
21/07/2025
উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি...!
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নি*হতদের প্রতি গভীর শোক ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। 💔
জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার (২১ জুলাই) দুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।
বিমানটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ভবনে গিয়ে আঁছড়ে পড়ে!
বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। তখন দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগলপ্রায় মা–বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।
রাত ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মর্মান্তিক এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হওয়ার তথ্য জানা গেছে।
স্কুল ছুটির সময় বিমানটি বিধ্বস্ত হয়। আবার ক্লাস শেষে কারও কারও কোচিং চলছিল।
হতাহতের বেশির ভাগই শিশু। আট হাসপাতালে আহত অন্তত ১৭১ জন।
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
এ ছাড়াও মঙ্গলবারের (২২ জুলাই) পূর্বনির্ধারিত এইচএসসি পরীক্ষাও স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।