21/07/2025
Anonymous Main Page নামের এক ফেইসবুক পেইজ থেকে গতকাল একটা পোস্ট দেওয়া হয়েছিল যেখানে তারা দাবি করেছে—একটা স্কুল খুব শীঘ্রই ধ্বসে পড়ে শিশুদের ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে যাচ্ছে৷ এটা ঘটবে স্কুল বিল্ডিংয়ের স্ট্রাকচারাল দুর্বল মেনটেইনেন্সের কারণে।
খেয়াল করলে দেখবেন, সেই পোস্টে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেনি যে—এই ঘটনা দুনিয়ার কোথায়, কোন দেশে, কোন অঞ্চলে ঘটবে। তারা শুধু বলেছে—এমন একটা কিছু ঘটতে যাচ্ছে।
দেখুন, আস্ত দুনিয়াটা তো কেবল একটুকরো ঢাকা শহর না। আল্লাহর দুনিয়া অত্যন্ত বিশাল আর সুবিস্তৃত। এতো এতো দেশ, এতো এতো শহর, নগর, অঞ্চল দুনিয়ায়, সেখানে র্যান্ডম কেউ একজন যদি দাবি করে যে—‘খুব শীঘ্রই একটা স্কুল ভবন ধ্বসে পড়ে অনেক বাচ্চা হতাহতের ঘটনা ঘটবে’, এতো বড় দুনিয়ায় সেটা কাকতালীয়ভাবে ঘটে যাওয়াটা কি সম্ভব না?
ধরুন, আজ বাংলাদেশে বিমান ধ্বসের ঘটনাটা ঘটল না। আফ্রিকার সোমালিয়া কিংবা মালিতে, অথবা কঙ্গো কিংবা সুদূর চিলি বা দুনিয়ার অন্যকোনো জায়গায় কি একটা স্কুল বিল্ডিং ধ্বসে পড়াটা অসম্ভব কিছু? চারপাশে প্রতিদিন এমন ঘটনা ঘটছে না?
তখন, এই অ্যানোনিমাস পেইজ থেকে কী বলা হতো? তারা বলত—‘আমরা কিন্তু আগেই বলেছিলাম।’
তারা যে ভবিষ্যৎবাণী করেছিল তার সাথে বাংলাদেশের ঘটনার মিল কোথায়? তারা বলেছিল ভবন মেনটেইনেন্সের কারণে স্কুল ভবন ধ্বসে যাবে। অথচ ঘটনাটা ঘটেছে বিমান দুর্ঘটনায়।
ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে বলে একটা প্রবাদ আছে বাংলা ভাষায়।
আজকের ঘটনায় একটা যখন মোটামুটি ঢিল লেগে গেল, তারা আরেকটা ‘ভবিষ্যৎবাণী’ প্রসব করে বসেছে। তারা বলছে—কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটা Boমা হামলার ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বাংলাদেশের হোটেল আর হাসপাতালগুলোতে এই ঘটনা ঘটার অধিক সম্ভাবনা৷
বেশ মজার বিষয়।
দেখুন, প্রযুক্তির সর্বোচ্চ মাত্রার যুগে আমরা প্রবেশ করে ফেলেছি বহু আগে। এই যে লোকগুলো, যারা দাবি করছে তাদের একটা ভবিষ্যৎবাণী বাংলাদেশে ফলে গিয়েছে, তারা নিঃসন্দেহে খুবই চতুর।
চ্যাটজিপিটিকে যদি আপনি একটা প্রপার প্রম্পট দিয়ে জানতে চান যে—বাংলাদেশে আজ একটা ম্যাসাকার ঘটেছে। স্কুল ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়ে প্রচুর শিশু আর লোকের হতাহতের ঘটনা ঘটেছে। সেই দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে, এই ঘটনার কিছু কনসিকোয়েন্স বলো যা বিশ্বাসযোগ্য বলে মনে হবে।
সত্যি বলছি, আপনি যদি চ্যাটজিপিটিকে এইভাবে প্রম্পট দিতে