Tanjeen Jahan

Tanjeen Jahan It's Tanjin Jahan Juthi. I am a Bangladeshi Vlogger.
(48)

03/08/2025

আমাদের কোন কিছু হারিয়ে গেলে বা চুরি হলে আমারা কতইনা আফসোস করি,কিন্তু কখনো কি এই সব ব্যপারগুলি এই ভাবে ভেবে দেখেছেন?

এমন তো হতে পারতো, যে আপনার মাল বা জিনিস না গিয়ে, যদি আপনার বা আপনার প্রিয় মানুষের কোন ক্ষতিও তো হতে পারতো.....!

কিন্তু কারো কোন ক্ষতি হয়নি,বরং আপনার জিনিস গিয়েছে, আল্লাহ তা'আলা হয়তো আপনার উপর কোন কারণে সন্তুষ্ট হয়ে, আপনার জিনিস উছিলায়, আপনাকে বা আপনার প্রিয় মানুষকে হেফাজত করেছেন।

এটা কি ভালো না বলেন,..?

সতরাং কোনো জিনিস হারালে বা চুরি হলে আফসোস না করে, ব্যপারটা কে এই ভাবে দেখেন।
আর যদি জিনিস চুরি হয়ে থাকে তবে, এটাও ভাবতে পারেন যে,
চোরে আপনার বা আপনার প্রিয় মানুষের বালা মছিবত তার সাথে নিয়ে গেলে।

02/08/2025

Alhamdulillah For Everything 🥰❤️🥀

😁 মাঝে মাঝে এই পোষ্ট করতে হয়😎
যাতে আর প্রোফাইল এ যে সিসি ক্যামেরা লাগানো আছে😉
তাদের রাতের ঘুম হারাম করতে।😁

02/08/2025

টাকা হলো সেই সাবান,
যা আজকের যুগে সব দাগ পরিষ্কার করে।

জীবনে প্রথম বার ঘী বানাইলাম,.....😊আশা ছিলনা যে সফল হবো...🙄কিন্তু হইছি... 😁যদিও পোলার বদৌলতে অনেকখানি নষ্ট হইছে....😔Wait ...
01/08/2025

জীবনে প্রথম বার ঘী বানাইলাম,.....😊
আশা ছিলনা যে সফল হবো...🙄
কিন্তু হইছি... 😁
যদিও পোলার বদৌলতে অনেকখানি নষ্ট হইছে....😔
Wait Wait Wait.....
আবার বড় লোকেরা এইটা ভাইবেন না এতটুকু ক্যা?????? 🤔
আরে ভাই অল্প অল্প করে ২ বারব ২ ডিব্বায় দুধের সর জমাইছিলাম,
আজ ফ্রিজ লারা দিতে দিয়ে ২ টা ডিব্বাই দেইখা পুরাতন হারিয়ে যাওয়া সৃতি ফেরত পাইছি 😁
তাই মনে দরদ লাগলো যে ফালাইয়া দিমু, তাই ট্রাই করলাম,
আবার ভাইবেন না যে শিলপাটায় বানাছি🙄
ব্লেন্ডারে দিয়া বানাইছি😁
যদিও প্রথমে ভাবছি,
ধুত হইবো না,
ফালাইয়া দেই 😡🤔🙄
পরে বলি, একবার একটু অন্য ভাবে ট্রাই করি,
কয়েকবার বেশি সময় করে অনেক সময় ব্লেন্ড করি,




ওমা দেখি আমি সাকসেস😁😊😎

01/08/2025

ধোকাবাজও আশা করে,
তাকে বার বার বিশ্বাস করে ধোকা খাওয়ার জন্য।

01/08/2025

সৎ মানুষ কখনো তেলবাজ হয় না,আর তেলবাজ কখনো সৎ মানুষ হয় না।

31/07/2025

স্বার্থপর এই দুনিয়ায়, যেখানে একজন আরেক জনকে ধোকা দেয়া নিয়ে ব্যস্ত, সেখানে সহজ-সরল বিশ্বাসী মানুষ কে, মানুষ বোকা ভাবে।😔🥀😥

31/07/2025

আপনি যতই সুযোগ দিতে থাকবেন, মানুষ ততোই আপনাকে ধোকা দিতে থাকবে।
😔🥀😥

30/07/2025

স্বাস্থ্য আর সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নেই।

30/07/2025

কখনো কারোর মনের শান্তির কারণ না হও তবে কষ্টের কারণ ও না।

29/07/2025

যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে তার মানসিক শান্তির কারন হও।
😊😊😊

29/07/2025

মনে অশান্তি থাকলে কোন কাজেই মনও বসে না আর কাজটা ভালো ও হয়না।
😔🥀😥

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanjeen Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanjeen Jahan:

Share