বাড়িওয়ালা.কম

বাড়িওয়ালা.কম Travelling & information
(2)

11/07/2025

বোন লন্ডন থেকে তারেক বলছি হায়াত-মউত তো আল্লাহর হাতে বিম্পি তো উছিলা মাত্র! 🙂

চাকরী দেয়ার নামে চট্টগ্রাম কলেজের ছাত্রীকে ধর্ষণ !! 😓তনু (ছদ্মনাম), চট্টগ্রাম কলেজের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি নগরীর চক...
07/07/2025

চাকরী দেয়ার নামে চট্টগ্রাম কলেজের ছাত্রীকে ধর্ষণ !! 😓

তনু (ছদ্মনাম), চট্টগ্রাম কলেজের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি নগরীর চকবাজার এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সেই প্রতিষ্ঠানের চাকরির পরিবেশ তার অনুকূলে না থাকায় সে নতুন চাকরির খোঁজ করেন। তনুর তেমন বেশি কেউ পরিচিত না থাকায় তার এক বান্ধবীকে একটা চাকরির ব্যবস্থা করতে বলেন। কারণ তনুর বাবা একজনের উপার্জনে তাদের সংসার চালানো কষ্টকর ছিল। অর্থনৈতিক টানাপোড়নের সংসারে স্বস্থি ফেরাতে প্রাণপণ চেষ্টা ছিল তনুর। তার চাকরির প্রয়োজনীয়তার কথা শুনে তনুর বান্ধবী তনুকে দিপংকর নামে এক যুবকের মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন।

তনু তার বান্ধবীর দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে দিপংকরকে চাকরির জন্য অনুরোধ জানান। দিপংকর তনুকে অশ্বস্থ করেন চাকরির ব্যপারে। এরপর থেকে দিপংকর তনুকে নানা উপদেশ দেন। বলেন, তার ছোট বোন নেই তনুই তার ছোট বোন। প্রতিনিয়ত বড় ভাইয়ের মতো করে শাসন করে নানা ভাল উপদেশ দেন। এভাবে টানা প্রায় দুই মাস হোয়াটঅ্যাপ এবং মেসেন্জারে চ্যাটিং চলে। এই দুই মাসে উপদেশ এবং ভাল পরামর্শ ছাড়া তাকে কোন খারাপ কথা বলেনি দিপংকর। প্রায় সময় ভরসা দিতেন ভাই দিপংকর যতদিন আছে ততদিন তনুর চাকরি এবং অন্যান্য সমস্যার জন্য চিন্তা না করতে। দিপংকরের দীর্ঘ দুই মাসের ভাল ব্যবহার এবং উপদেশ পেয়ে এক প্রকার তনুর আস্থা অর্জন করে। তনুও তাকে বিশ্বাস এবং আস্থায় রেখেছে।

হঠাৎ এক দুপুরে তনুর মোবাইল বেজে উঠে। অপর প্রান্ত থেকে দিপংকর বলে বোন তোমার চাকরির ব্যবস্থা করেছি। বিকেলে ইন্টারভিউ দিতে যেতে হবে। চাকরির কথা শুনে সাথে সাথে রাজি হয়ে তনু বললো কোথায় আসতে হবে? তখন দিপংকর তনুকে নগরীর বহদ্দারহাট দাড়াতে বলে। তনু বহদ্দারহাট অপক্ষো করলে দিপংকর গাড়ি নিয়ে এসে তনুকে গাড়িতে তোলে নেয়।

এরপর তনু জানতে চায় ইন্টারভিউ কোথায় তখন দিপংকর বলে চলো আমি নিয়ে যাচ্ছি। এরপর যখন গাড়ি কাপ্তাই ক্রস করছিল তখন একটি সাইনবোর্ডে চোখ পড়ে তনুর। তখন তনু গাড়ি থেকে নামার চেষ্টা করেও নামতে ব্যার্থ হয়। তাকে দীপংকর নিয়ে যায় রাঙ্গামাটির আসাম বস্তি নামক একটি নির্জন জায়গায়। পুরো পথ হত্যার হুমকি দিয়ে তাকে আসাম বস্তি নিয়ে যাওয়া হয়। দিপংকর ফোনে বলার সময় ওই এলাকার নাম যে আসাম বস্তি সেটি শুনে তনু।

