Drop Shop

Drop Shop ★ভিসা প্রসেসিং ★টিকেটিং ★হজ্জ ★ওমরাহ
যে কোন সেবার জন্য কল করুন:01824726766
(1)

আগস্টের উমরাহ প্যাকেজে ৩০জুলাই পর্যন্ত বুকিং চলমান!.... মুয়াল্লিম ঃআলহাজ্ব মাওলানা হাফেজ আহমদ প্যাকেজ বৃত্তান্ত 💥★মুয়াল্...
26/07/2025

আগস্টের উমরাহ প্যাকেজে ৩০জুলাই পর্যন্ত বুকিং চলমান!....
মুয়াল্লিম ঃআলহাজ্ব মাওলানা হাফেজ আহমদ
প্যাকেজ বৃত্তান্ত 💥
★মুয়াল্লিম সাপোর্ট
★ডিরেক ফ্লাইট (সৌদি এয়ারলাইন্স)
★ হোটেল(৪০০-৪৫০মিটার দূরত্বে)
★৩বেলা খাবার
★৩০-৪০টি দর্শনীয় স্থান জেয়ারা
★বাড়ি থেকে শুরু, পুনরায় বাড়ি আসা পর্যন্ত সকল ট্রান্সপোর্ট
★এহরামের কাপড়
ব্যক্তিগত শপিং খরচ ব্যতিত আলাদা হিডেন খরছ নেই

আলহামদুলিল্লাহ!....  সৌদি ও কুয়েতের প্রসেসিং চলমান!  এই জুলাইয়ে  আমার ৩টা কুয়েতের ৮সৌদির প্রসেসিং সম্পূর্ণ হলো!..বাকি কি...
25/07/2025

আলহামদুলিল্লাহ!.... সৌদি ও কুয়েতের প্রসেসিং চলমান! এই জুলাইয়ে আমার ৩টা কুয়েতের ৮সৌদির প্রসেসিং সম্পূর্ণ হলো!..
বাকি কিছু কাজ এখনো পেন্ডিং এ আছে!..

Anonymous Main Page নামের এক ফেইসবুক পেইজ থেকে গতকাল একটা পোস্ট দেওয়া হয়েছিল যেখানে তারা দাবি করেছে—একটা স্কুল খুব শীঘ্র...
21/07/2025

Anonymous Main Page নামের এক ফেইসবুক পেইজ থেকে গতকাল একটা পোস্ট দেওয়া হয়েছিল যেখানে তারা দাবি করেছে—একটা স্কুল খুব শীঘ্রই ধ্বসে পড়ে শিশুদের ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে যাচ্ছে৷ এটা ঘটবে স্কুল বিল্ডিংয়ের স্ট্রাকচারাল দুর্বল মেনটেইনেন্সের কারণে।

খেয়াল করলে দেখবেন, সেই পোস্টে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেনি যে—এই ঘটনা দুনিয়ার কোথায়, কোন দেশে, কোন অঞ্চলে ঘটবে। তারা শুধু বলেছে—এমন একটা কিছু ঘটতে যাচ্ছে।

দেখুন, আস্ত দুনিয়াটা তো কেবল একটুকরো ঢাকা শহর না। আল্লাহর দুনিয়া অত্যন্ত বিশাল আর সুবিস্তৃত। এতো এতো দেশ, এতো এতো শহর, নগর, অঞ্চল দুনিয়ায়, সেখানে র‍্যান্ডম কেউ একজন যদি দাবি করে যে—‘খুব শীঘ্রই একটা স্কুল ভবন ধ্বসে পড়ে অনেক বাচ্চা হতাহতের ঘটনা ঘটবে’, এতো বড় দুনিয়ায় সেটা কাকতালীয়ভাবে ঘটে যাওয়াটা কি সম্ভব না?

ধরুন, আজ বাংলাদেশে বিমান ধ্বসের ঘটনাটা ঘটল না। আফ্রিকার সোমালিয়া কিংবা মালিতে, অথবা কঙ্গো কিংবা সুদূর চিলি বা দুনিয়ার অন্যকোনো জায়গায় কি একটা স্কুল বিল্ডিং ধ্বসে পড়াটা অসম্ভব কিছু? চারপাশে প্রতিদিন এমন ঘটনা ঘটছে না?

