Ashrafia Book House - আশরাফিয়া বুক হাউস

Ashrafia Book House - আশরাফিয়া বুক হাউস অভিজাত মুদ্রন ও প্রকাশনা প্রতিষ্ঠান

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আমাদের প্রকাশনীতে যে সকল বই পাওয়া যায়......

১. কওমী মাদ্রাসার মূল দরসী কিতাবসমূহ ।

২. দরসী কিতাবের নোট সমূহ ।

৩. কুরআনের তাফসীর সংক্রান্ত বই সমূহ ।

8. উর্দু, আরবী, বাংলা অভীধান সমূহ ।

৫. মুসলিম সমাজে সাড়া জাগানো ধর্মীয় গ্রন্থাবলী ।

৬. ছাত্র-ছাত্রীদের জন্য রচিত অনবদ্য সংকলন ।

৭. মা বোনদের জন্য রচিত অনবদ্য সংকলন ।

৮. রয়েছে বিভিন্ন প্যাকেজ ও সিরিজ সমূহ।

।। গুনাহ বর্জনের উপায় ।। বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক এই যুগে বস্তুবাদী সভ্যতা দিন দিন যেভাবে বিস্ময়কর গতিতে উন্নতি লাভ ক...
18/08/2025

।। গুনাহ বর্জনের উপায় ।।
বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক এই যুগে বস্তুবাদী সভ্যতা দিন দিন যেভাবে বিস্ময়কর গতিতে উন্নতি লাভ করেছে ঠিক তার বিপরীতে মানব সভ্যতা, মানুষের মনুষ্যত্ব, বিবেকবোধ, সহমর্মিতা আর সমবেদনা ততদ্রুত অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। এতে শুধু অমুসলিমরাই নয় বরং যারা আল্লাহ রাসূল মানে, কুরআন হাদীস বিশ্বাস করে সেই মুসলমান জাতি এই চারিত্রিক অধঃপতনের কারণে সামান্য একটা শ্রেণী বাদ দিয়ে অবশিষ্ট সব শ্রেণীর মুসলমান আল্লাহ পাকের আনুগত্য এবং সুন্নতের অনুসরণ বাদ দিয়ে খায়েশাত পূরণ প্রবৃত্তি পূজা আর গুনাহের ময়দানে এমনভাবে ঝাঁপিয়ে পড়েছে যে, তাদের মনুষ্যত্ব আজ পশুত্বে পরিণত হয়েছে।
গুনাহর মানুষের অন্তরে এমনভাবে আজ বদ্ধমূল হয়ে গেছে যে, গুনাহ কে গুনাহ মনে করা হচ্ছে না। গুনাহর ক্ষতিকর পরিণাম থেকে সকলে আজ গাফেল। বরং অনেক লোক তো এমনও আছে যারা গুনাহকে গর্বের বিষয় মনে করে। বিশেষ করে স্কুল-কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলির পরিবেশ গুনাহর বিষে নীল হয়ে গেছে। পাল্লা দিয়ে গুনাহ চলছে। এসব গুনাহর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব আর এগুলির বাহক হচ্ছে স্মার্ট ফোন। বই-কিতাব পড়া, দ্বীনী মুযাকারা করা, মাসায়িলের আলোচনা করা এগুলি আজ অতীত স্মৃতিতে পরিণত হয়েছে। সকলে এখন সময় পেলে মোবাইল নিয়ে বসে যায়। এমনকি স্বামী-স্ত্রী ও একে অন্যকে সময় দিতে পারছে না। মোবাইলের কারণে পরকিয়া, ডিভোর্স, পারস্পরিক অবিশ্বাস বৃদ্ধি পেতে পেতে পুরা সমাজব্যবস্থা আজ হুমকির সম্মুখীন। অতিদ্রুত ধন্য হওয়ার জন্য আধুনিক শিক্ষায় গর্বিত দাবিদাররা জুয়ার মত হারাম জিনিষে ডুব মেরেছে। বিনোদন আর ফুর্তির জন্য মদ জাতীয় হারাম পানিকে বেছে নিয়েছে। মসজিদের শহর ঢাকা আজ জুয়ার নগরীতে পরিণত হয়েছে।
কবরের নির্জনতা, হাশরের ভয়াবহতা, জাহান্নামের বিভীষিকা কিছুই আজ মানুষকে গুনাহ থেকে ফেরাতে পারছে না। গুনাহের সয়লাব এমনভাবে পুরা জাতিকে গ্রাস করছে যে দ্বীনদার শ্রেণীর লোকেরাও আজ গুনাহ থেকে বাঁচতে হিমশিম খেয়ে যাচ্ছে।
আল্লাহ তা'আলা আমাদেরকে সকল গুনাহ থেকে হেফাজত করুন। আমিন..!!
বই- গুনাহ বর্জনের উপায়
লেখক- মুফতী মীযানুর রহমান কাসেমী
মুদ্রিত মূল্য- ৩০০৳
ছাড় মূল্য- ১৫০৳
পৃষ্ঠা সংখ্যা- ২০০
বাইন্ডিং- হার্ডকাভার

।। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ।। মৃত্যুর আগে পরে আমাদের করণীয় ও বর্জনীয় সম্পর্কিত বিষয়গুলো উন্মোচন করা এবং তার বিধানাবলী স...
17/08/2025

।। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ।।
মৃত্যুর আগে পরে আমাদের করণীয় ও বর্জনীয় সম্পর্কিত বিষয়গুলো উন্মোচন করা এবং তার বিধানাবলী সম্পর্কে সঠিক সমাধানে উপনীত হওয়ার লক্ষ্যে ও জাতির উপকারার্থে গ্রন্থটি অত্যান্ত ফায়দা জনক । দুনিয়ার চাকচিক্য ও ভোগ বিলাসে মত্ত হয়ে মানুষ এই মহা সত্য বিষয়টির প্রতি চরম উদাসীনতা প্রদর্শন করে নিজের অলৌকিক কামিয়াবি থেকে বঞ্চিত হচ্ছে।
কেননা তা সমকালীন সময়ের যুগোপযোগী অত্যন্ত প্রায়োজনিয় এবং বাস্তবমুখী একটি প্রবন্ধ । মুমুর্ষ অবস্থায় ও মৃত্যুর কঠিন মুহূর্তে কি করনীয় কি বর্জনীয় এ বিষয়ে ধারণা থাকা মানব জীবনে অত্যন্ত প্রয়োজন। বর্তমান মানুষের দিকে তাকালে দেখা যায় এ বিষয়ে তাদের অজ্ঞতার কারণে বর্জনীয় কাজগুলো হয়ে যাচ্ছে করণীয় । যার পরিণতি খুবই ভয়াবহ।
বই- মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে
লেখিকা- আলেমা সুমাইয়া তাবাসসুম
মুদ্রিত মূল্য- ৩০০৳
ছাড় মূল্য- ১৫০৳
পৃষ্ঠা সংখ্যা- ২৪৮
বাইন্ডিং- হার্ডকাভার

16/08/2025

৫০% ছাড় এবং গিফট সহ অর্ডার করুন ৩ খণ্ডের জুমুআর বয়ান
মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বাইতুল্লাহ শরীফের অংশ। মুসলমানদের হেদায়েতের মারকায। রাসূলে আকরাম সা. এর যুগে এবং খুলাফায়ে রাশেদীনের খেলাফত আমলে মসজিদ ছিল সব কিছুর কেন্দ্র বিন্দু। মুসলমান যতদিন পর্যন্ত মসজিদের সাথে সম্পর্ক রেখে চলেছে হেদায়েতের উপর রয়েছে। যখন মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে তখন তারাও বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার যদি মুসলমান মসজিদের সাথে তাদের সম্পর্ক জুড়ে নেয় এবং মসজিদ থেকে প্রতি জুমুআয় দিক নির্দেশনামূলক যে বয়ান পেশ করা হয় তা মনে প্রাণে আঁকড়ে ধরে তাহলে তারা আবারও সফলতার স্বর্ণ চূড়ায় আরোহণ করতে পারে। অনেক মানুষ এমন আছে যারা ওয়াক্তিয়া নামাযে মসজিদে উপস্থিত না হতে পারলেও জুমুআর দিন ঠিকই মসজিদে হাজির হয়ে যান। সুতরাং এই দিন মসজিদের মিম্বার থেকে মুসল্লিদের উদ্দেশ্যে যদি দিক নির্দেশনামূলক বয়ান প্রচার করা হয় তাহলে অতি অল্প সময়ে আমাদের এই সমাজে আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ...।
বই- সারা বছরের জুমুআর বয়ান ১ম ২য় ও ৩য় খণ্ড
লেখক- মুফতী মীযানুর রহমান কাসেমী
মুদ্রিত মূল্য- ১৮০০৳
ছাড় মূল্য-, ৯০০৳
পৃষ্ঠা সংখ্যা- ১৫৬৮
বাইন্ডিং- হার্ডকাভার
অর্ডার করতে এখন ই ফোন করুন- ০১৯১১০০৬৮০৬
অথবা ইনবক্সে মেসেজ করুন #@

