7 Colors tv

7 Colors tv Welcome! To my #7 Colors tv page. I will make videos about all the stars activities

04/01/2024

রেকর্ড ৪৮ বছর জেল খাটার পর আসামিকে নির্দোষ ঘোষণা। 7 Colors tv

খুনের মামলায় গ্লিন সিমন্সকে প্রথমে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। পরে আপিলে তা কমিয়ে আজীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের গ্লিন সিমন্স ১৯৭৪ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন এবং বিচারে দোষীসাব্যস্ত হয়ে ৪৮ বছর ধরে কারাভোগ করেছেন। অবশেষ গত মঙ্গলবার আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছে।

#কারাগার #যুক্তরাষ্ট্র #ভুল_বিচার #গ্লিন_সিমন্স #৪৮বছর

03/01/2024

ভোটের দিন মৌসুমী হামিদ যেমন পরিবেশ চান। 7 Colors tv

সাতক্ষীরা ১, তালা-কলারোয়া নির্বাচনী এলাকার ভোটার, অভিনেত্রী মৌসুমী হামিদ। ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ৬, ৭, ৮ তারিখে কোনো কাজ রাখেননি এ অভিনেত্রী। সর্বপ্রথম ২০০৮ সালে ভোট দিয়েছেন তিনি। তাই ভোটের পরিবেশের সঙ্গে পরিচিত তিনি।

#অভিনেত্রী #ভোট #মৌসুমীহামিদ #নির্বাচন #পরিবেশ

02/01/2024

৮০ বছর বয়সেও সমুদ্র তীরে এমন পোশাকই পরব- রুনা খান। 7 Colors tv

বদলে যাওয়া এক অভিনেত্রী রুনা খান। নিজের মতো করে বাঁচতে পছন্দ করেন তিনি। মাঝেমধ্যেই ফেসবুকে নিজের স্বাধীনচেতা মনোভাবের পরিচয় দেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার কথা বললেন নিজের পোশাকের বিষয়ে। ৯ বছর ব্যবধানের দুটি ছবি জুড়ে দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

#রুনা_খান #অভিনেত্রী #সৌন্দর্য #পোশাক

01/01/2024

২০২৩ সালে বিনোদন জগতে 'ইয়ে' করে বিয়ে করলেন যারা। 7 Colors tv

২০২৩ সালে বিনোদন জগতে নানা ঘটনার সাক্ষীর পাশাপাশি ২০২৩ এ বিয়ের বাদ্যও বেজেছে মহাধুমধাম করেই। এবছর দেশের তারকাসহ টালিউড ও বলিউড মিলিয়ে বেশ কয়েকজন জনপ্রিয় তারকা তাদের প্রেমের সম্পর্ক থেকে বিয়ের পিঁড়িতে বসেছেন।

#বলিউড #বিনোদন_জগত #ইয়ে_করে_বিয়ে #শোবিজ

28/12/2023

দেহের উত্তাপ ছড়িয়ে তোপের মুখে পূজা ব্যানার্জি। 7 Colors tv

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। দেব, জিৎদের সঙ্গে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। তবে বর্তমানে সিনেমা জগত থেকে অনেকটাই দুরে। পর্দা থেকে দুরে থাকলেও গ্ল্যামার জীবন থেকে মোটেও দুরে নন পূজা।

#পূজা #ব্যানার্জি #রূপের_উত্তাপ #অভিনেত্রী

25/12/2023

দক্ষিণী সিনেমার লাকি গার্ল তৃষা কৃষ্ণান গর্জে উঠলেন কেনো। 7 Colors tv-

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির লাকি গার্ল তিনি। শোনা যায়, যে ছবিতে তৃষা কৃষ্ণান অভিনয় করতেন, তা একেবারেই সুপারহিট। তবে শুধু দক্ষিণী ছবিতে নয়, অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে বলিউড ছবি 'খাট্টা মিঠা'তেও অভিনয় করে নজর কাড়েন তৃষা। সেই তৃষাই এবার ক্ষোভে ফেটে পড়লেন তার সহঅভিনেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো গর্জে উঠলেন তিনি।

