ইফতি - A Storyteller

ইফতি - A Storyteller 𝓐𝓵𝓱𝓪𝓶𝓭𝓾𝓵𝓲𝓵𝓵𝓪𝓱 𝓕𝓸𝓻 𝓔𝓿𝓮𝓻𝔂𝓽𝓱𝓲𝓷𝓰 🥀❤️

একটা জাতিকে খাদ্য অভাবের মাধ্যমে শে ষ করে ফেলছে। অথচ জা তি সংঘ মানবাধিকারের নামে বুলি উড়ায়।
26/07/2025

একটা জাতিকে খাদ্য অভাবের মাধ্যমে শে ষ করে ফেলছে।
অথচ জা তি সংঘ মানবাধিকারের নামে বুলি উড়ায়।

24/07/2025

মাইলস্টোনের শিক্ষার্থী রাইসার মায়ের আর্থনাদ

একই সাথে একই পরিবারের ৩ সন্তানকে দা-ফ-ন করতে হলো..এর থেকে কষ্টের আর কি হতে পারে 💔একজন নিজের সন্তান , একজন ভাতিজা ও একজন ...
23/07/2025

একই সাথে একই পরিবারের ৩ সন্তানকে দা-ফ-ন করতে হলো..এর থেকে কষ্টের আর কি হতে পারে 💔
একজন নিজের সন্তান , একজন ভাতিজা ও একজন চাচতো ভাই ।
আল্লাহ এই পরিবারকে ধৈয‍্য ধারন করার তৌফিক দিন ।

সকাল সাড়ে ৬টা থেকে বার্ন ইনস্টিটিউট এর আইসিইউতে ডিউটি করছি। হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটা পার করছি। এই ছবিটা কে তুল...
22/07/2025

সকাল সাড়ে ৬টা থেকে বার্ন ইনস্টিটিউট এর আইসিইউতে ডিউটি করছি। হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটা পার করছি।

এই ছবিটা কে তুলেছে জানিনা। তবে আমার পাশে যেই মা দাঁড়িয়ে আছেন তার ১৫ বছর বয়সী মেয়ে গতকাল রাতে মারা গেছেন। আর ৯ বছর বয়সী ছেলেটার ৯৫% বার্ন, আইসিইউতে ভর্তি।

উনি সকাল থেকে একটাই প্রশ্ন সবাইকে হাজারবার করেছেন, "বাচ্চাটার শ্বাস আছে তো?" যদি কেউ বলে হ্যাঁ আছে উনি তাতেই খুশি। মাঝেমধ্যে বলছেন ওর হাত পা অনেক ঠান্ডা হয়ে আছে ওকে জেনো ঠিকমতো কম্বল গায়ে দিয়ে দেওয়া হয়। তাকে শেষ পর্যন্ত স্বান্তনা দেওয়ারও কোনো ভাষাই আমাদের কারও কাছে ছিল না।

আরেকজন মা ছিলেন। তিনি মাহতাবের মা। মাহতাবও অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। ও মায়ের খুব সম্ভবত এই একটাই সন্তান। আইসিইউ থেকে ডাক্তাররা যদি কোনো কারণে পরিবারের খোঁজ করেন তখন তাদের চোখে যে আতঙ্ক তা দেখার মতো না।

এইযে এনাদের মতো আরও মায়েরা যারা এখানে আছেন, এনারা শুধু এটুকুতেই খুশি যে তাদের সন্তানদের শরীরে প্রাণ আছে। তারা হয়তো বুঝতে পেরেছেন, এই দেশে শুধু দেহে প্রাণ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন।
— Raunak Tabassum

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%।  ঘন্টা খান...
22/07/2025

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%। ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে চলে গেছে। (মারা গেছে লিখতে ইচ্ছা হচ্ছে না, অতটুকুন বাচ্চা আর যাবে কোথায়!) ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

নাফি এখনো তার বাবা মার সাথেই আছে ৯৫% পোড়া নিয়ে। জানি না আল্লাহ তায়ালা ওকে ওর বোনের কাছে পাঠাবে না বাবা মা র কাছে রাখবে।

আর নাফি নাজিয়ার বাবা মা! তারা কোথায় যাবে! এতো বেচে মরে যাওয়া। নিজের সন্তানদের কথা ভেবে নাফি নাজিয়ার বাবা মার অবস্থা ভাবুন!