।। মরণের পরে কি হবে? ।। আল্লাহ তা'আলা সৃষ্টি জীবকে অযথা সৃষ্টি করেননি এবং তাদেরকে দায়িত্বহীনভাবে ছেড়ে দেননি; বরং তিনি ...
16/08/2025

।। মরণের পরে কি হবে? ।।
আল্লাহ তা'আলা সৃষ্টি জীবকে অযথা সৃষ্টি করেননি এবং তাদেরকে দায়িত্বহীনভাবে ছেড়ে দেননি; বরং তিনি তাদের উপর এক মহান দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। যে দায়িত্ব পেশ করা হয়েছিল আকাশ-যমিনের কাছে, কিন্তু আকাশ-মিন ভীত-সন্ত্রস্ত হয়ে তা গ্রহণ করতে অস্বীকার করেছে। অথচ মানুষ অত্যন্ত দুর্বল হওয়া সত্ত্বেও সে দায়িত্বভার গ্রহণ করেছে। অধিকাংশ মানুষই এ মহান দায়িত্ব পালন না করে গাফেল হয়ে জীবন যাপন করছে। তাদের স্রষ্টার পরিচয় সম্পর্কে এবং তাদেরকে এ পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে চিন্তা-ভাবনা করছেন। ক্ষণস্থায়ী দুনিয়াতে তাদের অবস্থান এবং দীর্ঘস্থায়ী আখিরাতের দিকে দ্রুত প্রস্থান সম্পর্কে তাদের কোন চিন্তা-ভাবনা নেই।
মানুষ এ পৃথিবীতে স্বল্প সময় অবস্থান করলেও তার যাত্রা সীমাহীন। ক্ষণস্থায়ী এ পৃথিবীতে প্রতিটি মানুষই পার্থিব জীবনের বিষয়াদি সম্পর্কে অবগত রয়েছে। কিন্তু চিরস্থায়ী জীবন তথা পরকালীন জীবন ও তার বিষয়াদি সম্পর্কে অধিকাংশ মানুষই অজ্ঞ। তাই বলে পরজগতের ব্যাপারে এবং আত্মার যাত্রা সম্পর্কে তার জানার আগ্রহ শেষ হয়ে যায়নি। আখিরাত সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারণেই মানুষ আল্লাহর পথ থেকে অনেক দুরে। দুনিয়ার কোন সম্পদ দেখতে পেলে সেদিকেই দ্রুত অগ্রসর হয় এবং পরকালের নিয়ামত ও আল্লাহর সন্তুষ্টির উপর একে প্রাধান্য দিয়ে থাকে।
মহান আল্লাহ তাআলা বলেনঃ
তারা কেবলমাত্র পার্থিব জীবনের প্রকাশ্য বিষয়সমূহ সম্পর্কেই অবগত আছে এবং তারা পরকালের কোন বিষয় সম্পর্কে খবরই রাখেনা। (সূরা রূম ৭)
আল্লাহ তা'আলা আরও বলেছেনঃ
“তােমরা তাদের মতাে হয়াে না যারা আল্লাহ্ তা'আলাকে ভুলে গেছে। ফলে তিনি তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। মূলত তারাই অবাধ্য"। -(সূরা হাশর ও ১৯)
যখন অধিকাংশ মানুষের অবস্থা এরকমই ছিল তখন এমন বিষয়সমূহের অনুসন্ধান ও আলােচনা করা হলো যা অন্তরে ভয়ের সঞ্চার ও চোখে অশ্র প্রবাহিত করবে এবং পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। এ লক্ষ্যে আমরা আল্লাহর কিতাব ও রাসূলের (সা.) ওয়া সুন্নাত এবং অতীত জাতির অবস্থা ও তাদের উপদেশ সমূহের উপর গভীরভাবে দৃষ্টি দিয়ে কিছু শিক্ষণীয় বিষয়ে তুলে ধরতে সচেষ্ট হলাম। এ বিষয়গুলাে সামনে রেখেই আলােচ্য গ্রন্থটি পাঠক সমীপে উপস্থাপন করা হল যা প্রত্যেকের জন্য জীবন চলার পাথেয় হয়ে থাকবে এবং পরকালে সকলের জন্য আমলে বা সকর্ম হিসাবে পরিগণিত হবে। আলােচ্য গ্রন্থে সম্পাদনাকালে কুরআন ও সুন্নাহর পাশাপাশি এ লক্ষ্যে নির্ভরযােগ্য আলেমদের কিতাব থেকেও কিছু উক্তি সংগ্রহ করা হয়েছে। মহান আল্লাহর কাছে আবেদন তিনি যেন এর মাধ্যমে পাঠকদের হিদায়াত দান পরকালে পরিত্রাণের পথ প্রশস্ত করেন।
এ গ্রন্থে রূহ কবজ করার জন্য ফেরেশতার আগমন থেকে শুরু করে জান্নাতীদের জান্নাতে প্রবেশ এবং জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ পর্যন্ত অধিকাংশ অবস্থায় বিবরণ উপস্থাপন করা হয়েছে।
📙 বই- মরণের পরে কি হবে?
🖋️ মূল- মাওলানা আশেক এলাহী বুলন্দশহরী রহ.
🖊️ অনুবাদ- মাওলানা আবদুল কাইয়ুম
মূল্য- ১৮০৳
পৃষ্ঠা সংখ্যা- ২৮৮
বাইন্ডিং- হার্ডকাভার

