The Fact By Runa

The Fact By Runa Hi guys,
Welcome all to my page The Fact by Runa.

New videos is coming soon.....
This is the most extra-ordinary page which provides you the most extra-ordinary fact,news analyze,lifestyle fact,biography,mysterious,top 10.top 7 and top 5 videos.

15/05/2023

পৃথিবীর ১০ টি আকর্ষণীও স্থান, যা দেখে আপনি মুগ্ধ হবেন। 10 Amazing Place in The World||

08/10/2022

শিক্ষক দিবস হলো শিক্ষকদের সম্মানে পালিত একটি বিশেষ দিবস। পৃথিবীর বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন দিনে এ দিবস পালন করে। ভারত ১৯৬২ সাল থেকে দেশের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন ৫ সেপ্টেম্বর, আর্জেন্টিনা ১১ সেপ্টেম্বর, ব্রুনাই ২৩ সেপ্টেম্বর ও ভুটান ২ মে, শিক্ষক দিবস পালন করে। ভিন্ন ভিন্ন দিনে শিক্ষক দিবস পালনের বিভিন্ন কারণ আছে।

ব্রুনাইয়ের ২৮তম শাসক ওমর আলী সাইফ উদ্দীন নামমাত্র বেতনে শিক্ষাব্যবস্থা চালু করেন বলে তার জন্মদিন সে দেশে শিক্ষক দিবস পালন করা হয়। ভুটানে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য তৃতীয় রাজা জিগমে দরজি ওয়াংচুকের জন্ম দিন ২ মে দেশটি শিক্ষক দিবস পালন করে থাকে। স্বাধীনতার পর বেসরকারি শিক্ষকদের জাতীয় বেতন স্কেলভুক্ত করায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন ১৯ জানুয়ারি বাংলাদেশে কোনো কোনো শিক্ষক সংগঠন শিক্ষক দিবস পালন করে থাকে। কিন্তু পৃথিবীর প্রায় শতাধিক রাষ্ট্র ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করে আসছে।

26/09/2022

ব্রিটিশ রাজপ্রাসাদের ভেতরে কী কী রয়েছে??
পর্যটকদের কাছে জনপ্রিয় স্থান হওয়ার পাশাপাশি বাকিংহাম প্যালেস যুক্তরাজ্যের জাতীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। ব্রিটিশ সংস্কৃতি যেখানে স্থির হয়ে আছে, সেই বাকিংহাম প্রাসাদেরই নিজস্ব কিছু রহস্য এবং ইতিহাস আছে যা খুব কম মানুষেরই জানা। রাজকীয় এই ভবন ইংল্যান্ডের ইতিহাসের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে- রাজকীয় বিবাহ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোম্বিং পর্যন্ত। তাহলে চলুন জেনে নেয়া যাক বাকিংহাম প্যালেস সম্পর্কে কিছু তথ্য।

21/09/2022

৯৬ বছর বয়সে প্রয়াত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কাটিয়েছেন তিনি বর্ণাঢ্য জীবন। রাজপরিবারে ঘটেছে কত না কাহিনি! রটেছে নানান খবর। সব মিলিয়ে এখানে থাকছে রানির জীবনের চমকপ্রদ কিছু তথ্য।

19/09/2022

বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তর সমগ্র জীবজগৎ কে সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। সেই ওজোন স্তর আজ মনুষ্য সৃষ্ট গ্যাস ক্লোরোফ্লোরোকার্বনের কারণে ক্রমশ বিনাশ প্রাপ্ত হচ্ছে, যার প্রভাব সরাসরি পরিবেশের বিভিন্ন উপাদানের উপর গিয়ে পড়ছে।

17/09/2022

-কয়েকটি গুরুত্বপূর্ণ আমল

~জীবন পরিবর্তনের চ্যালেঞ্জ?🙂
_৪০ দিনের জন্য...🙃

১~ তাহাজ্জুদ নামাজ...😌
২~ ফযরের আগে গোসল...😌
৩~ ফযরের সুন্নত আদায়...😌
৪~ সূর্যোদ্বয়ের আগে কোরআন তিলাওয়াত...😌
৫~ ১২ রাকাত সুন্নাত নামাজ আদায়...😌
৬~ ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ...😌
৭~ সালাতুল দোহা...😌
৮~ মোবাইলে ১০ মিনিটের জন্য হলেও ইসলামিক লেকচার শোনা...😌
৯~ সময়মতো ফযর,যোহর,আছর,মাগরিব ও এশার সালাত আদায়...😌
১০~ প্রতি সোম ও বৃহস্পতিবার রোযা রাখা...😌
১১~ নিয়মিত সূরা ওয়াকিয়াহ তিলাওয়াত...😌
১২~ প্রতিরাতে সূরা মূলক ও সূরা বাক্কারার শেষ ২ আয়াত
তিলাওয়াত...😌
১৩~ প্রতি শুক্রবার সূরা কাহফ তিলাওয়াত...😌
১৪~ প্রতিরাতে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দেওয়া...😌
১৫~ দিনে অন্তত ৭০ বার ইস্তেগফার করা...😌

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক...এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক?🥺
আমিন..🤲

26/06/2022

হীরার আংটি, হীরার নেকলেস ইত্যাদি হীরার এমন অনেক গহনার নাম শোনা গেলেও হীরার সেতুর নাম নিশ্চয়ই এর আগে শোনেন নি আপনি।তবে আশ্চর্যের ব্যাপার হলেও সম্প্রতি হীরক সেতু তৈরি করলো জর্জিয়া। আমাদের আজকের পর্বে চলুন জেনে হীরক সেতুর আদ্যোপান্ত।

