12/10/2025
দেশে টাইফয়েডের টিকা কর্মসূচি চলছে।
আমাদের টিকা দেয়ার সময় যা খেয়াল রাখতে হবে:
১/- কোনো ধরনের শারীরিক অসুস্থতা থাকলে টিকা দিবেন না
২/- খালি পেটে টিকা দিবেন না
৩/- টিকা দেয়ার সময় ডিলেডালা পোশাক পরে আসবেন।
৪/- টিকা দেয়ার পড়ে কমপক্ষে ৩০ মিনিট টিকা কেন্দ্রে অবস্থান বা বসে থাকতে হবে,দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করা যাবে না।
৫/- অন্য শিশুর সামনে যেন টিকা দেওয়া না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।