Path of Life

Path of Life Alhamdulillah 13K....... Follower
ʜᴇʏ ɢᴜʏꜱ ᴡᴇʟᴄᴏᴍᴇ ᴛᴏ ᴍʏ ᴏꜰꜰᴄɪᴀʟ ᴄʜᴀɴɴᴇʟ.

কাম সারছে...🤣🤣
19/10/2025

কাম সারছে...🤣🤣

সে যদি আসলেই মুসলিম হয় তাহলে বিশ্ব কে দেখিয়ে দিতে হবে একজন মুসলিম হয়ে কোরআন কে অবমাননা করার জন্য  কি হতে  পারে,, তাহলে আ...
06/10/2025

সে যদি আসলেই মুসলিম হয় তাহলে বিশ্ব কে দেখিয়ে দিতে হবে একজন মুসলিম হয়ে কোরআন কে অবমাননা করার জন্য কি হতে পারে,,

তাহলে আর কখনো শাহস পাবে না এমন কাজ করার জন্য,

আর একটা কথা হিন্দু ভাইদের বলতেছি যদি হিন্দু হয় আপনার তাকে সাপোর্ট না দিয়ে শাস্তি দেওয়ার কথা বলেন,

কারণ এদেশে এসব করা মানে আপনাদের কেও অপমান করা কারণ এখন সবাই বলবে,
এগুলো হিন্দুদের এজেন্ট,

আমি এর ফা*সি চাই আপনারা কমেন্টে আপনার মন্তব্য লিখেন ?

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাত...
02/10/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী...

02/10/2025

ই স রা ই লি বাহিনীর হাতে আটকের আগে সমুদ্রে মোবাইল ফেলে দিলেন ফরাসি এমপি

ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হওয়া ফটোগ্রাফার শাহিদুল আলম সহ সমস্ত জাহাজের যাত্রীদের গ্রেফতার করেছে ইসরাইলি নৌবাহিনী! 😢 উন...
02/10/2025

ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হওয়া ফটোগ্রাফার শাহিদুল আলম সহ সমস্ত জাহাজের যাত্রীদের গ্রেফতার করেছে ইসরাইলি নৌবাহিনী! 😢 উনার পরিবারের সাথে কথা বলে জানা গেছে গত ২ ঘন্টা ধরে উনাকে কোন ভাবেই ট্রাক করা যাচ্ছে না.....
আল্লাহ তুমি উনাদের হেফাজতে রাখো! 🤲

🚨গুরুত্বপূর্ণ আপডেট: ৭টা আটককৃত জাহাজের সকল সদস্য প্রয়োজনীয় সকল তথ্য ট্রান্সফার করে তাদের সকল ফোন সমুদ্রে ফেলে দিয়েছে। এ...
02/10/2025

🚨গুরুত্বপূর্ণ আপডেট: ৭টা আটককৃত জাহাজের সকল সদস্য প্রয়োজনীয় সকল তথ্য ট্রান্সফার করে তাদের সকল ফোন সমুদ্রে ফেলে দিয়েছে। একই সাথে আটককৃত বোট কে রেখে অন্য বোট এগিয়ে যাচ্ছে পবিত্র ভুমির দিকে। তবে পবিত্র ভুমির উপকুলে প্রবেশের মুখে প্রায় শতভাগ ব্যারিকেড দিয়েছে দখলদার বাহিনী।

ফ্লোটিলার মুখপাত্র ওয়ায়েল নাওয়ার এর মাধ্যমে জানা যায়, আটককৃত ব্যাক্তিরা তাদের মুক্তি না দেয়া পর্যন্ত অনশনের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সময় রাত ৩.২০ পর্যন্ত তথ্য অনুসারে ৭ টা বোট আটক করে সদস্যদের অ/ প/ হরণ করেছে দখলদার রা।

আদারা, আলমা, দির ইয়াসিন, হুগা, সিরিয়াস, স্পেক্ট্রা
Adara, Alma, Dir Yassine, Huga, Sirius, Spectre

---------------

🚨 Important Update: The crew members of the 7 seized ships have transferred all necessary information and thrown their phones into the sea. At the same time, leaving behind the seized boats, another boat is advancing toward the Holy Land. However, at the entrance to the Holy Land’s coast, the occupying forces have set up nearly total barricades.

According to flotilla spokesperson Wael Nawar, the detainees have decided to go on a hunger strike until they are released.

As of 3:20 AM Bangladesh time, information confirms that the occupiers have seized 7 boats and a/ bd/ uc/ ted their members.

Adara, Alma, Dir Yassine, Huga, Sirius, Spectre

Global flotilla 😥✅
02/10/2025

Global flotilla 😥✅

বহুদিন ধরে আমরা খরগোশ আর কচ্ছপের গল্প শুনে আসছি। মজার বিষয় হলো আমরা শুধুমাত্র গল্পের প্রথম অধ্যায়টাই শুনেছি। কিন্তু এই...
01/10/2025

বহুদিন ধরে আমরা খরগোশ আর কচ্ছপের গল্প শুনে আসছি। মজার বিষয় হলো আমরা শুধুমাত্র গল্পের প্রথম অধ্যায়টাই শুনেছি। কিন্তু এই কাহিনীর আরো তিনটি অধ্যায় আছে যা কেউ জানে না।

প্রথম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, যার ফলে কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল যে, তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে ওভার কনফিডেন্স যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

দ্বিতীয় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীরস্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে টিকে থাকা অসম্ভব!

তৃতীয় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানাল। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা দুই বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকাল, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়।

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানাল ওই একই রাস্তায়। কচ্ছপও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামল। এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করল আর

দালালি করি দিনে রাইতে, তবু নেই কোনো খেতাব,বিচি নাই তবুও দেখি, আমি নাকি মহা সাব।অবৈধ ফলোয়ার নাচে, দেয় তালি হাতে হাতে,স্...
01/10/2025

দালালি করি দিনে রাইতে, তবু নেই কোনো খেতাব,
বিচি নাই তবুও দেখি, আমি নাকি মহা সাব।

অবৈধ ফলোয়ার নাচে, দেয় তালি হাতে হাতে,
স্ট্যাটাস দিলেই তারা, সেজে ওঠে গক গক করিতে।

পায়খানা দিলেও খাবে, ভাববে যেন পায়েস,
এমন ভক্তি দেখে বলি আহা, কী সুন্দর বাংলাদেশ।

এমনও দিন আসবে মানুষ ফেরাউনের পক্ষেও কথা বলবে 🫵লিখে রাখেন 👍
01/10/2025

এমনও দিন আসবে মানুষ ফেরাউনের পক্ষেও কথা বলবে 🫵লিখে রাখেন 👍

30/09/2025

আমাদের ময়মনসিংহে মেয়েরা এত সুন্দর কেন 🤭❤️‍🩹😅

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Path of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Path of Life:

Share