Travel Memories

Travel Memories আমার দুর্বল পরিকল্পনার উপরে একজন উত্তম পরিকল্পনাকারী আছেন, এই ভাবনাটা আমাকে, এক আকাশ পরিমাণ স্বস্তি দেয়..!
আলহামদুলিল্লাহ!❤️‍🩹
(12)

25/07/2025

Cox’s bazar Sea beach

💔 মাইলস্টোন কলেজের করুণ সকাল: স্বপ্নভঙ্গের দিনআজকের এই সকালটা যেন ছিল না কোনো সাধারণ দিন। মাইলস্টোন কলেজ, যেখানে হাজারো ...
22/07/2025

💔 মাইলস্টোন কলেজের করুণ সকাল: স্বপ্নভঙ্গের দিন

আজকের এই সকালটা যেন ছিল না কোনো সাধারণ দিন। মাইলস্টোন কলেজ, যেখানে হাজারো স্বপ্ন প্রতিদিন দৌড়ায় ক্লাসরুম থেকে মাঠে, হাসিমুখে ছুটে আসে ভবিষ্যতের আশায়, আজ সেই কলেজের আকাশ যেন থমকে গেছে।

হঠাৎ করে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। সবার প্রিয় কিছু মুখ—যারা একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা দেশপ্রেমিক হওয়ার স্বপ্ন দেখত—তাদের কিছুজন আজ আর নেই আমাদের মাঝে। বইয়ের ব্যাগ, পরিচয়পত্র, কলেজ ইউনিফর্ম পড়ে আছে ঠিক আগের জায়গায়, কিন্তু যারা এগুলো ব্যবহার করত, তারা আজ নিঃসঙ্গ স্মৃতি হয়ে গেছে।

শোকস্তব্ধ পুরো ক্যাম্পাস। চারদিকে শুধু কান্নার রোল। সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে, শিক্ষকরা চোখের জল লুকাতে পারছেন না। বাবা-মায়ের বুক ফাটা আহাজারিতে আকাশ কেঁপে উঠছে।

> “ও বলেছিল, কলেজে গিয়ে বিকেলে বাসায় ফিরবে… কিন্তু এখন তো ও ফিরবেই না…!”
— এক মায়ের কাঁদতে কাঁদতে উচ্চারিত এই কথায় থেমে গেছে সময়।

এই দুর্ঘটনা শুধু কিছু প্রাণ কাড়েনি, তা ছিন্নভিন্ন করে দিয়েছে শত শত স্বপ্ন, একটি প্রজন্মের ভবিষ্যৎ।

মাইলস্টোন কলেজ আজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটা আজ হাজারো মানুষের চোখের জল, কষ্টের নাম, স্মৃতির প্রতিচ্ছবি।

---

📌 অনুরোধ: সবাই মিলে প্রার্থনা করি, যাতে আর কোনো মা-বাবাকে সন্তানের নিথর দেহ নিয়ে ফিরে যেতে না হয়। যেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হয় সবচেয়ে নিরাপদ স্থান—স্বপ্ন গড়ার, স্বপ্ন দেখার স্থান।

এই রকম শিক্ষক হলে জাতি বদলায়!জীবনের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যে ঢুকে ২০ শিক্ষার্থীকে বের করে এনেছেন, অথচ নিজে ৮০% পুড়ে গেছেন...
22/07/2025

এই রকম শিক্ষক হলে জাতি বদলায়!
জীবনের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যে ঢুকে ২০ শিক্ষার্থীকে বের করে এনেছেন, অথচ নিজে ৮০% পুড়ে গেছেন।
এই ত্যাগ ইতিহাস হয়ে থাকবে।
শিক্ষিকা মাহরিন, আপনাকে স্যালুট। 🇧🇩

🔥 মাইলস্টোন কলেজের ছাত্র, পোড়া শরীর, পোড়া স্বপ্ন...আজ আর কিছু লিখতে ইচ্ছে করছে না।শুধু চোখের সামনে বারবার ভেসে উঠছে এক...
21/07/2025

🔥 মাইলস্টোন কলেজের ছাত্র, পোড়া শরীর, পোড়া স্বপ্ন...

আজ আর কিছু লিখতে ইচ্ছে করছে না।
শুধু চোখের সামনে বারবার ভেসে উঠছে একটি ছেলের মুখ—
পোড়া গা, ছেঁড়া ইউনিফর্ম, আর নিঃশব্দ এক আর্তনাদ।

তার হাতে কলম থাকার কথা ছিল, কিন্তু আছে ব্যান্ডেজ।
তার ক্লাসরুমে থাকার কথা ছিল, কিন্তু সে এখন হাসপাতালের বিছানায়।

এই কী আমাদের ভবিষ্যৎ?
আমরা কি আর কিছুই শিখছি না?
একটি দুর্ঘটনা মানে শুধু একটি আহত দেহ নয়—
তা মানে একটি পরিবারের কান্না, এক সমাজের ব্যর্থতা,
আর আমাদের গা-সওয়া নীরবতা।

🕯️ আমরা দোয়া করি — সে যেন দ্রুত সুস্থ হয়।
📣 আমরা জিজ্ঞেস করি — কেন বারবার এমন হয়?
🛑 আমরা দাবি করি — নিরাপত্তা যেন বিলাসিতা না হয়, অধিকার হোক।