সেখানে বেশ কয়েকটি কটেজ রয়েছে। নিরব নিস্তব্ধ। যাওয়ার সাথে সাথে এক নারী এসে কটেজের চাবি দেয়। দীপংকর ওই নারী থেকে চাবি নেয়ার সময় বললো ভেতরে মদ আছে? তখন ওই নারী বললো না। এনে দিচ্ছি। তখন তনু বেশ কান্না করছিল। কিন্তু সেখানে তনুর কান্না শুনার কেউ ছিল না। জোর-জবরদস্থি করে তনুকে কটেজে ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে দিপংকর নামে ওই কুলাংগার।
এর মাঝে দিপংকরের মোবাইলে ফোন আসে। দীপংকরকে বলতে শুনা যায় আমি আসাম বস্তি আছি তোরা মদ নিয়ে চলে আয়। সেই কথা শোনে তনু আরও বেশি কান্না করতে লাগলো। কিন্তু দীপংকরের মন গলাতে পারলোনা তনু। দীপংকর বললো তুকে আজ এখানে রেখে যাবো। মানে তার বন্ধুরাও তনুকে ধর্ষণ করবে। সেই কথা শোনে তনু যখন তার পায়ে ধরে আরও বেশি কান্না করছিল অন্যদিকে দীপংকর আচ করতে পারে তনুকে খুঁজাখুজি করছে কেউ। তনুর মোবাইলে বার বার ফোন আসছিল। তখন দিপংকর তনুকে গাড়িতে করে এনে নগরীতে নিয়ে আসে। এর আগে দিপংকর তনুকে হুমকি দিয়ে বলে এই ঘটনা যদি কাউকে বলে তাহলে মেরে ফেলবে এবং তার পরিবারের ক্ষতি করবে।

তারা যখন কটেজ থেকে বের হয় তখন এক বয়স্ক লোক ভাড়া নিতে আসে দিপংকরের কাছে। তখন দিপংকর ভাড়া পাঁচশত টাকা কম দিয়ে বলে আমিতো প্রতিবার আসি আর রাতেও থাকিনি একটু কম নেন। সামনের বার আসলে দিয়ে দিবো। তার মানে দিপংকর নামে এই কুলাংগার প্রতিনিয়ত এভাবে ধর্ষণ করেন এবং রাত্রিও যাপন করেন ওই কটেজে।

এই ঘটনার পর তনু মানসিক ভাবে বিপর্যস্ত। স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে তনুর। আইনের আশ্রয় নিতেও অনিহা প্রকাশ করেছে তনু। কারণ এমন ঘটনা জানলে সামাজিক কারণে তার পরিবারও পাশে থাকবেনা বলে আশংকা তার।

সেখানে যাওয়ার পর দীপংকর ফোনে কথা বলার ফাঁকে তনু তার আরেক বান্ধবী কে মেসেঞ্জারে তাকে উদ্ধারের জন্য ভয়েস মেসেজ পাঠায়। সেই বান্ধবী সাথে সাথে বিষয়টি চট্টগ্রাম কলেজের কয়েকজনকে জানালে তারা বিষয়টি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে অবগত করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বুঝতে পেরে তনুকে নগরীর ২ নং গেট এলাকায় নামিয়ে দেয় দীপংকর নামে সেই কুলাংগার।

নোটঃ বন্ধু-বান্ধবী নির্বাচন এবং কাউকে বিশ্বাস করতে অনেক বেশি সচেতন হতে হবে। আবেগ কন্ট্রোল করতে হবে। নিজের দূর্বলতা কাউকে বলা যাবেনা।
ভিক্টিমের নাম/পরিচয় প্রকাশ না করে ঘটনাটি শেয়ার করেছি আমাদের বোনদের সচেতন করার জন্য।
প্রতারকের পাল্লায় পড়বেন না কেউ।

বিস্তারিত নিউজ 👇
News link: https://www.facebook.com/share/v/16aKNGUwff/

আমার বয়স ২৪। আমার জামাই এর বয়স ৪৫। আমি এই অসম বিবাহ  নিয়ে আজ মুখ খুলব।২০২২ সালে আমাদের বিয়ে হয় পারিবারিক ভাবে। ছেলের বয়স...
06/07/2025