তখন, এই অ্যানোনিমাস পেইজ থেকে কী বলা হতো? তারা বলত—‘আমরা কিন্তু আগেই বলেছিলাম।’

তারা যে ভবিষ্যৎবাণী করেছিল তার সাথে বাংলাদেশের ঘটনার মিল কোথায়? তারা বলেছিল ভবন মেনটেইনেন্সের কারণে স্কুল ভবন ধ্বসে যাবে। অথচ ঘটনাটা ঘটেছে বিমান দুর্ঘটনায়।

ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে বলে একটা প্রবাদ আছে বাংলা ভাষায়।

আজকের ঘটনায় একটা যখন মোটামুটি ঢিল লেগে গেল, তারা আরেকটা ‘ভবিষ্যৎবাণী’ প্রসব করে বসেছে। তারা বলছে—কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটা Boমা হামলার ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বাংলাদেশের হোটেল আর হাসপাতালগুলোতে এই ঘটনা ঘটার অধিক সম্ভাবনা৷

বেশ মজার বিষয়।

দেখুন, প্রযুক্তির সর্বোচ্চ মাত্রার যুগে আমরা প্রবেশ করে ফেলেছি বহু আগে। এই যে লোকগুলো, যারা দাবি করছে তাদের একটা ভবিষ্যৎবাণী বাংলাদেশে ফলে গিয়েছে, তারা নিঃসন্দেহে খুবই চতুর।

চ্যাটজিপিটিকে যদি আপনি একটা প্রপার প্রম্পট দিয়ে জানতে চান যে—বাংলাদেশে আজ একটা ম্যাসাকার ঘটেছে। স্কুল ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়ে প্রচুর শিশু আর লোকের হতাহতের ঘটনা ঘটেছে। সেই দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে, এই ঘটনার কিছু কনসিকোয়েন্স বলো যা বিশ্বাসযোগ্য বলে মনে হবে।

সত্যি বলছি, আপনি যদি চ্যাটজিপিটিকে এইভাবে প্রম্পট দিতে

20/07/2025
গত পরশু সৌদি প্রবাসী   কামরুল  ইলেক্টিক শক খেয়ে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন! এই রেমিট্যান্স যোদ্ধা...
18/07/2025

গত পরশু সৌদি প্রবাসী কামরুল ইলেক্টিক শক খেয়ে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন! এই রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দিক! তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক! ছেলেটির বাড়ি ৮ নং দত্তপাড়া ইউনিয়ন, করইতোলা হাইজ্জার বাড়ি।

আলহামদুলিল্লাহ!  আবুল বাসার ভাই আমাদের মাধ্যমে কুয়েতের প্রসেসিং সম্পূর্ণ করেছেন! ভাইয়ের জন্য দোয়া চাই!... মইনুল ইসলাম হজ...
13/07/2025

আলহামদুলিল্লাহ! আবুল বাসার ভাই আমাদের মাধ্যমে কুয়েতের প্রসেসিং সম্পূর্ণ করেছেন!
ভাইয়ের জন্য দোয়া চাই!...
মইনুল ইসলাম হজ্জ কাফেলা অ্যান্ড ট্রাভেলস সার্ভিসেস লিমিটেড
Moinul Islam Travels

আলহামদুলিল্লাহ! মাত্র ৩দিনে কুয়েত কন্ট্রাক মেডিকেল রিপোর্ট দিয়েছি! বড় বড় সমস্যা থাকলেও ফিট নিয়ে নো টেনশন! সৌদি কুয়েত ও ও...
10/07/2025

আলহামদুলিল্লাহ! মাত্র ৩দিনে কুয়েত কন্ট্রাক মেডিকেল রিপোর্ট দিয়েছি! বড় বড় সমস্যা থাকলেও ফিট নিয়ে নো টেনশন!
সৌদি কুয়েত ও ওমানের কন্ট্রাক মেডিকেলের জন্য
যোগাযোগ :01307253825,01824726766

আলহামদুলিল্লাহ!এই সাপ্তাহে আরেকটি কুয়েতের  প্রসেসিং ও  ম্যানপাওয়ার  কমপ্লিট করলাম!
09/07/2025

আলহামদুলিল্লাহ!এই সাপ্তাহে আরেকটি কুয়েতের প্রসেসিং ও ম্যানপাওয়ার কমপ্লিট করলাম!

Address

Danmondi 8
Dhaka
1025

Website

Alerts

Be the first to know and let us send you an email when Drop Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category