বই- ঈমান ও ইয়াকিন
13/08/2025

বই- ঈমান ও ইয়াকিন

12/08/2025

বিশাল ছাড় এবং গিফট সহ অর্ডার করুন হায়াতুল হায়াওয়ান ১-৩ খণ্ড
এই 'হায়াতুল হায়াওয়ান' গ্রন্থে ১০৬৯টি প্রাণীর জীবনকথা আলোচিত হয়েছে। এই গ্রন্থটিতে যে সকল প্রাণীর বিস্তারিত আলোচনা হয়েছে, তার সংখ্যা হল ৭৩১টি। তবে একই স্বভাব ও ধরনের বিভিন্ন প্রাণীর আলোচনাও তাতে করা হয়েছে।

'হায়াতুল হায়াওয়ান' গ্রন্থ পাঠকারীদের ২টি বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি।
প্রথমতঃ- 'হায়াতুল হায়াওয়ান' কোন এমন কিতাব নয় যার উপর হাদীস,ফিক্বাহ এবং ইসলামী জ্ঞান শাখার বুনিয়াদ স্থাপন করা যায়। আর এটা ইলমে শরীয়তের প্রমাণাদিও বের করা যায় না। এজন্য রেওয়ায়েত ও মাস'আলা সমূহের বিষয়ে প্রামাণ্য ও অপ্রামাণ্য সম্পর্কে অভিমত ব্যাক্ত করা নিস্প্রয়োজন। কারণ এটা শরীয়তের দলীলভিত্তিক গ্রন্থ নয়।
দ্বিতীয়তঃ- এর লেখার ধরণ ও প্রকৃতি এ কথারই ঈঙ্গিত করে যে, গ্রন্থে নিজের চেষ্টা ও পরিশ্রমের দ্বারা বিভিন্ন প্রাণী সম্পর্কে যা কিছু তথ্য বিশ্লেষণ সংগ্রহ করতে সক্ষম হয়েছেন, তা পর্যায়ক্রমে সাজাতে চেয়েছেন। বর্ণিত বিষয়বস্তুর উপর আরোও অনেক জানার ও গবেষণার অবকাশ রয়েছে। পরবর্তীতে যারা এ বিষয়ে গবেষণা করতে চায়, তাদের জন্য পথ খোলা রয়েছে। এজন্য এ গ্রন্থে উল্লেখিত বিষয়বস্তুর আলোচনার উপর পূর্ণ আস্থা স্থাপন করা বা না করায় কোন বাধ্য-বাধকতা নেই; বরং এ গ্রন্থকে সে দৃষ্টিভঙ্গি নিয়েই অধ্যয়ন করা উচিত, যা লেখক উপস্থাপন করতে প্রয়াস পেয়েছে।

সর্বোপরি এ কথাটি মনে রাখা দরকার যে, 'হায়াতুল হায়াওয়ান' বর্তমান উন্নত প্রাণী বিজ্ঞানের পথ-যাত্রাকে অনেকাংশে মসৃন বিস্তৃত করে তুলেছে। এজন্য 'হায়াতুল হায়াওয়ান' কে প্রাণী বিজ্ঞানের আংশিক বিশ্বকোষ বলা হলে ভুল হবে না। মূলতঃ- মুসলিম মনীষীরাই যে প্রাণীবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে দাঁড় করিয়েছেন। এবং এ বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি নিবদ্ধ করেছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে 'হায়াতুল হায়াওয়ান' গ্রন্থটি পশু পাখির জীবনেতিহাসের উপর লিখিত হলেও আরবী সাহিত্যের ফল্গুধারা এর শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করা যায়। এ বিষয়ে কারো কোনো দ্বিমত আছে বলে মনে হয় না।

আশা করি বইটি পড়ে হায়াওয়ান সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারবেন।
ইনশাআল্লাহ.....!!!
বইঃ- হায়াতুল হায়াওয়ান ১-৩ খণ্ড
মূলঃ- আল্লামা কামাল উদ্দীন দামেরী রহ.
ভাষান্তরঃ- হাফেজ মাওঃ মোঃ সাখাওয়াত হোসাইন
অফার মূল্য— প্রতিসেট (১-৩ খন্ড)= ৯০০৳
মোট পৃষ্টা সংখ্যা— ১৮৭৮
বই পেতে কল করুনঃ- ✆০১৯১১০০৬৮০৬
অথবা ইনবক্স করুন।

Send a message to learn more

11/08/2025

।। রিয়াদুস সালেহীন বাংলা ১-৪ খণ্ড একত্রে [বড় সাইজ]।।
ইসলামে হাদিস বা হাদিস শাস্ত্র বলা হয় সেই জ্ঞান সম্পর্কে যার সাহায্যে রাসুল্লাহ (সঃ) এর কথা, কাজ, ইত্যাদি সম্পর্কে অগ্রগতি লাভ করা যায়। যে কাজ তার উপস্থিতিতে সম্পাদন করা হয়েছে, কিন্তু তিনি তা নিষেধ করেননি, এমন কাজও হাদিসের অন্তর্ভুক্ত। হাদিস শাস্ত্র দুই ভাগে বিভক্ত। এক ইলমে রওয়ায়েতুল হাদিস, দুই ইলমে দেবায়াতুল হাদিস। মুহাদ্দিসগন হাদিসের বিশুদ্ধতা নির্ধারনে যে বিশ্বস্তত ও আমানতদারীর পরিচয় দিয়েছেন, তা অতুলনীয়। কুরআন মজীদের বিশুদ্ধতা রক্ষার জন্য সাহাবায়ে কিরাম যেরুপ সতর্কতা অবলম্বন করেছেন হাদিসের ক্ষেত্রেও অনেক মুহাদ্দিস তাই করেছেন। এ ব্যাপারে মুসলিম উম্মাহ প্রচুর দায়িত্ব বোধের পরিচয় দিয়েছে।
মুহাদ্দিসগন হাদিসের বিশুদ্ধতা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা ও সাধনা করেছেন। ইমাম নববী (রহ) এই গ্রন্থের বিষয়ভিত্তিক বিন্যাস সাধনে যে পরিশ্রম ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন তা আতুলনীয়। তিনি ফিকাহর দৃষ্টিতে হাদিসের বিন্যাস করেছেন এবং প্রতিটি অধ্যায়ের শুরুতে কুরআনের আয়াত উদ্ধৃত করেছেন। এভাবে হাদিসের এই সংকলনকে তিনি সর্বতোভাবে সুন্দর ও সমৃদ্ধ করে তুলেছেন। এর ফলে হাদিসের এই গ্রন্থটি বিপুলভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে।

