24/07/2025
= রহস্যময় এক পুতুল বিড়াল 💀
আসসালামু আলাইকুম।
এই ঘটনাটি ২০১৭ সালের। আমার বড় ভাবীর একটা পুতুল বিড়াল ছিল সাদা রঙের। বিড়াল টা আমার অনেক পছন্দ হয় তো বিড়াল টা ভাবির রুম থেকে আমার রুমে নিয়ে এসে আমার শোবার খাটের একপাশে রাখি, যেদিন রাত থেকে কিছু আমার সাথে ইন্সিডেন্ট শুরু হয়।
যেমন রাতে ঘুম ভেঙে গেলে পুতুল টার দিকে তাকালে দেখি বিড়ালের চোখ জ্বল জ্বল করছে,অন্ধকারে বিড়ালের চোখ যেমন জ্বলে ঠিক তেমন,আর সবথেকে ভয়ংকর বিষয় হচ্ছে বিড়ালটি মুভমেন্ট করতো এক জায়গা থেকে আরেক জায়গায়।
আমি ঘুমানোর আগে যদি বিড়াল এক জায়গায় রাখি গভীর রাতে যদি ঘুম ভেঙে গেলে দেখি বিড়ালটা আমার দিকে মুখ করে তাকিয়ে আছে আর আমার একদম কাছে চলে এসেছে।
আমার এগুলো দেখে ভয় লাগতো আম্মুকে ডাক দিতাম আম্মু সুরা পড়ে ঝেড়ে দিয়ে গেলে আর কিছু হতো না। আরেক দিনের ঘটনা বাসায় আমি আর আম্মু ছাড়া আর কেও ছিলেন না।
রাতে আমি বিড়ালটা আমার খাট থেকে সরিয়ে আমার পড়ার টেবিলে রাখি এটা দেখার জন্য আসলেই বিড়াল টা মুভমেন্ট করে নাকি আমার মনের ভুল,তো বিড়ালটা টেবিলে রেখে ঘুমিয়ে পরি ।
রাতের একটা সময় আমি অনুভব করি রুমের আবহাওয়া কেমন গুমোট হয়ে গেছে,আমাকে যেন চেপে ধরছে আমার রুমের পরিবেশ এমন সময় আমার ঘুম ভেঙে গেলে আবহাওয়ার অই রেশ তখনও ছিল।
হটাৎ আমি আমার পিঠের নরম কিছু একটা অনুভব করি তো দেখি বিড়ালটা আমার পিঠের নিচে,আমি প্রচন্ড ভয় পেয়ে আম্মাকে ডাকি।আম্মা আমাকে ভীত দেখে তার রুমে নিয়ে যায় সেখানে ঘুমানোর জন্য। আমি যখন আম্মার রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করছি ঠিক তখন আমার রুমে থেকে এই সজীব বলে ডাকে যা আমার আম্মুও শুনতে পায়।
আমি ভাবছিলাম আমার মনের ভুল কিন্ত আম্মু যখন বললো তোকে কে নাম ধরে ডাকলো যখন বুঝলাম এটা মনের ভুল না আমি সুরা পরে সেদিনের মতো ঘুমিয়ে পরি পরেরদিন সকালে ঘুম থেকে উঠে আমি বিড়ালটা আমার রুম থেকে সরিয়ে অন্য রুমে বাক্স বন্ধি করে রাখি। তারপর থেকে আর তেমন সমস্যা হয়নি কিন্তু মাঝে মাঝে অনুভব করি কেও নজর রাখছে রুমের কোণায় অন্ধকারে কেও আছে।