আমার বয়স ২৪। আমার জামাই এর বয়স ৪৫। আমি এই অসম বিবাহ নিয়ে আজ মুখ খুলব।২০২২ সালে আমাদের বিয়ে হয় পারিবারিক ভাবে। ছেলের বয়স বেশি আমার পরিবার জেনে শুনেই দিছে।কারণ সে একজন ইন্জিনিয়ার ঢাকায় বাড়ি গাড়ি সবই আছে। এবং সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আমি পরিবারের বাধ্যগত মেয়ে ছিলাম ভেবেছিলাম পরিবার যেটা করবে সেটা আমার ভালোর জন্যই।

বিয়ের ১মাস তার আচার-আচরণ অনেক ভালো ছিলো। সে আমার প্রতি অনেক যন্তশীল ছিল। কিন্তু ১মাসে আমাদের কোনো ফিজিক্যাল সম্পর্ক হয়নি। সে কখনো জোর করেনি আর আমিও অনেক লজ্জাশীল ছিলাম তাই কিছুই বলি নাই।

তার কিছুদিন পরে তার আচারণ অনেকটা খারাপ দেখতে শুরু করি সে রুম আলাদা করে ফেলে।আমাকে ৩য় তলায় একটা রুম দেয় আর সে ২য় তলায় একটা রুমে থাকে। সপ্তায় ২ দিন আামার রুমে ঘুমাই। হয়তো একটু জড়ায় ধরে কিস করে এই পযন্ত ফিজিক্যাল হয়না। আবার আমাকে এই বিষয়টা কাউকে বলতে নিষেদ করে দেয়। সে আমার সাথে খুব বেশি কথাও বলে না। সকালে একসাথে নাস্তা করে চলে যাই অফিসে। খাবার টেবিলে একটা কথাও বলে না।

দুপুরেও খাবার টেবিলে খাবার দেওয়া নেওয়া ছাড়া কোনো কথা বলে না। আমি মন খুলে কোনো কথা তাকে বলতে পারিনা। কিন্তু বাসায় কনো মেহমান আসলে সে তাদের সাথে অনেক বেশি কথা বলে। এই বিষয় টা প্রথমে মেনে নিতে কষ্ট হলেও এক পযার্য়ে আমি মেনে নিই।কিন্তু কেউ প্রশ্ন করলে আমার খুব খারাপ লাগে তার পর কিছু বলি না। আমার পড়াশোনা করতাম কিন্তু আমার পরীক্ষার সময় আমার পরিক্ষা দিতেও দেইনি। তখন আমার অনেক বেশি খারাপ লাগে। কিন্তু প্রয়োজনীয় জিনিস পএ সবকিছু ঠিকমতো দেয়। যেমন জামাকাপড় খাওয়া দাওয়া।

এভাবে দিন, মাস,বছর যায়। আমি অনেক কষ্ট করে মানিয়ে নিয়ে থাকি। কারণ আমার পরিবারের অবস্থা খুব বেশি একটা ভালো না।কিন্তু যত দিন যায় আমার পরিবারের সবাই আত্মীয়স্বজনরা আশেপাশের সবাই বাচ্চা বাচ্চা করে পাগল করে দেয়। তখন নিজেকে অনেক অসহায় লাগে। আমি কাউকে বোঝাতে পারি না যে আমাদের ভিতরে ফিজিক্যাল সম্পর্ক নাই বাচ্চা আসবে কিভাবে। এবং তার পরিবারের সবাই আমাকে খারাপ ভাবে যে আমি ইচ্ছা করে বাচ্চা নিই না।
আমার জামাই এর অতীত খুব খারাপ সে ১৫ টা প্রেম করেছে। এবং তার ভাবীর সাথেও তার প্রেম ছিল। যদিও তার ভাবী এখন দেশের বাহিরে। তার ফোন এর ওয়ালপেপারে আমি তার এক্স দের পিকচার দিতে দেখেছি। তারপরও আমি কিছুই বলি নাই।

গত জানুয়ারি মাসে বাসায় তার এক কাজিন বাসায় আসে সে চলযাওয়ার সময় আমার সামনে তার কাজিন কে জড়িয়ে ধরে কিস করে বিষয়টা আামার খারাপ লাগে তারপর আমি একটু রাগ দেখাই তারপর সে আমাকে মারধর করে। তারপরও আমি বাসায় কিছু বলিনা।