বই- রিয়াদুস সালেহীন বাংলা ১-৪ [বড় সাইজ]
মূল- আল্লামা ইমাম নববী রহ.
অনুবাদ- মাওলানা আবদুল কাইয়ূম
মূল্য- ৭৫০৳
পৃষ্ঠা সংখ্যা- ১০৮০
বাইন্ডিং- হার্ডকাভার

বই পেতে কল করুন- 01911006806 (বিকাশ)
অথবা মেসেজ করুন আমাদের পেইজের ইনবক্সে

Send a message to learn more

নবীজীর মেরাজ সা. তত্ত্ব রহস্য-----------------------------------বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াস...
10/08/2025

নবীজীর মেরাজ সা. তত্ত্ব রহস্য
-----------------------------------
বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের মেরাজ অধ্যায়টি অনেক তাৎপর্যের দাবী রাখে । মুমিনের দ্বীনী জীবন গড়ার ক্ষেত্রে মেরাজের শিক্ষা ও অবদান অনেক। তাই মেরাজ সম্পর্কে সঠিক তথ্য জানা অপরিহার্য।
আশা করি, মেরাজ শীর্ষক এ গ্রন্থটি অধ্যয়ন করলে পাঠকবৃন্দের সামনে মেরাজের অনেক তত্ত্ব ও রহস্য উন্মচিত হবে এবং তারা সে আলোকে জীবন গড়ার প্রয়াস পাবে। আল্লাহ রাহমানুর রাহীম আমাদের সকলকে মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দিন । আমীন।

বই- নবীজীর মেরাজ সা. তত্ত্ব রহস্য
লেখক- মুফতী বিলাল হুসাইন খান
মুদ্রিত মূল্য- ১৬০৳
ছাড় মূল্য- ৮০৳
পৃষ্ঠা সংখ্যা- ১১২
বাইন্ডিং- হার্ডকাভার

