04/01/2024
রেকর্ড ৪৮ বছর জেল খাটার পর আসামিকে নির্দোষ ঘোষণা। 7 Colors tv
খুনের মামলায় গ্লিন সিমন্সকে প্রথমে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। পরে আপিলে তা কমিয়ে আজীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের গ্লিন সিমন্স ১৯৭৪ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন এবং বিচারে দোষীসাব্যস্ত হয়ে ৪৮ বছর ধরে কারাভোগ করেছেন। অবশেষ গত মঙ্গলবার আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছে।
#কারাগার #যুক্তরাষ্ট্র #ভুল_বিচার #গ্লিন_সিমন্স #৪৮বছর