#তৃষা_কৃষ্ণান #দক্ষিণী_সিনেমা

24/12/2023

মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি শাকিবকে বাংলাদেশের টম ক্রুজ বললেন। 7 Colors tv

গত ১২ ডিসেম্বর এফডিসিতে শুরু হয় ‘রাজকুমার’-এর শুটিং। শুটিংয়ে অংশ নেন শাকিবের আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। তিন দিন শুটিং করে নিজ দেশে ফিরে যান কফি। প্রথমবার বাংলাদেশে এসে ছয়দিনের মতো অবস্থান করেছিলেন কফি।

#রাজকুমার #কোর্টনি_কফি #শাকিব_খান

22/12/2023

ভালোবাসার নয়া উপায় জানালেন মার্কিন সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স। 7 Colors tv

গানের মানুষ ব্রিটনি। অথচ গত কয়েক বছর গান ছাড়া আর ‘সবকিছু’ নিয়েই খবরের শিরোনাম হয়েছেন ৪০ বছর বয়সী মার্কিন সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স।

মারাত্মক হতাশা, মাদকাসক্ত হয়ে অসংলগ্ন আচরণ, বাবার সঙ্গে অভিভাবকত্ব নিয়ে দীর্ঘ আইনি লড়াই, নিজের চেয়ে ১২ বছরের ছোট ইরানি মডেলের সঙ্গে প্রেম, রিহ্যাব সেন্টার থেকে ভালো রিপোর্ট, সেই মামলায় জয়, বাগদান, অতঃপর রূপকথার বিয়ে—ব্রিটনির জীবন কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়।

#বিবাহ_বিচ্ছেদ #মার্কিন_তারকা

21/12/2023

পুরুষ আর নারী সমান নয় - নীনা গুপ্তা। 7 Colors tv

‘নারীবাদ’ শব্দটিকে ফালতু বলেই দাবি করলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনেত্রীর মতে, ফেমিনিজমে যে বারবার বলা হয় পুরুষ নারী সমান সমান, সেটা ঠিক নয়। কারণ পুরুষরা সন্তানের জন্ম দিতে পারেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নীনা গুপ্তা।

#অভিনেত্রী #নীনা_গুপ্তা #বলিউড #নারীপুরুষ

19/12/2023

পর্দা কাঁপানো অপর্ণা ঘোষ, বিয়ের তিন বছরেও অপরূপা। 7 Colors tv

এক অনন্য সাধারণ চলচ্চিত্র সুতপার ঠিকানা। যে ছবিতে অভিনয় করে অসাধারণ হয়ে ওঠা নায়িকার নাম অপর্ণা ঘো্ষ। সিনেমাটি সবার হৃদয়ে না ধরলেও ছবিটিতে তিনি কালের সাক্ষী হয়ে থাকবেন। গ্রামের সেই সুতপার কোনো ঠিকানা না হলেও এ নায়িকার ঠিকানা হয়েছে পারফেক্ট জায়গায়। যেখানে তাকে আগলে রেখেছেন সত্রাজিৎ দত্ত।

#অপর্ণা_ঘোষ #অভিনেত্রী #তারকা_বিয়ে

18/12/2023

তিন বছর পর সুখবর নিয়ে দেশে ফিরলেন শাবনূর। 7 Colors tv

নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। তিন বছর পর সম্প্রতি দেশে এসেছেন নায়িকা। এক সময় সিনেমায় নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন এই নায়িকা; যা আজও মনে দাগ কেটে আছে সিনেমা প্রেমীদের। তবে খালি হাতে দেশে ফেরেননি তিনি। নতুন সিনেমার সুসংবাদ নিয়ে এসেছেন।

১৭ ডিসেম্বর রোববার দর্শক নন্দিত এই নায়িকার শুভ জন্মদিন। জীবনের ৪৪ বসন্ত পেরিয়ে ৪৫-এ পা দিয়েছেন শাবনূর।

দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে রয়েছেন তিনি। গত এক দশক ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। এক সময় ছয় মাস পরপর দেশে আসতেন। কিন্তু গত তিন বছরের বেশি সময় ধরে ঢাকায় আসা হয়নি শাবনূরের। অবশেষে দীর্ঘদিন পর দেশে ফিরলেন দর্শক নন্দিত এই নায়িকা।