আমার ভাবতে ইচ্ছা হচ্ছে না

অনেক চিকিৎসাবিদদের মতে আগুনে পু'ড়ে যাওয়া মৃ'ত্যু মানুষের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার একটি। এর গভীরতা বোঝা যায...
22/07/2025

অনেক চিকিৎসাবিদদের মতে আগুনে পু'ড়ে যাওয়া মৃ'ত্যু মানুষের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার একটি। এর গভীরতা বোঝা যায় তখনই, যখন আগুনের তাপে ত্বকের একের পর এক স্তর, মাং'সপেশি এবং স্নায়ু কোষ ক্ষতি'গ্রস্থ হতে থাকে। সম্পূর্ণভাবে জ্ঞান হারা'নোর আগ পর্যন্ত এই যন্ত্রণা অনুভব করতে থাকে। তবে একটা সময় পর আর এই ব্যথার অনুভূতি থাকে না কারণ স্নায়ুর সঞ্চালন ক্ষমতা আগুনে পো'ড়ার কারণে নষ্ট হয়।

আগুনে পোড়ার ধরন সাধারণত চারটি স্তরে ভাগ করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডিগ্রি বার্ন। প্রথম ডিগ্রি বা'র্ন এর ক্ষেত্রে কেবল ত্বকের উপরিভাগ অর্থাৎ এপিডার্মিস ক্ষতিগ্রস্ত হয়। এতে চামড়ায় একটুখানি লালচে ভাব এবং হালকা ব্যথা অনুভূত হয়। তবে এটা সাধারণত দ্রুত সেরে যায়। এই অভিজ্ঞতা মোটামুটি সবারই আছে। আর দ্বিতীয় ডিগ্রি বা'র্নে আগুন ত্বকের নিচের স্তর ডার্মিস অবধি পৌঁছায়। এসময় ফোসকা পড়ে, প্রচণ্ড জ্বা'লা হয়। কারণ এই স্তরে তখনো স্নায়ু সক্রিয় থাকে।

ভয়াবহতা শুরু হয় তৃতীয় ডিগ্রি বা'র্ন থেকে। এই পর্যায়ে ত্বকের এপিডার্মিস ও ডার্মিস উভয় স্তরই পু'ড়ে যায়। অনেক সময় নিচের চর্বিও ক্ষতি'গ্রস্ত হয়। আক্রান্ত অংশ দেখতে কখনো সাদা, বাদামি বা কালো রঙের হয়। কিন্তু অদ্ভুতভাবে এই ধাপে অনেক রোগী ব্যথা টের পাননা, কারণ সংবেদন রিসেপ্টরগুলোও পু'ড়ে গিয়ে নি'স্ক্রিয় হয়ে পড়ে। ফলে শরীর ব্যথার সংকেত মস্তিষ্কে পাঠাতে পারে না।

সবচেয়ে মারাত্মক হলো চতুর্থ ডিগ্রি বার্ন। তখন আগুন ত্ব'ক ছাড়িয়ে গিয়ে পেশি, টেন্ডন এমনকি হাড় পর্যন্ত পৌঁছায়। পোড়া অংশটা তখন অনেকটা কালচে, কাঠকয়লার মতো হয়ে যায়। এই অবস্থায় সেই জায়গায় কোনো অনুভূতি আর থাকে না। এমনকি র''ক্ত চলা'চলও বন্ধ হয়ে যেতে পারে।

পাশাপাশি আগুনে পো'ড়ার ফলে শরীর থেকে বিপুল পরিমাণে তরল বেরিয়ে যায়। ফলে পানিশূন্যতা দেখা দেয়, রক্তচাপ কমে যায় এবং কি'ডনি কাজ ব'ন্ধ করে দিতে পারে। এই অবস্থাকে বা'র্ন শক বলা হয় যা জীব'নহানির বড় কারণ হয়ে দাঁড়ায়।

