DΣΛƬΉ

DΣΛƬΉ জীবন যুদ্ধ

24/07/2024

এতো গুলিবর্ষণ হয়েছে যে, ঢাকায় প্রত্যেকটি মহল্লায় গুলিবিদ্ধ মানুষ আছে। আমি একটি আবাসিক এলাকায় থাকি। এখানে বাড়িতে বাড়িতে গুলির চিহ্ন। রাস্তায় গুলির খোসা। রাবার বুলেট ও ছররা বুলেট পড়ে আছে।

মানুষ হাসিনার প্রতি এতোই ক্ষিপ্ত ছিল যে, সকাল ১০ থেকে রাতের ১১ টা পর্যন্ত টানা চার দিন প্রতিরোধ গড়ে তুলেছিল। ক্ষণে ক্ষণে গুলিতে মানুষ আহত হচ্ছে। শহীদ হচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা...

তবুও কারো কোনো বিকার নেই। রাস্তায় থেকে যাচ্ছে। গুলির তীব্রতায় পালিয়ে দেয়ালের আড়ালে যাচ্ছে। আবার ফিরে আসছে রাস্তায়।

যারা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে নি, তারাও তাদের বাড়ির গেইট খুলে রেখেছিল জালিমের বিরুদ্ধে জিহাদে অংশ নেওয়া লোকদের হেল্প করার জন্য।

আমার চোখের সামনে শুধু যুবকরা আহত-নিহত হয় নি, বৃদ্ধরাও তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, নারী ও মধ্যবয়স্ক নারীরাও বিজিবির নিক্ষেপকৃত বুলেট হজম করেছেন। তারপরও নারীদের পানি ও টুথপেস্ট বিতরণ বন্ধ হয়নি।

একটা গণঅভ্যুত্থানের সাক্ষী হলাম। সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি। জনগণ তাদের দায়িত্ব পালন করেছে, কিন্তু সেনাবাহিনী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

আমি আশা করি এই আন্দোলন আমাদের সাহস যুগিয়েছে। ঢাকায় আন্দোলন করা যায় না, এই মিথ ভেঙ্গে দিয়েছে।

আমরা আছি, আমরা ছাই থেকে আবার জ্বলে উঠবো। ইনশাআল্লাহ।

-আহমেদ আফগানী

ঢাকা রায়েরবাগ ফুট ওভারব্রিজে পুলিশের লাশ ঝুলিয়ে রাখে উত্তেজিত জনতা।খুব শীঘ্রই খুনি হাসিনাকে এভাবে ঝুলিয়ে মারা হবে। জাস...
24/07/2024

ঢাকা রায়েরবাগ ফুট ওভারব্রিজে পুলিশের লাশ ঝুলিয়ে রাখে উত্তেজিত জনতা।

খুব শীঘ্রই খুনি হাসিনাকে এভাবে ঝুলিয়ে মারা হবে। জাস্ট ওয়েট এন্ড সি।

22/07/2024

অভিনয় কম কর পিও
তুমি কি বিএনপি, জামায়াতে শিবির ছাড়া আর কোনো মানুষ বাংলাদেশে দেখনা?
নাকি অন্য যারা সাধারণ মানুষ বসবাস করে তাদেরকে মানুষ মনে করনা?
আর সারা দেশে যে এত গুলো ছাত্র ছাত্রী মারলো, আহত করলো তোমার পা চাটা লীগ, পুলিশ লীগ এইটা চোখে পড়ে না?
চোখে পড়ে তোমার ছাত্রলীগ, ছাত্রীলীগের কর্মীদের বেধে রাখছে সেই গুলো?
#টেইক_ব্যাক_বাংলাদেশ

22/07/2024

অভিনয় কম কর পিও
তোমার অভিনয় আর জাতী দেখতে চায় না.

তুমি কি বিএনপি, জামায়াতে শিবির ছাড়া আর কোনো মানুষ বাংলাদেশে দেখনা?
নাকি অন্য যারা সাধারণ মানুষ বসবাস করে তাদেরকে মানুষ মনে করনা?
আর সারা দেশে যে এত গুলো ছাত্র ছাত্রী মারলো, আহত করলো তোমার পা চাটা লীগ, পুলিশ লীগ এইটা চোখে পড়ে না?
চোখে পড়ে তোমার ছাত্রলীগ, ছাত্রীলীগদের বেধে রাখছে সেই গুলো?

©Somoy.tv
#টেইক_ব্যাক_বাংলাদেশ

16/07/2024

বোনরা জেগে থাকো।
হলের মাঠকে বিছানা করে নাও।
রাতভর ভাইদের পাহারায় থাকো..
সুফিয়া কামাল হল,ঢাবি😔

তোমাকে জিততেই হবে, মনে রেখো ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে।
16/07/2024

তোমাকে জিততেই হবে, মনে রেখো ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে।

16/07/2024

আমার সোনার বাংলা.!🇧🇩😅

16/07/2024

নব্বইয়ের পদধ্বনি...
তুমি শুনতে কি পাও!?
খালি হাতে না হলে,
অ স্ত্র নাও আর একবার।
এসেছে সময়, স্বৈরশাসক
তাড়াবার ✊

#আমার_অধিকার_আমার_দেশ
#টেইক_ব্যাক_বাংলাদেশ

16/07/2024

- আপনাদেরকে কখন'ই ভুলবো নাহ-
- আরও অনেকে'ই আছে যাদের নাম অজানা..!!🥺💔🥀

30/05/2024

আমার বালে অ রাজি না 😜🤣

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DΣΛƬΉ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share