভালোবেসে যাই.!!💚

Address

Kushtia
Dhaka
7010

Website

Alerts

Be the first to know and let us send you an email when c2c by Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share