Village Life with sumon

Village Life with sumon > প্রতিটি গল্প একেকটা অদেখা ভয়। ঘুমাতে যাওয়ার আগে একবার ভাবো—তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে না তো?
(1)

প্রবাস জীবন
27/09/2025

প্রবাস জীবন

আসসালামু আলাইকুম কেমন আছেন
26/09/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন

এখন থেকে আমদের ভিডিও গুলো ইউটিউব  এ থাকবে যাদের ইউটিউব থেকে দেখতে চাচ্ছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন ক...
26/08/2025

এখন থেকে আমদের ভিডিও গুলো ইউটিউব এ থাকবে যাদের ইউটিউব থেকে দেখতে চাচ্ছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিও এর জন্য ।

16/08/2025

মধ্যবিত্ত পরিবারের কষ্ট অনেক সময় চোখে পড়ে না, কিন্তু তারা ভেতরে ভেতরে ভীষণ অসহায় থাকে। দীর্ঘদিন অভাবের কারণে না খেয়ে দিন কাটাচ্ছিলো একটি পরিবার। শেষ পর্যন্ত কিছু মানুষের সহযোগিতায় তাদের জন্য খাবারের বাজারের ব্যবস্থা করতে পেরে মনে হলো—মানুষ মানুষের জন্যই।

এখন থেকে  আমাদের সকল ভিডিও ইউটিউব এন্ড ফেসবুক দুটো জায়গাতেই পাবেন... সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী আপডেটের জন...
02/08/2025

এখন থেকে আমাদের সকল ভিডিও ইউটিউব এন্ড ফেসবুক দুটো জায়গাতেই পাবেন... সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী আপডেটের জন্য ।

প্রতিটি গল্প একেকটা অদেখা ভয়। ঘুমাতে যাওয়ার আগে একবার ভাবো—তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে না তো?

31/07/2025

গভীর রাত্রে পুকুরে আবারো সরাসরি দেখা গেলো সেই পে*ত্নীকে মাছ খেতে।
বিশ্বাস করা না আপনাদের ব্যাপার।
যারা প্যারানরমাল বিষয় গুলা বিশ্বাস করেন এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য।

= রহস্যময় এক পুতুল বিড়াল 💀আসসালামু আলাইকুম। এই ঘটনাটি ২০১৭ সালের। আমার বড় ভাবীর একটা পুতুল বিড়াল ছিল সাদা রঙের। বিড়াল ...
24/07/2025

= রহস্যময় এক পুতুল বিড়াল 💀

আসসালামু আলাইকুম।

এই ঘটনাটি ২০১৭ সালের। আমার বড় ভাবীর একটা পুতুল বিড়াল ছিল সাদা রঙের। বিড়াল টা আমার অনেক পছন্দ হয় তো বিড়াল টা ভাবির রুম থেকে আমার রুমে নিয়ে এসে আমার শোবার খাটের একপাশে রাখি, যেদিন রাত থেকে কিছু আমার সাথে ইন্সিডেন্ট শুরু হয়।

যেমন রাতে ঘুম ভেঙে গেলে পুতুল টার দিকে তাকালে দেখি বিড়ালের চোখ জ্বল জ্বল করছে,অন্ধকারে বিড়ালের চোখ যেমন জ্বলে ঠিক তেমন,আর সবথেকে ভয়ংকর বিষয় হচ্ছে বিড়ালটি মুভমেন্ট করতো এক জায়গা থেকে আরেক জায়গায়।

আমি ঘুমানোর আগে যদি বিড়াল এক জায়গায় রাখি গভীর রাতে যদি ঘুম ভেঙে গেলে দেখি বিড়ালটা আমার দিকে মুখ করে তাকিয়ে আছে আর আমার একদম কাছে চলে এসেছে।

আমার এগুলো দেখে ভয় লাগতো আম্মুকে ডাক দিতাম আম্মু সুরা পড়ে ঝেড়ে দিয়ে গেলে আর কিছু হতো না। আরেক দিনের ঘটনা বাসায় আমি আর আম্মু ছাড়া আর কেও ছিলেন না।

রাতে আমি বিড়ালটা আমার খাট থেকে সরিয়ে আমার পড়ার টেবিলে রাখি এটা দেখার জন্য আসলেই বিড়াল টা মুভমেন্ট করে নাকি আমার মনের ভুল,তো বিড়ালটা টেবিলে রেখে ঘুমিয়ে পরি ।

রাতের একটা সময় আমি অনুভব করি রুমের আবহাওয়া কেমন গুমোট হয়ে গেছে,আমাকে যেন চেপে ধরছে আমার রুমের পরিবেশ এমন সময় আমার ঘুম ভেঙে গেলে আবহাওয়ার অই রেশ তখনও ছিল।

হটাৎ আমি আমার পিঠের নরম কিছু একটা অনুভব করি তো দেখি বিড়ালটা আমার পিঠের নিচে,আমি প্রচন্ড ভয় পেয়ে আম্মাকে ডাকি।আম্মা আমাকে ভীত দেখে তার রুমে নিয়ে যায় সেখানে ঘুমানোর জন্য। আমি যখন আম্মার রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করছি ঠিক তখন আমার রুমে থেকে এই সজীব বলে ডাকে যা আমার আম্মুও শুনতে পায়।

আমি ভাবছিলাম আমার মনের ভুল কিন্ত আম্মু যখন বললো তোকে কে নাম ধরে ডাকলো যখন বুঝলাম এটা মনের ভুল না আমি সুরা পরে সেদিনের মতো ঘুমিয়ে পরি পরেরদিন সকালে ঘুম থেকে উঠে আমি বিড়ালটা আমার রুম থেকে সরিয়ে অন্য রুমে বাক্স বন্ধি করে রাখি। তারপর থেকে আর তেমন সমস্যা হয়নি কিন্তু মাঝে মাঝে অনুভব করি কেও নজর রাখছে রুমের কোণায় অন্ধকারে কেও আছে।

23/07/2025

সিলেটের ভয়া*নক এক জঙ্গলের মধ্যে দেখা গেলো জ্বিনের ভয়াবহ রূপ 💀

21/07/2025
:নোটিস: ---------------আপনাদের জীবনে ঘটে যাওয়া  ভৌতিক ঘটনা বলতে পারবেন মেসেজ এর মাধ্যমেও । আমাদের পেজ  এর ইনবক্সে  আপনা...
20/07/2025

:নোটিস:
---------------
আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বলতে পারবেন মেসেজ এর মাধ্যমেও । আমাদের পেজ এর ইনবক্সে আপনার ঘটে যাওয়া ঘটনাগুলো সুন্দর ভাবে গুছিয়ে বলুন তা পোস্ট করা হবে এই পেজ এই এবং তুলে ধরা হবে সকলের কাছে 💀।

Address

Rayerbag Dhaka
Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Village Life with sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category