07/08/2025

মানুষের দেহ অসুস্থ হলে যেমন আরােগ্য লাভের জন্য তার চিকিৎসা আবশ্যক হয় ; তদ্রুপ মানুষের আত্মা ব্যাধিগ্রস্ত হলে তারও সুচিকিৎসার প্রয়ােজন হয় । বরং প্রকৃত সত্য হল, দেহের তুলনায় আত্মার চিকিৎসা ও রূহানী এলাজের ক্ষেত্রেই অধিক যত্নবান হওয়া উচিৎ। কারণ, দৈহিক রােগ-ব্যাধির কারণে মৃত্যু হলে মানুষ সেই রােগ হতে চিরতরে মুক্তি পায়। অর্থাৎ, মৃত্যুর পর কোন রােগই মানুষকে আর কষ্ট দিতে পারে না। পক্ষান্তরে আধ্যাত্মিক রােগ এমন যে, মৃত্যুর পরও অনন্তকাল তার জন্য কঠিন শাস্তি ভােগ করতে হয় ।
হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী (রহ.) বক্ষমান আলােচনায় মানুষের আধ্যাত্মিক ব্যাধিসমূহের নিখুঁত এক্স-রে রিপাের্ট এবং তার যথাযথ চিকিৎসা অত্যন্ত যুক্তিগ্রাহ্য ও সহজবােধ্যরূপে উপস্থাপন করেছেন। সুতরাং, কোনরূপ অতিশয়ােক্তি না করেই বলা যায়, এই বইটি সকল শ্রেনীর মানুষের জন্যই বিশেষ উপকারী হবে।
বই— আত্মার ব্যাধি ও তার প্রতিকার ১ম ও ২য় খন্ড
লেখক— শাইখুল ইসলাম শাহ হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহ.
অনুবাদ- মাওলানা মোহাম্মদ আব্দুন নূর সিরাজী
সম্পাদনা- মাওলানা মুফতি মুস্তফা কামাল
মুদ্রিত মূল্য— ৩০০৳ (১ম খন্ড)
বিক্রয়মূল্য— ১৫০৳
পৃষ্টা সংখ্যা— ২৪৮
মুদ্রিত মূল্য— ৪০০৳ (২য় খন্ড)
বিক্রয়মূল্য—২০০৳
পৃষ্টা সংখ্যা— ২৫৬
বই- আত্মার ব্যাধি অনিষ্ট ও প্রতিকার
মূল- হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহ.
অনুবাদ- মোহাম্মদ খালেদ
মুদ্রিত মূল্য- ১৪০৳
ছাড় মূল্য- ৭০৳
পৃষ্ঠা সংখ্যা- ৮৬
বাইন্ডিং- হার্ডকাভার
অর্ডার করতে এখন-ই মেসেজ বাটনে ক্লিক করুন-

Send a message to learn more

06/08/2025

গুরুত্বপূর্ণ ১০টি বই মাত্র ৬৭০ টাকা
বই- ইসলাম ও মানবাধিকার
মূল- শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তাকী উসমানী
