16/08/2022
াপিকা_পাণ্ডুলিপি_পুরস্কার_২০২২
পাণ্ডুলিপি আহ্বান
যে সকল বিষয়ে পাণ্ডুলিপি দেয়া যাবে।
ক. কবিতাঃ
কবিতা, ছড়া, গীতি কবিতা, পুঁথি ।
খ. উপন্যাস :
সামাজিক উপন্যাস, সমকালীন উপন্যাস, রহস্য উপন্যাস , গোয়েন্দা উপন্যাস,কিশোর উপন্যাস, রম্য , নাটক, ভ্রমণ কাহিনি, ভ্রমণ বিষয়ক প্রবন্ধ, শিশু ও কিশোর উপন্যাস, অনুবাদ।
গ. গল্প:
সায়েন্স ফিকশন বা কল্প বিজ্ঞান, নন ফিকশন, , গোয়েন্দা কাহিনি, শিশু ও কিশোর গল্প, হরর, ফিচার, ভ্রমণ কাহিনি, ভ্রমণ বিষয়ক প্রবন্ধ, ছোট গল্প, শিশু ও কিশোর গল্প, রুপকথা, উপকথা, শিক্ষামূলক গল্প, কল্প বিজ্ঞান, ভূতের গল্প, কমিক্স, অনুবাদ।
ঘ. মননশীলসাহিত্য :
ইতিহাস, আঞ্চলিক ইতিহাস, বাংলা ও বাঙালি সংস্কৃতি, প্রবন্ধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ,মিথোলজি, পুরাকীর্তি, নৃতাত্ত্বিক গবেষণা, ফিচারসংক্রান্ত যেকোনো লেখা।
ঙ. শিক্ষা ও ক্যারিয়ার :
শিক্ষা, ক্যারিয়ার, আত্মউন্নয়ন বা মোটিভেশনাল,
ধর্ম বিষয়ক , ধর্মিয় আত্মউন্নয়ন, কর্মোন্নয়ন, জীবনভিত্তিক লেখা, অনুবাদ, ফটোগ্রাফি, সাংবাদিকতা, সিনেমা, সোশ্যাল মিডিয়া,
ইন্টারনেট, স্বাস্থ্য, চিকিৎসা, প্রকৃতি, ভাষা বিষয়ক, ইংরেজি শিক্ষা বিষয়ক, খেলাধুলা, ধর্ম বিষয়ক, ইতিহাস এবং গবেষণা বিষয়ক যে-কোনো লেখা।
নিয়মাবলি :
১। বাংলায় লিখিত মৌলিক ও অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে।
২। বাংলাভাষী যেকোনো বয়সের লেখক এতে অংশ নিতে পারবেন।
৩। পাণ্ডুলিপি পাঠানোর শেষ সময় ১৫ এ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি।
৪। একজন লেখক যেকোনো ৩টি বিষয়ে পাণ্ডুলিপি জমা দিতে পারবেন।
৫। সকল বিভাগের পাণ্ডুলিপিতে শব্দসংখ্যা উন্মুক্ত। তবে ছড়া ও কিশোর কবিতা সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৪০টি দেয়া যাবে।
৬। 'ক থেকে ঙ' পর্যন্ত উল্লেখিত বিভাগ থেকে শ্রেষ্ঠ পাঁচটি পাণ্ডুলিপি নিজ দায়িত্বে বইমেলা ২০২৩-এ প্রকাশ করবে সমাপিকা প্রকাশ।
৭। পাণ্ডুলিপির সাথে লেখকের ছবিসহ সংক্ষিপ্ত লেখক পরিচিতি, মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা যোগ করতে হবে। পাণ্ডুলিপির প্রথম পৃষ্ঠা ব্যতীত আর কোনো জায়গায় লেখকের নাম উল্লেখ করা যাবে না।
৮। পাণ্ডুলিপির প্রথম পাতায় বিষয়বস্তু সম্পর্কে এক পৃষ্ঠায় সারাংশ লিখতে হবে।
৯। পাণ্ডুলিপির ফন্ট সাইজ ১২ থেকে ১৪ পর্যন্ত দেয়া যাবে।
১০। লেখা পাঠানোর সময় ই-মেইলের সাবজেক্টের ঘরে ‘সমাপিকা পাণ্ডুলিপি পুরস্কার ২০২২’ এবং ‘বিভাগ’ উল্লেখ করতে হবে।
১১। পাণ্ডুলিপি SutonnyMJ অথবা ইউনিকোড ফন্টে কম্পোজ করে পাঠাতে হবে। (ওয়ার্ড ফাইল)
পাণ্ডুলিপি সফটকপি পাঠানোর ঠিকানা :
[email protected]
ফোন : ০১৮৯০৮০২৭২৭, ০১৭৭৫৭১৮১৬৮
বিঃদ্রঃ- মুক্তিযুদ্ধ, সমাজ, রাষ্ট্র ও ধর্ম বিরোধী, নৈতিকতা ও মূল্যবোধহীন পাণ্ডুলিপি গ্রহণযোগ্য নয়।
পুরস্কার :
১। বিজয়ী সকল পাণ্ডুলিপি প্রকাশনী নিজ দায়িত্বে গ্রন্থাকারে প্রকাশ, ক্রেস্ট, সনদ, প্রশংসাপত্র ও লেখক কপি হিসেবে ১৫,০০০ টাকা মুদ্রিত মূল্যের বই প্রদান।
২। বাঁচাই করা মোট ৫০টি পাণ্ডুলিপি নির্বাচিত হিসেবে ঘোষণা করা হবে। এই ৫০টি পাণ্ডুলিপি লেখক-প্রকাশক আলোচনার সাপেক্ষে বই আকারে প্রকাশ এবং সকল লেখককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। লেখক সৌজন্য কপি হিসেবে ২০টি বই এবং প্রকাশনার নিয়ম অনুযায়ী বিক্রয়োত্তর রয়ালিটি প্রদান করা হবে।
৩। প্রতিযোগিতার সকল বিষয়ে স্বচ্ছতা বজায় থাকবে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৪। নির্বাচিত লেখকদের সাথে সমাপিকা প্রকাশ লিখিত প্রকাশনা চুক্তিপত্রে আবদ্ধ হবে।
এছাড়াও থাকছে, ২০২৩ সালের গ্রন্থমেলায় সমাপিকা প্রকাশ থেকে প্রকাশিত সর্বাধিক বিক্রয়কৃত পাঠক প্রিয় তিনটি বই'র কবি লেখক পাবেন 'সমাপিকা 'সেরা বই' অ্যাউয়ার্ড এবং নগদ অর্থ পুরষ্কার।