17/09/2025
ভালোবাসার কোনো ওজন হয় না। ভালোবাসা হলো অমূল্য রত্ন। তাই ভালোবাসা যেমন নিতে চাও, তেমন দেয়ার জন্য তুমি এগিয়ে যাও বারবার।
আসলে আমরা মুখে বলি, অনেক ভালোবাসি, ভালোবাসি। কিন্তু যাকে ভালোবাসি বলি, তাদের মাঝে সামান্য দাগ পেলে দু চারটা কথা বলতে ছাড়িনা।
মনে রাখা উচিত, যাকে ভালোবাসি তাকে কষ্ট দেয়ার জন্য ভালোবাসবো না। ভালোবাসার মানুষের ভালো কিছু চাওয়াই ভালোবাসা।