অনুবাদ- মুফতী মুহাম্মদ ওমর ফারুক
মুদ্রিত মূল্য- ১৪০৳
ছাড় মূল্য- ৭০৳
পৃষ্ঠা সংখ্যা- ৮০
বাইন্ডিং- হার্ডকাভার
বই- শেষ মুহুর্ত মৃত্যু কবর জান্নাত ও জাহান্নাম
মূল- মাওলানা তারিক জামিল
অনুবাদ- মুফতী আল-আমীন
মুদ্রিত মূল্য- ১৪০৳
ছাড় মূল্য- ৭০৳
পৃষ্ঠা সংখ্যা- ৮০
বাইন্ডিং- হার্ডকাভার
বই- হিংসা, অহঙ্কার ও গীবত মনের অসুখ
লেখক- মাওলানা ইলিয়াস হাসান
মুদ্রিত মূল্য- ১৪০৳
ছাড় মূল্য- ৭০৳
পৃষ্ঠা সংখ্যা- ৮০
বাইন্ডিং- হার্ডকাভার
বই- দরূদ শরীফ গুরত্ব, ফাযায়িল ও মাসায়িল
লেখক- মুফতী ওমর ফারুক
মুদ্রিত মূল্য- ১২০৳
ছাড় মূল্য- ৬০৳
পৃষ্ঠা সংখ্যা- ৮০
বাইন্ডিং- হার্ডকাভার
বই- রোগ ও রোগী ফযিলত করণীয় ও বর্জনীয়
লেখক- মুফতী মীযানুর রহমান কাসেমী
মুদ্রিত মূল্য- ১৫০৳
ছাড় মূল্য- ৭৫৳
পৃষ্ঠা সংখ্যা- ৯৬
বাইন্ডিং- হার্ডকাভার
বই- ইসলাম ও বিজ্ঞানের আলোকে খানাপিনার আদব
লেখক- মুফতী হুসাইন আহমদ সুসংগী
মুদ্রিত মূল্য- ১৪০৳
ছাড় মূল্য- ৭০৳
পৃষ্ঠা সংখ্যা- ১১০
বাইন্ডিং- হার্ডকাভার
বই- শরীয়ত ও আত্মশুদ্ধি
মূল- মাওলানা মতীউর রহমান কাসেমী
অনুবাদ- মুহাম্মদ ছফিউল্লাহ
সম্পাদনা- মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম
মুদ্রিত মূল্য- ১২০৳
ছাড় মূল্য- ৬০৳
পৃষ্ঠা সংখ্যা- ৮০
বাইন্ডিং- হার্ডকাভার
বই- চার ইমামের অমিয় বাণী
লেখক- মুফতী মুহাম্মদ ওমর ফারুক
মুদ্রিত মূল্য- ১৫০৳
ছাড় মূল্য- ৭৫৳
পৃষ্ঠা সংখ্যা- ১২০
বাইন্ডিং- হার্ডকাভার
বই- আত্মার ব্যাধি অনিষ্ট ও প্রতিকার
মূল- হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহ.
অনুবাদ- মোহাম্মদ খালেদ
মুদ্রিত মূল্য- ১৪০৳
ছাড় মূল্য- ৭০৳
পৃষ্ঠা সংখ্যা- ৮৮
বাইন্ডিং- হার্ডকাভার
বই- আমাকে জানতেই হবে
লেখক- মুফতী ওমর ফারুক হাবীবি
মুদ্রিত মূল্য- ১০০৳
ছাড় মূল্য- ৫০৳
পৃষ্ঠা সংখ্যা- ৫৬
বাইন্ডিং- হার্ডকাভার
অর্ডার করতে এখন-ই মেসেজ বাটনে ক্লিক করুন-