#ছাত্রজীবন_রক্ষা_করুন
#নিরাপত্তা_আমার_অধিকার

🔥 একটি ছাত্রের পোড়া হাত নয়... এটা আমাদের সমাজের ব্যর্থতার ছাপ।📍 মাইলস্টোন কলেজ | একটি ভয়াবহ দুর্ঘটনা | এক অসহায় তরুণআজ ...
21/07/2025

🔥 একটি ছাত্রের পোড়া হাত নয়... এটা আমাদের সমাজের ব্যর্থতার ছাপ।
📍 মাইলস্টোন কলেজ | একটি ভয়াবহ দুর্ঘটনা | এক অসহায় তরুণ

আজ এই ছবির দিকে তাকিয়ে থাকতে পারছি না…
চোখে ভয়, শরীরে আগুনের দগদগে দাগ, মন ভরা কষ্ট—
একটি তরুণ, যার হাতে খাতা-কলম থাকার কথা, আজ তার হাত যেন আগুনের ছাই!

তার চোখে লেখা ছিল হাজার স্বপ্ন, কিন্তু বাস্তবতা তাকে জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে।
এই দুর্ঘটনা কি নিছকই ‘দুর্ভাগ্য’?
নাকি আমাদের গাফিলতির আগুনে আরেকটি জীবন ছাই হয়ে গেল?

আমরা কাঁদি, আমরা পোস্ট দিই—কিন্তু তারপর?
আরেকটা দুর্ঘটনা না হওয়া পর্যন্ত কি আমরা চুপচাপ থাকবো?

🕯️ যারা আহত হয়েছেন, তাদের জন্য মন থেকে দোয়া করি।
🛑 আর নয় অবহেলা, আর নয় প্রাণহানি।
📣 এবার জেগে উঠুন—নিরাপত্তা সবার অধিকার।





#প্রার্থনায়_আমরা

শুভ বিকাল
20/07/2025

শুভ বিকাল

18/07/2025

গল্প: "বৃষ্টির মাঠে ছোট্ট রাজা"বৃষ্টির জলে ভিজে কাঁদামাটি হয়ে গেছে পুরো মাঠটা। চারপাশে কুয়াশার মতো বৃষ্টির পর্দা, আর স...
15/07/2025

গল্প: "বৃষ্টির মাঠে ছোট্ট রাজা"

বৃষ্টির জলে ভিজে কাঁদামাটি হয়ে গেছে পুরো মাঠটা। চারপাশে কুয়াশার মতো বৃষ্টির পর্দা, আর সেই পর্দা ভেদ করে ভেসে আসছে কিশোরদের হাসির শব্দ।

তাদের মাঝে সবচেয়ে চঞ্চল ছেলেটির নাম রাজু। পায়ে ছেঁড়া চটি, গায়ে একটা পুরনো টি-শার্ট, কিন্তু চোখে ছিল রাজত্ব করার স্বপ্ন। সে বলত, “আমি একদিন মেসির মতো খেলব!” বন্ধুরা হেসে বলত, “বৃষ্টির মাঠে মেসি, নাকি কাদার রাজা?”

মাঠের চার কোণে দাঁড়িয়ে ছিল রাজু, লিটন, রবিন আর জসিম। চারজন মিলে একটা পুরনো ফাটল ধরা ফুটবল নিয়ে ঝড়বৃষ্টি উপেক্ষা করে খেলায় মেতে ওঠে।

কেউ পড়ে যাচ্ছে, কেউ উঠে দাঁড়াচ্ছে, আবার কেউ কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে — কিন্তু খেলাটা থেমে নেই। রাজু একসময় একটা দুর্দান্ত ড্রিবল করে বলটা নিয়ে দৌড়ে যায়। পেছন থেকে রবিন চিৎকার করে ওঠে, “গোল দে রাজু!”

রাজু হেসে বলল, “এইবার গোল না হলে আমি আর রাজা না!”

এক লাফে কাদার ওপর দিয়ে ছুটে গেল, বৃষ্টি চোখে-মুখে ঝাপটা মারছে, কিন্তু তাতে কি? তার সামনে শুধু একটাই লক্ষ্য — গোল!

বলটা জালে লেগে ঢুকে গেল। চারপাশে যেন মুহূর্তে আনন্দের বিস্ফোরণ! সবাই ছুটে এসে রাজুকে জড়িয়ে ধরল। “আমাদের কাদার রাজা, রাজু!” সবাই একসাথে চিৎকার করে উঠল।

সেই মুহূর্তটা রাজুর জীবনের শ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে। আজ সে বড় হয়ে গেছে, শহরের ব্যস্ততা আর দায়িত্বে ডুবে আছে। কিন্তু এক বৃষ্টিভেজা দিনে যখন জানালার কাচে টুপটাপ শব্দ পড়ে, সে চোখ বন্ধ করে আবার ফিরে যায় সেই মাঠে—কাদায় ভরা, স্বপ্নে ভেজা ছোটবেলার রাজত্বে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Travel Memories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Memories:

Share

Category