#শাবনূর #ঢালিউড #অভিনেত্রী

15/12/2023

১২টি দেশে সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। 7 Colors tv

এমনও অনেক দেশ আছে যেখানে ইচ্ছার বিরুদ্ধেও পাঠানো হতে পারে সেনাবাহিনীতে। এই দেশগুলিতে হাজার হাজার যুবক-যুবতীকে এক প্রকার জোর করেই ঠেলে দেওয়া হয় সেনার কাজে।

#আর্মি #বাধ্যতামূলক #সেনাবাহিনী

14/12/2023

দুবাইয়ে পূজাকে প্রাণনাশের হুমকি। 7 Colors tv

A popular paparazzi took to Instagram and shared that Pooja was subjected to death threats in Dubai, where she had travelled for the inauguration of a club.

সম্প্রতি দুবাইয়ে নাকি একটি পানশালা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে খুনের হুমকি পেয়েছেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। ওই অনুষ্ঠানেই নাকি এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় মেজাজ হারিয়ে পূজাকে খুন করার হুমকি দেন।

#পূজা_হেগড়ে #দুবাই #প্রাণনাশ #সালমানখান

13/12/2023

রহস্যময় নিষিদ্ধ নগরী পেত্রা ও পেত্রা আবিষ্কারের ইতিবৃত্ত। 7 Colors tv

পৃথিবীর ইতিহাসে পেত্রা একটি রহস্যের নাম। সুপ্রাচীন এই নগরীর অন্তরে লুকিয়ে আছে হাজারো ঐতিহাসিক নিদর্শন, যার মাত্র ১৫% ইতিহাসবিদগণ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। প্রাচীনকালের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী পেত্রা যেন হঠাৎ করে কালের অতল গহ্বরে স্বেচ্ছায় নির্বাসিত হয়ে যায়। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে জেনে নিতে হবে পেত্রা সম্পর্কে।

12/12/2023

আবারো পর্দা কাঁপাবে শাকিবের ‘তুফান’। 7 Colors tv

নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় বড় পর্দায় আসছেন অভিনেতা শাকিব খান। সিনেমার নাম ‘তুফান’। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। সঙ্গে প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টার।

বড় পরিসরে সিনেমাটি নির্মাণের ঘোষণা দেয় বাংলাদেশ ও ভারতের তিনটি প্রযোজনা সংস্থা মিলে। চরকি, আলফা আই এবং এসভিএফ সমন্বয়ে নির্মিত হবে সিনেমাটি।

#তুফান #শাকিবখান #দরদ

09/12/2023

শুধু খেলায় হ্যাটট্রিক হয় না, সিনেমায়ও হ্যাটট্রিক করেছেন শাকিব। 7 Colors tv

শাকিব খান মানেই এখন আলোচনার তুঙ্গে থাকা এক স্বপ্নের নায়কের নাম। ঢালিউড কাঁপিয়ে এখন তিনি বলিউড হলিউড কাঁপাবেন। প্রায় দুই যুগ ধরে সিনেমা পাড়া মাতিয়ে রাখা এক সফল চরিত্রের নাম শাকিব। যাকে ভারতের মিডিয়া বাংলার শাহরুখ খান বলে উল্লেখ করেছেন।

#শাবনূর #মৌসুমী #পূজা_চেরি #শাকিব_খান #সুপারস্টার #সোনাল_চৌহান #কোর্টনি_কফি

08/12/2023

আমেরিকান নায়িকা কোর্টনি বোর্ডে অ, আ লিখে বাংলা শিখেছেন শাকিব খানের রাজকুমার ছবির জন্য। 7 Colors tv-

পাঁচ দিন পর শুরু হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’–এর শুটিং। শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। ৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলে তা দুই দিন পিছিয়েছে। শুটিংয়ের জন্য ৯ ডিসেম্বর সকালে ঢাকায় নামবেন তিনি।

#শাকিবখান #যুক্তরাষ্ট্রেরমডেল #অভিনেত্রী #কোর্টনিকফি

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when 7 Colors tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 7 Colors tv:

Share

Category