আমার পরিবার সবসময় আমাকে বাচ্চার জন্য চাপ সৃষ্টি করে।তো আমি একদিন তার সাথে এই বিষয় এ খোলামেলা কথা বলি এবং আমি বচ্চা নিতে চাই সেটাও বলি।সে রাজি হয় না। সে বলে তার ফিজিক্যাল করতে ইচ্ছা করে না। ঘৃণা লাগে আরো অনেক কিছু আমি অনেক ভাবে বোঝায় কিন্তু সে চাই না।পরে আমি যখন বলি আমাদের ভিতরে যে কোনো ফিজিক্যাল সম্পর্ক নাই সেটা সবাই কে বলে দিব তহলে আার কেউ বাচ্চার কথা বলবে না তখন সে আমার ফোন নিয়ে নেয় এবং অনেক বেশি মা*র^ধ' র করে। এত মা* রে যে আমি ১০ দিন বিছানা থেকে উঠতে পারি নাই।

আমার মনে হয় তার ফিজিক্যাল সমস্যা আছে আমি ওতো বুজিনা তাই সঠিক বলতে পারব না। কিন্তু 2 বছর আমাদের কনো ফিজিক্যাল সম্পর্ক হয়নি। আমার মনে হয় সে আমাকে তার দেখশোনার জন্যই রেখেছে। আমি মানসিক ভাবে অনেক অসুস্থ । খাবার খেতে মন চাই না। খাওয়া দাওয়া কমে এসেছে।সব সময় মাথা ব্যাথা করে।কিছুই ভালো লাগে না। মানসিক শান্তি নাই। আমি ছোট থেকেই নামাজ পড়ি। এখনও পড়ি দোয়াও করি নিজের জন্য ।এই যে জিলহজ্জ মাসে এই ৯ টা রোজাও রাখছি আলহামদুলিল্লাহ। তারপরও মানসিক ভাবে খুব অস্থির লাগছে তাই এখানে শেয়ার করলাম। এখন আমি কি করতে পারি??

কেউ বাজে ভাবে নিবেন না।ভালো পরামর্শ দিতে পারলে দিবেন না হলে ইগনোর করবেন.....
*( নাম প্রকাশে অনিচ্ছুক )

Next year
05/07/2025

Next year

হয়ে যাক তাহলে??
01/07/2025

হয়ে যাক তাহলে??

01/07/2025

কাঁদো তোমার নেত্রীর নামে, যিনি তোমাকে রেখে পালিয়েছেন।

কিতাবুল হতাশ,
খন্ড ৫, অধ্যায় ৩৬, পৃষ্ঠা ৩২

30/06/2025

সারাক্ষণ অশ্লীল চিন্তা আসা এবং জিনা করার প্রতি উদ্বুদ্ধ হয় মন! এমন হলে আপনি খবিশ জ্বিন যাদুতে আক্রান্ত!

চট্টগ্রামের এক সাদামাটা বাড়িতে জন্ম ও বেড়ে ওঠা মামিয়া চৌধুরীর। ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। পরিবার,...
29/06/2025