তৃতীয় ও চতুর্থ ডিগ্রির বা'র্নে মৃ'ত্যুর ঝুঁকি অনেক বেশি। তবে সেটা নির্ভর করে পোড়ার স্থান, মাত্রা, রোগীর বয়স এবং কত দ্রুত চিকিৎসা শুরু হয়েছে তার ওপর। অনেকেই বিশাল ক্ষয়'ক্ষতির মধ্যেও বেঁচে ফেরেন শুধুমাত্র দ্রুত এবং সঠিক চিকিৎসার জন্য।

ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় প্রহরী। কিন্তু আগুনে পু'ড়ে যাওয়ার পর এই প্রাকৃতিক সুরক্ষা স্তর ভেঙে যায়। ফলে ইনফে'কশনের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। ব্যাকটেরিয়া সহজেই শরীরে ঢুকে পড়ে এবং গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।

যারা বড় ধরনের বা'র্ন সারভাইভর, তাদের অনেকেই পোস্ট-ট্রমাটিক স্ট্রে'সে ভোগেন। আয়নায় নিজেকে দেখা, সমাজের দৃষ্টি'ভঙ্গি সবকিছু মিলিয়ে মানসি'কভাবে ভেঙে পড়েন অনেকে। তাই বা'র্ন ট্রিটমেন্টে শুধু ওষুধ বা অ'স্ত্রোপ'চার নয়, মানসিক সহায়তাও জরুরি।
(বিজ্ঞান্বেষী)

আগামীকাল থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা বেশ লম্বা একটা ছুটিতে যাবে। সামনে কয়েক সপ্তাহ হয়তো ক্লাস-কার্যক্রম বন্ধ থাকবে। ...
21/07/2025

আগামীকাল থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা বেশ লম্বা একটা ছুটিতে যাবে। সামনে কয়েক সপ্তাহ হয়তো ক্লাস-কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সবাই ছুটি পাবে।
কিন্তু জানেন? এই শিক্ষার্থীদের মধ্যেই কেউ কেউ চিরস্থায়ী ছুটি পেয়ে গেছে। তাদের আর কখনও মাইলস্টোনে যেতে হবে না। স্কুলে যাওয়ার জন্য তড়িঘড়ি করে রেডি হতে হবে না। আর কখনও মা-বাবা বা শিক্ষকের বকা শুনতে হবে না। আর কখনও খাতা-কলম নিয়ে পড়ার টেবিলে বসতে হবে না। আর পড়ালেখা নিয়ে টেনশনও নেই।
আজ হোমওয়ার্ক করিনি, কাল স্যার শাস্তি দেবেন; এখনও পুরো অধ্যায় শেষ করতে পারিনি, পরীক্ষায় কী লিখব—এসব নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না।
সব টেনশন শেষ। এই চিরস্থায়ী ছুটি তাদের সব দুশ্চিন্তা কেড়ে নিয়েছে। কী আত্মঘাতে ছুটি। এরকম ছুটিই কি তারা চেয়েছিল?
আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন

15/07/2025

মসজিদে হারামে জানাজার সময় ছবিতে দেখানো মৃত ব্যক্তির মুখমণ্ডল ঢেকে রাখা হয়নি। এর কারণ কী?

হজ্জ হোক বা ওমরা, যে ব্যক্তি ইহরাম অবস্থায় মারা যায়, তার মুখমণ্ডল ঢেকে রাখা হয় না।

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তাকে কুল গাছের পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাও এবং তার দুটি কাপড় দিয়ে তাকে কাফন দাও এবং তার মাথা বা মুখমণ্ডল ঢেকে রাখো না, কারণ তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে উঠানো হবে।" - সহীহ মুসলিম ১২০৬