25/06/2022

প্রমত্তা পদ্মার বুকে বাংলাদেশের মহাকাব্য।
তিনটি বিশ্ব রেকর্ড গড়ে উদ্বোধনের অপেক্ষায় কোটি বাঙালির স্বপ্ন সংযোগ পদ্মা সেতু। চল্লিশ তলার সমান পাইলিং, দশ হাজার টনের বেশি ধারণ ক্ষমতার বেয়ারিং আর নদী শাসনে এ মেগা স্ট্রাকচার গড়েছে বিশ্ব রেকর্ড। সঠিক রক্ষণাবেক্ষণ হলে একশ বিশ বছরেও কিছু হবে না এ সেতুর।

22/06/2022

উদ্বোধন হওয়ার আগেই দেখে নিন পুরো পদ্মাসেতু। মাওয়া টু জাজিরা ড্রোন ভিডিও।

বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত বহুমুখী সড়ক ও রেল সেতু।

পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটেছে। চলতি বছরের ২৫ জুন পদ্মা সেতুর উদ্ভোদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

15/06/2022

নতুন শিক্ষাক্রমে পাল্টে যাচ্ছে প্রশ্নের প্রকৃতি ও ধরন।২০২৩ সালে আসছে নতুন শিক্ষাক্রম।যেখানে তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকছে না কোন পরীক্ষা। শুধুমাত্র ক্লাসের কার্যক্রমের উপর ভিত্তি করে ছাত্রদের মূল্যায়ন করা হবে।এমন কি সকল শ্রনিতেই বেশিরভাগ নম্বরই থাকছে শিক্ষকদের হাতে।এছাড়াও প্রশ্ন পদ্ধতিতেও আসছে বিশাল পরিবর্তন। আমাদের আজকের পর্বে চলুন দেখে নেই নতুন শিক্ষাক্রমে কেমন হবে প্রশ্নপত্রের প্রকৃতি ও ধরন।

14/06/2022

আব্রাহাম লিংকনের জীবনী – Abraham Lincoln Biography in Bengali : মানবতাবাদী রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কন আমেরিকার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক – শুধু এইটুক বললে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে কিছুই বলা হয় না । আব্রাহাম লিংকন (Abraham Lincoln) এর পরিচয় অসম্পূর্ণ থাকে । পৃথিবীর ইতিহাসে যে কয়জন মানবতাবাদী গণতন্ত্রপ্রেমী মহান রাষ্ট্রনায়ক জন্মেছেন , আব্রাহাম লিংকন (Abraham Lincoln) তাঁদের অন্যতম ।সামান্য ছুতারের ঘরে জন্মগ্রহণ করে কিভাবে একজন রাষ্ট্রনায়ক হলেন সেই অসাধারণ গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও।

13/06/2022

ফিফা বিশ্বকাপের ২২তম আসর পর্দা উঠতে বাকি আর মাত্র ১৬৯ দিন। তবে এরই মধ্যে বেজে উঠেছে বিশ্বকাপের ডামাডোল। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ কাতারের পাঁচ শহরের আট মাঠে চলবে ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে মাঠের লড়াই শুরুর আগে বিশ্বকাপ ট্রফি শুরু করেছে বিশ্ব ভ্রমণ। সারা বিশ্বে খেলাধুলার শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিশ্বকাপ ট্রফির এই যাত্রা। এবার বিশ্বের ৫১টি দেশে ভ্রমণ করবে সোনায় মোড়ানো শিরোপাটি। ৫১টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ ও।এই সোনায় মোড়ানো ট্রফির সম্পর্কে অজানা এমন অনেক তথ্য রয়েছে যা জানলে নিঃসন্দেহে আপনি অবাক হবেন||

05/06/2022

২০২৩ সালে আসছে নতুন শিক্ষাক্রম।যেখানে তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকছে না কোন পরীক্ষা। শুধুমাত্র ক্লাসের কার্যক্রমের উপর ভিত্তি করে ছাত্রদের মূল্যায়ন করা হবে।এমন কি সকল শ্রনিতেই বেশিরভাগ নম্বরই থাকছে শিক্ষকদের হাতে।চলুন দেখে নেই
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকরা কতখানি প্রস্তুত??

27/05/2022

রাজা,বাদশার নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে তাদের আরাম-আয়েশ আর বিলাশ বহুল জীবন যাপনের কথা।কিন্তু আজকের এপিসোডে আমি এমনি একজন বাদশার জীবনাদর্শ সম্পর্কে আপনাদের জানাতে যাচ্ছি য কি না সামান্য টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন।

27/05/2022

তাজমহলের উপাখ্যান: কতটা প্রেম, কতটা ঘৃণা??

06/05/2022

পৃথিবীতে আধুনিককালে তৈরি হয়েছে ‘হাইস্পিড রেলওয়ে’র ধারণা। চলুন দেখে আসি পৃথিবীর দ্রুততম দশটি ট্রেন, যেগুলোকে ভূপৃষ্ঠের বিমান বললেও ভুল হবে না!

06/05/2022

আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন দিবস।কিন্তু জানেন কি এই শ্রমিক দিবস বা মে দিবসের পেছনে রয়েছে একটি রক্তাক্ত ইতিহাস।

22/04/2022

তৃতীয় বিশ্বযুদ্ধ (World War Three) কি হতে চলেছে আগামী দিনে? রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) যুদ্ধ শুরু হতেই বিশ্বযুদ্ধ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। রাশিয়া-ইউক্রেনের (Russia Ukraine) পাশাপাশি বিশ্বের আর কোন কোন দেশের মধ্যে যুদ্ধ বাধতে পারে, যার জেরে বিশ্বযুদ্ধ (World War 3) হতে পারে?

Address

7 No Smritydhara R/A. Kodomtoli
Dhaka
1236

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Fact By Runa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Fact By Runa:

Share