01/08/2025
বিড়ালের মায়ের (আমার)চোখে বিড়াল যেমন:
সম্পর্ক: নিজের বাচ্চা এর উপরে কোন কথা নেই ♥️
চোখ: চোখতো নয় যেন আই লাইনার দেয়া হরিণের মায়াভরা চোখ (সব থেকে সুন্দর) ♥️
পায়ের তলা: যেন এক তুলতুলে নরম গোলাপী গোলাপ বা পদ্ম ফুল 🥰
লোম: যেন বিশ্বের সেরা রেশমি সুতোর বোনা কম্বল💗
হাটা: যেন বাঘ বা সিংহ হাটে সে যেমনই হাটুক (গর্ব বোধ করে)😎
গায়ের রং: যাই হোক বিশ্বের সেরা কালার কম্বিনেশন চিকচিক করে😊
দাত: যেন প্লাটিনাম (হিংস্র কিন্তু মায়েরা মনে করে)😂
কর্মকান্ড: যেন বিশ্বের সেরা অলরাউন্ডার খেলোয়ার (ফুটবল, ক্রিকেট, টেনিস)🥰
বিড়ালের ডাক: যেমনই শব্দ করুক (ম্যাও) আমরা শুনি মা, মামা, আম্মা, 😁
বিড়ালের চাহনি: যেন নিষ্পাপ আখি জোড়া (যেদিকে তাকাক মনে হয় আমার দিকে তাকাইছে)🥰
লেজ: যেন বনলতা সেন😘
নখ: আচর খেয়েও বলে বাহ কি সুন্দর ধারালো তলোয়ার ফাইট দিতে পারবে অন্য বিড়ালের সাথে😂
জিহবা: এত সুন্দর গোলাপি ধারালো জিহবা কারো নাই🤣
নাক ঠোট: বাহ কি সুন্দর গোলাপী, লাল,🥰
দুষ্টমী: থাক ওরাতো খেলবেই (নিজের বাচ্চার পিঠে দুরুম)🤣
জিনিস ভাঙা: ওরা কি বুঝে? অবলা প্রানী (নিজের বাচ্চার পিঠে দুরুম, সাথে বকুনী, আজীবন খোটা)💞
মেহমান: বিড়াল অপছন্দ করা মানুষরা যত আপনই হোক না আসলে খুশী😝
খাবার: হাত খরচ বাচিয়ে খাবার (ট্রিট কেনা)🥲
অসুখ: টেনশনে রাতে ঘুম না আসা।🥲
আরো কত কি। উপমা দিয়ে যায়না শেষ করা।
আপনাদের চোখে বিড়াল কেমন? জানাবেন🥰🥰
fans