কি ভ*য়ানক হ ত্যা কা ন্ড 💔
11/07/2025

কি ভ*য়ানক হ ত্যা কা ন্ড 💔

09/07/2025

যুবক বয়সে বাবা হওয়ার যে অনুভূতিটা!
প্রথমবার সন্তানকে কোলে নেয়ার অনুভূতি অন্যরকম।😌

ছেলেটার নাম হানজালা। বয়স ১৯ হলো কেবল। ইন্টার পরীক্ষা দিয়েছে। কিছুদিন আগেই বিয়ে করেছে। তার আহলিয়া কওমি মাদ্রাসায় পড়...
07/07/2025

ছেলেটার নাম হানজালা। বয়স ১৯ হলো কেবল। ইন্টার পরীক্ষা দিয়েছে। কিছুদিন আগেই বিয়ে করেছে।

তার আহলিয়া কওমি মাদ্রাসায় পড়াশোনা করে। পরিবারকে বিয়ের কথা জানালে, শুরুতে তারা বিয়ে করাতে রাজি হয়নি। কিন্তু পরবর্তীতে তারা ঠিকই বিয়েতে সম্মত হয়।

পরে দেখাশোনার মাধ্যমে তাদের শুভ কাজটা সম্পন্ন হয়। মেয়ের বাবা তার চালচলন, আখলাক ও ব্যক্তিত্ব দেখে তিনি তার মেয়েকে তার কাছে বিয়ে দিয়ে দেন।

তারা দুজন পড়াশোনা করছে। যখন প্রয়োজন, তারা একসাথে থাকছে। বাকি সময় যার যার মত পড়াশোনা করছে। সংসার চলছে, পড়াশোনা হচ্ছে, হালাল ভালোবাসাও আদান-প্রদান হচ্ছে।

পড়ালেখা অবস্থায়ও বিয়ে করা যায়, সুখে থাকা যায়—তার সুস্পষ্ট দৃষ্টান্ত এই হানজালা। ভালো থাকুক হানজালা ও হানজালার মত ছেলেরা।

— মাহমুদ বিন নূর

ছেলেটার নাম নূর মুহাম্মদ। বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। বয়স ১৭ বছর হলো কেবল। মাদ্রাসায় পড়াশোনা করছে। তার মা-বাবা খুবই সচেত...
07/07/2025

ছেলেটার নাম নূর মুহাম্মদ। বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। বয়স ১৭ বছর হলো কেবল। মাদ্রাসায় পড়াশোনা করছে। তার মা-বাবা খুবই সচেতন। তার জন্মের পূর্বেই নিয়ত করে রেখেছিলেন—'আমাদের যদি কোন সন্তান হয়, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই তাকে বিয়ে দিয়ে দেব।'

আল্লাহ তাদের ঘরে এই সন্তান দান করলেন। আল্লাহর অসংখ্য নিয়ামত পেয়ে সে বড় হলো। বয়স যখন ১৭ তে পৌঁছাল, মা-বাবা তাকে বিয়ে দিয়ে দিলেন। আজ রবিবার তার বিয়ের আকদ সম্পন্ন হয়েছে।

মা-বাবা কতটা সচেতন, ভাবুন। তারা সমাজের এই অভিশপ্ত রীতিনীতি ভেঙ্গে, ইসলামের রীতিকে প্রাধান্য দিয়েছে। তারা জানে, এই ফেতনার যুগে গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কঠিন। তাই তারা তাদের সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই হালাল সম্পর্কে বেঁধে দিয়েছে।

সেলুট জানাই এই মা-বাবাকে। প্রতিটি ঘরে ঘরে এমন মা-বাবা থাকুক। এই সমাজ থেকে অভিশপ্ত রীতিনীতি বিলুপ্ত হোক, বিয়েকে সহজ হোক।

এই ছোট্ট ভাইটার দাম্পত্য জীবন সুখকর হোক। দুআ করি মন থেকে।

—মাহমুদ বিন নূর

Address

Rajbari 7700
Dhaka

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 06:00 - 22:30
Saturday 06:00 - 22:30
Sunday 07:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when ইফতি - A Storyteller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইফতি - A Storyteller:

Share