03/08/2025
আমাদের কোন কিছু হারিয়ে গেলে বা চুরি হলে আমারা কতইনা আফসোস করি,কিন্তু কখনো কি এই সব ব্যপারগুলি এই ভাবে ভেবে দেখেছেন?
এমন তো হতে পারতো, যে আপনার মাল বা জিনিস না গিয়ে, যদি আপনার বা আপনার প্রিয় মানুষের কোন ক্ষতিও তো হতে পারতো.....!
কিন্তু কারো কোন ক্ষতি হয়নি,বরং আপনার জিনিস গিয়েছে, আল্লাহ তা'আলা হয়তো আপনার উপর কোন কারণে সন্তুষ্ট হয়ে, আপনার জিনিস উছিলায়, আপনাকে বা আপনার প্রিয় মানুষকে হেফাজত করেছেন।
এটা কি ভালো না বলেন,..?
সতরাং কোনো জিনিস হারালে বা চুরি হলে আফসোস না করে, ব্যপারটা কে এই ভাবে দেখেন।
আর যদি জিনিস চুরি হয়ে থাকে তবে, এটাও ভাবতে পারেন যে,
চোরে আপনার বা আপনার প্রিয় মানুষের বালা মছিবত তার সাথে নিয়ে গেলে।