Sha hin

Sha hin (আপনার আচরণ অন্যের মনে আপনার অবস্থান পরিবর্তন করে )

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করার পরপরই খুলে পড়লো বিমানের চাকা, শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী রয়েছে বাংলাদেশ বিমানের...
16/05/2025

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করার পরপরই খুলে পড়লো বিমানের চাকা, শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী রয়েছে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে।
মানুষগুলোর জন্য দোয়া করুন সবাই।

15/05/2025

ড ইউনুস কে রাষ্ট্রপতি তারেক রহমান কে প্রধানমন্ত্রী ড শফিকুর রহমান কে উপ-প্রধানমন্ত্রী
পদে রেখে জাতীয় সরকার হলে খারাপ হবে না। এমন রুপ রেখা বাস্তব হচ্ছে মে বি।

মুসলিম মেয়েরা হিন্দুদের গোপন মিশন থেকে সাব'ধান! হিন্দুদের একটা চক্র পরিকল্পিতভাবে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে প্রেমের ফ...
14/05/2025

মুসলিম মেয়েরা হিন্দুদের গোপন মিশন থেকে সাব'ধান!

হিন্দুদের একটা চক্র পরিকল্পিতভাবে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে প্রেমের ফাঁ'দে ফেলছে৷ কিছু ক্ষেত্রে হিন্দু ছেলেটি নিজে মুসলিম সেজে সংসার শুরু করে আবার কিছু ক্ষেত্রে মুসলিম মেয়ের সাথে শারিরীক সম্পর্ক করবার পর মেয়েটিকে বাধ্য করছে হিন্দু ধর্ম গ্রহন করতে৷ কিছুদিন পর মেয়েটির পেটে বাচ্চা দিয়ে মেয়েটিকে ফেলে কেটে পড়ছে হিন্দু ছেলেটি ৷
এরকম এক উ'গ্র হি'ন্দুত্ববাদী সংগঠনের সদস্যকে গাজিপুর পুলিশ আটক করেছে৷ গর্ভবতী হওয়া মেয়েটির পরিবার আমাকে জানানোর পর বিষয়টি পুলিশকে জানাই এবং মেয়েটির পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ২৪ ঘন্টার মধ্যে আ'সামিকে গ্রে'ফতার করে৷
দরিদ্র পরিবারের মেয়েটি সব হারিয়ে এখন দিশেহারা অতএব সম্পর্ক করবার আগে সবাই ভালোভাবে খোঁজ নিয়ে করুন৷ সর্বনাশ হয়ে গেলে কিছুই করার থাকবে না৷
(ছবি: পরিচয় গোপন করে মুসলিম মেয়েকে ধ'র্ষন করা ধর্ষক রাজু সাহা৷ ঠিকানা: গাজিপুর,পুবাইল, মিরের বাজার, শান্তিপাড়া)
ধন্যবাদ পুবাইল থানার ওসি স্যারকে৷

copy post

14/05/2025

‘অ`/পা‘রে‘শন সিঁ‘দুর‘’ শেষ হয়নি, স্থ‘গি‘ত রাখা হয়েছে: মো‘দি

14/05/2025

সমস্যা অটো রিকশায় নয়! সমস্যা বেকারত্বে,
সমস্যা আমাদের সিস্টেমে।
বড়লোকের রিকশা (কারখানা) বন্ধ করতে পারি না, কিন্তু গরিবের রিকশা ভাঙতে পারি!

যেখান থেকে দেশ সংশোধনের এর যাত্রা শুরু 🙂
14/05/2025

যেখান থেকে দেশ সংশোধনের এর যাত্রা শুরু 🙂

বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে। তারপর সন্ধ্যার আগে আগেই বাসা ...
14/05/2025

বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে। তারপর সন্ধ্যার আগে আগেই বাসা ফিরে আসে।

তাই মা ও আর অতটা চিন্তা করেনি।

কিন্তু গতকাল বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত। কিন্তু মেয়েটা ঘরে ফিরার কোন নামগন্ধ নেই।

মায়ের মনে সন্দেহ ঢুকে, আশেপাশে হন্য হয়ে খুঁজতে থাকে কিন্তু পায় না।

মেয়েটা একদমই বাচ্চা, বয়স মাত্র পাঁচ বছর। এত ছোট মেয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারে না মা।
চারদিকে খুঁজা শুরু করে।

