13/10/2023
ইঁদুর কেন কাগজ বা কাপড় কাটে (ওরা তো কাগজ খায় না)?
এই প্রশ্নটা আমার মনেও ছিল ছোটবেলায়। ওরা দাঁত দিয়ে কাটেনা এমন জিনিস খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি অধিকাংশ ক্ষেত্রে সেসব ওদের খাবার জিনিস না!
এটা নিয়ে খোঁজ করতে গিয়ে জানলাম ইঁদুরের সামনের দাঁত আজীবন বড়ো হতে থাকে। এটাসেটা কেটে ওরা ওই দাঁত ক্ষয় করে ছোটো রাখে। যারা দাঁত ছোটো রাখবে না ওরা নিজের দাঁতের আঘাতেই মৃত্যুবরণ করবে। মানে দাঁত মুখ ভেদ করে বের হতে পারে, এমনকি ওদের মস্তিস্কেও আঘাত করতে পারে। (collected)
তেমনি মানুষ এর জীবনে মরিচিকা পড়ে গেছে। যা খালি চোখে দেখা যায় না। এই মরিচিকাকে আমাদের পরিস্কার করে নতুনত্ব ফিরিয়ে আনতে হবে, কাজের করতে হবে। নিজেকে ভেঙে-চুড়ে, নিজের কম্ফোর্ট জোন থেকে বের হয়ে নিজেকে আবিস্কার করতে হবে, নাহলে আমরা অকেজোই থেকে যাব। আপনি বদলান, বদলাবে একটি পরিবার, পরিবার বদলালে বদলাবে সমাজ, এভাবে জাতি,দেশ তথা পুরো বিশ্বকে বদলানো সম্ভব নিজেকে বদলানোর মধ্য দিয়ে। চলুন বদলে যাই নিজে❤️