26/09/2024
আসসালামুআলাইকুম এভরিওয়ান । আবারও বেশ কিছুদিন পর আসলাম কিছু শেয়ার করতে। এই পুরো সেমিস্টার আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল । সেমিস্টার শুরু হওয়ার সাথে সাথেই চ্যালেঞ্জ শুরু হয়। এই সময়ও যেমন ভুলার নয়, তেমনি এই সময়ের চেনা মানুষের অচেনা রূপও ভুলার না। ভালো মানুষরুপি শত্রু চিনেছি, শত্রু রুপি ভালো মানুষ চিনেছি। জীবনে, এত এত শুভকাঙ্খি মধ্যে হাতে গুনা ৪-৫জন মানুষ পেয়েছি। যারা অর্জিনালি ভালোচাই। আলহামদুলিল্লাহ্ । এবং আমার ভার্সিটি কিছু ফ্রেন্ড (মিম, শ্রাবন্তী, সুজলা, জান্নাত, শিলা) আর টিচারদের ( স্পেশালি এ্যানী ম্যাম ) হেল্প ছাড়া আমার এই সেমিস্টার এতো সহজলভ্য হতনা ।
‘’প্রত্যেকটা সাফল্যের পিছনের গল্প সেই জানে যে ওই সময় পার করে আসে। ‘’
আবারও ধন্যবাদ সবাইকে।
Take lots of ❤️🫶
Spread pure🤍