কিন্তু না পেয়ে এবারে বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে- আমার রোজা মনি, কোথায় গেলি রে মা।

তারপর অটো ভাড়া করে পুরো তেজগাঁও এলাকায় মাইকিং করা হয়৷

মাইকিং এ যখন বলা হচ্ছিল - মেয়েটার বয়স পাঁচ বছর, পড়নে জামা ছিল মা টা তখন মেয়ের নাম ধরে বিলাপ করে কাঁদছিল। সহ্য করতে না পেরে অটোর পেছন পেছন চলে আসতে চাচ্ছিল।

এভাবেই গতকাল রাতটা পার হয়। এত কান্নার মধ্যেও মা ভেবেছিলেন যেহেতু মাইকিং করা হয়েছে তাহলে বোধহয় সকালে পাওয়া যাবে।

একটা ক্ষীণ আশা বুকে নিয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েন মা। আজকেও সকাল থেকে মাইকিং করা হচ্ছিল।

মা টা এদিক ওদিক দৌড়ে মেয়েটার খোঁজ করতেছিল আর যাকে পাচ্ছিল তাকেই জিজ্ঞেস করছিল - আমার রোজা মনিকে তোমরা কেউ দেখছো?

সবাই যখন মাথা নেড়ে না করে তখন মা দৌঁড়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করে। এভাবে দুপুর গড়ায়।

বিকালের দিকে কয়েকজন লোক দেখতে পায় তেজগাঁও জামে মসজিদের গলিতে কাপড় দিয়ে পেঁচানো কিছু একটা পড়ে আছে, বি-চ্ছিরি গ-ন্ধ আসতেছে।

সবাই কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখতে পায় ছোট একটা মে-য়ের লা--শ।

তারপর এলাকায় জানাজানি হলে খবর পেয়ে ওই মা টাও ছুটে আসে। আসতে আসতে মনে মনে দোয়া করতে থাকে যাতে এটা তার আদরের মেয়ে রোজা না হয়।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস!

মা টা এসে কা-পড় উ-ল্টেই দেখতে পায় এটা তো তার মেয়েটাই, এ তো তার আদরের রোজা মনি।

একদম জুবুথুবু হয়ে ম-রে পড়ে আছে। শ-রীরে ক্ষ-তের চিহ্ন। প্রথমে ধ--র্ষ-ণ করা হয়েছে, তারপর গ-র-ম পানি ঢেলে শ-রীরের কিছু অংশ পু-ড়ি-য়ে ফেলা হয়েছে যাতে কেউ চিনতে না পারে।

কিন্তু মা দেখেই চিনে ফেলে তার আদরের মেয়ে রোজা মনিকে। মেয়ের এ বী-ভ-ৎস অবস্থা দেখে ঘটনাস্থলেই কাঁদতে কাঁদতে অ-জ্ঞান হয়ে পড়ে দুঃখিনী মা টা।

একটা বাচ্চা মেয়ে, ৫ বছর বয়স মাত্র। যৌ-ন-তার কিছুই বুঝেনি এখনো। হাড়ি পাতিল নিয়ে খেলার বয়স তার। সেও শিকার হলো হা-য়-নাদের।

দেশের বিচার ব্যবস্থা এতটাই ঠুনকো যে ধ-র্ষ-ণের এ বিচার পাবে কি-না তা নিয়েও দুঃখিনী মায়ের মনে সন্দেহ।

অথচ আমাদের রাজনীতিবিদরা প্রতিদিন স্লোগানে স্লোগানে চারদিক মুখরিত করে ফেলে। বুঝাতে চায় দেশে উন্নয়ন হবে, ব্রীজ হবে।

দয়া করে এ বুলি বাদ দিন। দরকার হলে দুইটা ব্রীজ কম হোক, তবুও আর দুইটা বাচ্চা মেয়ে ধ-র্ষ-ণ না হোক, লা-ঞ্চিত না হোক।

জনগণ হাজার কোটি টাকার বিনিয়োগের পাশাপাশি নিশ্চিন্তে বাঁচতে চায়, নিরাপত্তা চায়।