চট্টগ্রামের এক সাদামাটা বাড়িতে জন্ম ও বেড়ে ওঠা মামিয়া চৌধুরীর। ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। পরিবার, সমাজ বা আর্থিক সীমাবদ্ধতা—কোনো কিছুই তাকে থামাতে পারেনি।
২০১৫ সালে কাপাসগোলা সিটি করপোরেশন উইমেন্স কলেজ থেকে এইচএসসি পাস করেন মামিয়া। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে অনার্স সম্পন্ন করেন। অনেকের কাছে হয়তো এটি সাধারণ একাডেমিক পথ মনে হতে পারে, কিন্তু মামিয়া নিজের মধ্যে লালন করেছিলেন ব্যতিক্রম কিছু করার স্বপ্ন।
২০২২ সালে তিনি মাস্টার্সে ভর্তি হন গাজীপুরে অবস্থিত ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (ডুয়েট)। এখান থেকেই শুরু হয় তার গবেষণা-ভিত্তিক বাস্তব পথচলা। ২০২৩ সালে মামিয়া ডুয়েটে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন। সেখানে তিনি গবেষণার পাশাপাশি একটি আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশ করেন এবং দুটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেন।
শুধু গবেষণাই নয়, একইসঙ্গে তিনি ২০২৪ সালে আইএফআইসি ব্যাংক পিএলসি-তে সহকারী অফিসার হিসেবে যোগ দেন। একদিকে চাকরি, অন্যদিকে গবেষণা—দুয়ের ভারসাম্য রেখে এগিয়ে যান স্বপ্নের পথে।
গবেষণা, একাডেমিক ফলাফল এবং নিজের প্রচেষ্টার কারণে তিনি স্কলারশিপের জন্য যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। সবকিছু পেরিয়ে অবশেষে তিনি সুযোগ পান Tennessee Technological University-তে মাস্টার্স করার জন্য, একটি সম্পূর্ণ ফুল-ফান্ডেড স্কলারশিপ-সহ। এতে রয়েছে ফুল টিউশন মওকুফ, প্রতি মাসে স্টাইপেন্ড এবং অতিরিক্ত সামার স্টাইপেন্ড।
আগামী ফ্যাল সেমিস্টার থেকেই তার ক্লাস শুরু হচ্ছে। মামিয়া এখন ব্যস্ত প্রস্তুতি নিতে—বিদেশ যাত্রার, নতুন জীবনের, নতুন স্বপ্নের।
মামিয়া চৌধুরীর এই অর্জন প্রমাণ করে, শুধুমাত্র ঢাকা বা নামকরা বিশ্ববিদ্যালয় থেকেই নয়, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও একাডেমিক শ্রেষ্ঠত্ব, গবেষণায় দক্ষতা আর আত্মবিশ্বাসের মাধ্যমে পৌঁছানো যায় আন্তর্জাতিক অঙ্গনে।
তার এই যাত্রা শুধু তার নিজের নয়—এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর জন্য এক আলোকবর্তিকা। মামিয়া আমাদের দেখিয়ে দিয়েছেন, সঠিক লক্ষ্য, কঠোর পরিশ্রম আর অবিচল ইচ্ছাশক্তি থাকলে সীমাবদ্ধতাও হার মানে।

আমার একজন পরীক্ষার্থী ছোটবোন মাহিরা বিনতে মারুফ (পিউলি) কে কোথাও পাওয়া যাচ্ছে না।আজকে ২৯ শে জুন সকাল ৮ টায় বসুন্ধরা আব...
29/06/2025

আমার একজন পরীক্ষার্থী ছোটবোন মাহিরা বিনতে মারুফ (পিউলি) কে কোথাও পাওয়া যাচ্ছে না।

আজকে ২৯ শে জুন সকাল ৮ টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইচএসসি পরিক্ষার উদ্দেশ্যে রওনা হয়। তার সেন্টার ছিলো মিরপুর কলেজ এবং তার কলেজ ছিলো গভ: বাংলা কলেজ। সে বাসা থেকে একাই বের হয়েছিলো পরিক্ষার উদ্দেশ্যে কিন্তু সে বাসা থেকে বের হওয়ার পরবর্তী সময় থেকে মিসিং। পরিক্ষার কেন্দ্রেও সে উপস্থিত হতে পারেনি ।

জিডি করা হয়েছে। আমি জিডির কপি কমেন্টে দিয়ে দিচ্ছি। আইনশ্রঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ দয়াকরে আপনারা একটু সহযোগিতা করুন। কোন রকম বিপদ হবার আগে সিসি ফুটেজ দেখে হোক কিংবা যে কোন উপায়েই হোক সহযোগিতা করুন প্লিজ।

ফেইসবুকে যারা এই পোস্ট দেখছেন আপনারা দয়াকরে চোখ কান খোলা রাখিয়েন আর দ্রুত পোস্টটি সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন।

মাহিরার পরিবারের সাথে যোগাযোগের নাম্বার- 01789510450

post by: Tasrif Khan
copy post.

🔥
22/06/2025

🔥

এই সব বিত্তহীন বার্তা। জনগণ ধানের শী*ষ কে ভালোবাসে। 🌾
17/06/2025

এই সব বিত্তহীন বার্তা।
জনগণ ধানের শী*ষ কে ভালোবাসে। 🌾

Address

Dhaka

Telephone

+8801886557005

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাড়িওয়ালা.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাড়িওয়ালা.কম:

Share