।। নবীজীর মুজেযা সা. প্রকার ও পর্যালোচনা।।-----------------------------------বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু...
04/08/2025

।। নবীজীর মুজেযা সা. প্রকার ও পর্যালোচনা।।
-----------------------------------
বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের মুজেযা সমূহ অনেক তাৎপর্যের দাবী রাখে । মুমিনের দ্বীনী জীবন গড়ার ক্ষেত্রে মুজেযার শিক্ষা ও অবদান অনেক। তাই হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুজেযা সম্পর্কে জানা অপরিহার্য।
আশা করি, মুজেযা শীর্ষক এ গ্রন্থটি অধ্যয়ন করলে পাঠকবৃন্দের সামনে মুজেযার অনেক তত্ত্ব ও রহস্য উন্মচিত হবে এবং তারা সে আলোকে জীবন গড়ার প্রয়াস পাবে। আল্লাহ রাহমানুর রাহীম আমাদের সকলকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দিন । আমীন।
বই- নবীজীর মুজেযা সা. প্রকার ও পর্যালোচনা
লেখক- মুফতী বিলাল হুসাইন খান
মুদ্রিত মূল্য- ৮০৳
ছাড় মূল্য- ৪০৳
পৃষ্ঠা সংখ্যা- ৫৪
বাইন্ডিং- পেপারব্যাক

।। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? ।।বইটিতে সাহাবায়ে কেরামদের গুণাবলী, মর্যাদা, আখলাক, আলাহর পথে সংগ্রাম, নবীজির প্রতি মহব্বত...
30/07/2025

।। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? ।।
বইটিতে সাহাবায়ে কেরামদের গুণাবলী, মর্যাদা, আখলাক, আলাহর পথে সংগ্রাম, নবীজির প্রতি মহব্বত, নফসের মুহাসাবা, তাওয়াকুল, আচার-ব্যবহার, উত্তম চরিত্র, ইবাদতের পরিশ্রম, বীরত্ব, আত্মমর্যাদাবোধ, লজ্জাশীলতা,ইত্যাদি বিষয়গুলোকে সংক্মিপ্তকারে অত্যান্ত চমৎকারভাবে আলোচনা করা হয়েছে ।
বই- সাহাবায়ে কেরাম কেমন ছিলেন?
লেখক- মুফতী বিলাল হুসাইন খান
মুদ্রিত মূল্য- ৮০৳
ছাড় মূল্য- ৪০৳
পৃষ্ঠা সংখ্যা- ৬৩
বাইন্ডিং- পেপারব্যাক

Address

11/1 Islami Tawar Bangla Bazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Ashrafia Book House - আশরাফিয়া বুক হাউস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashrafia Book House - আশরাফিয়া বুক হাউস:

Share

Category