মিথ্যা বুলি না আওড়িয়ে নিরাপত্তা জোরদার করুন যাতে আর একটা মাও তার ধ-র্ষি-ত মেয়ের শোকে কাঁদতে কাঁদতে অ-জ্ঞান না হয়।

বিচার ব্যবস্থা কঠোর করুন যাতে আর কোন মাকে ধ-র্ষি-ত মেয়ের লা-শে-র পাশে বসে অসহায়ভকবে জিজ্ঞেস করতে না হয়- আমার বাচ্চা মেয়েটার ধ-র্ষণের বিচার কি পাব? 🙂

13/05/2025

ATM থেকে টাকা তোলার পর বাইরে বেরিয়ে সবাইকে চো-র মনে হয়🤣

হ্যা পাঠাই দেন সঠিক সিদ্ধান্ত 😆🤣
13/05/2025

হ্যা পাঠাই দেন সঠিক সিদ্ধান্ত 😆🤣

মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একচুরের মৃত্যু। চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা অলির বাপের পাড়া অধিবাসী জনাব, বাদশা মি...
13/05/2025

মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একচুরের মৃত্যু।

চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা অলির বাপের পাড়া অধিবাসী জনাব, বাদশা মিয়ার বাড়িতে মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরন করেন।

বাংলাদেশিদের জন্ম দিল্লি বা পিন্ডির দাসত্ব করার জন্য হয়নাই। তাদের জন্ম হইছে জায়গা জমি বেইচ্চা বিদেশ গিয়া রেস্টুরেন্টে কা...
12/05/2025

বাংলাদেশিদের জন্ম দিল্লি বা পিন্ডির দাসত্ব করার জন্য হয়নাই। তাদের জন্ম হইছে জায়গা জমি বেইচ্চা বিদেশ গিয়া রেস্টুরেন্টে কাজ করার জন্য। তাদের জন্ম হইছে আরবে গিয়া মরুর বুকে শত নির্যাতন সহ্য কইরা পইরা থাকার জন্য। তাদের জন্ম হইছে বিভিন্ন দেশে গিয়া নিম্নশ্রেণীর জবগুলা করার জন্য।

সিংগাপুরেরর স্বাধীনতার বয়স ৫৩ বছর। আর বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর। সিংগাপুর ছিলো জেলেপল্লি। সেই তুলনায় বাংলাদেশের ছিলো অনেক কিছুই।

দেখেন প্রতিটি হালাল ইনকাম সম্মানজনক। কাজের প্রতি আমার ক্ষোভ নাই। কিন্তু দুনিয়াব্যাপি কেন আমরাই এসব কাজ করব। সমসাময়িক স্বাধীনতা পাওয়া দেশগুলা কই চলেগেছে আর আমরা এখনও কেন ক্ষয়রাতির মত বিদেশিদের দরবারে হাত পাতবো।

সিংগাপুরের পাসপোর্ট দিয়া অলমোস্ট পুরা পৃথিবী (১৯৩ টা দেশ) ভিসা ছাড়া চক্কর দেয়া যায়। আর সকাল বিকাল দেশপ্রেমিকে ভরপুর এই দেশের পাসপোর্ট দেখলে এখন আর কেউ ভিসা দিতে চায়না।

এদেশের রাজনৈতিক লোকেরা দেশটারে চুষে শেষ করে ফেলেছে। তবুও মানুষ এদের পিছনে ছোটে। সুযোগের অপেক্ষায় থাকে কখন নেতার পায়ের তলাটা একটু চাটবে।

র‍্যাব-৭ এ কর্মরত ৩৭তম বিসিএস ব্যাচের পুলিশ ক্যাডার পলাশ নিজের মাথায় গু°\লি করে আ°ত্মহ/ত্যা করেছে। চিরকুট লিখে রেখে গেছে...
07/05/2025

র‍্যাব-৭ এ কর্মরত ৩৭তম বিসিএস ব্যাচের পুলিশ ক্যাডার পলাশ নিজের মাথায় গু°\লি করে আ°ত্মহ/ত্যা করেছে। চিরকুট লিখে রেখে গেছে। সেখানে লিখেছে, "মা এবং বউ কাউকেই ভালো রাখতে পারলাম না, বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়।"

আহারে পুরুষ মানুষের জীবন। সবার মন রক্ষা করতে করতে নিজের আর কিছু থাকে না,,😭😭😭

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sha hin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share