Lovely Couple

Lovely Couple আমরা তো আমরাই 💁‍♀️

"বিষয়ডা মাথায় রাখবেন,🗣️
03/05/2025

"বিষয়ডা মাথায় রাখবেন,🗣️

যারা ইউনুস কে জানেন না তারা নানা কথা বলেন। ড ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের ১ টি টাকা লাভ নেননি...
07/08/2024

যারা ইউনুস কে জানেন না তারা নানা কথা বলেন। ড ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের ১ টি টাকা লাভ নেননি। যে গ্রামীন ব্যাংকের বাজার মূল্য ৯৩০০০০ কোটি টাকা!! তাহলে উনি সুদ খোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র! গ্রামীণ ব্যাংকের সবটাকার মালিক দরিদ্র নারীরা। এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ। যারা দুনিয়ায় ধন সম্পত্তির উর্ধ্বে তাকে আপনি সুদখোর বলছেন?
নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!? পৃথিবীর ইতিহাসে Olympic Laurel দেয়া হয়েছে মাত্র দুই জন কে তার মধ্যে ড. ইউনূস একজন।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে🇧🇩

06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার আমার থেকেই শুরু হোক।
১. আজ থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আজ থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আজ থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আজ থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আজ থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
৬. চিকিৎসার অভাব এ কোন সাধারণ মানুষ যেন মৃত্যুবরণ না করে।
৭. কৃষকের ন্যায্যমজুরি ও শ্রমিকের ন্যায্যমজুরি দিতে হবে
৮. দেশের আইন ব্যবস্থা কঠোর করতে হবে অপরাধ করে কেউ যেন রক্ষা না পায়। ইসলামিক শরিয়া মোতাবেকে বিচার কার্য হাসিল করতে হবে।
৯. দেশের যোগাযোগ ব্যবস্থা অতি দ্রুত সত্য আরও উন্নত করতে হবে যেন প্রতিটা মানুষ সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পারে.
১০. দেশের সর্বস্তরের সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

ইন-শা-আল্লাহ তাহলে হয়তো আমরা স্বাধীন সোনার বাংলাদেশ পাব ।

06/08/2024
06/08/2024

প্রজন্ম ধ্বংস করার নতুন কারিকুলাম বাদ দিতে হবে।

06/08/2024

আপনারা সবাই টাকা ছিড়ে ফেলতেছেন না কেন??
ওইখানেও তো ওই একজনই আছে।

06/08/2024

আজকে যারা ব্রা নিয়ে উল্লাস করাকে সাপোর্ট করেছেন,এই তারাই সুযোগ পেলে আমার, আপনার বোন,বউয়ের গায়ে হাত দিবে।
বিকৃত মনমানসিকতা কখনোই জাস্টিফাই করা যাবে না।

তিতা হলেও সত্যি গণভবন থেকে যারা লুটপাট করলেন তারা বুঝাই দিলেন সুযোগ পাইলে আপনারাও দেশটাকে খাইতেন।কোনো পার্থক্য নাই!
06/08/2024

তিতা হলেও সত্যি গণভবন থেকে যারা লুটপাট করলেন তারা বুঝাই দিলেন সুযোগ পাইলে আপনারাও দেশটাকে খাইতেন।
কোনো পার্থক্য নাই!

05/08/2024

গণভবন থেকে ৩২ নাম্বার — পুরোটাই দেখলাম।

যারা ‘সম্পদ’ লুট করেছেন/করছেন, তারা অল্প বয়সী না, ছাত্র না, তরুণ না। যাদের চোখে পড়লো, তারা মাঝ বয়সী, প্রায় বৃদ্ধ। এমনকি নিম্নবিত্ত শ্রেণীর লোকও খুব বেশি না, বেশিরভাগই অন্তত চেহারায়-পোশাকে মধ্যবিত্ত। জরিপ করতে বসি নাই। যা দেখলাম, সেটুকুই বললাম।

স্বৈরাচারকে টেনে নামানো হইসে। ইয়েস, ‘টেনে নামানো’ই বলবো আমি। সেই অনাবিল উচ্ছ্বাসে আপনি গণভবনে ঢুকলেন, সংসদে ঢুকলেন, সাঁতার কাটলেন, পা ছড়ায়ে পালংকে ঘুমালেন। এই উপভোগ, এই ফান পর্যন্ত আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু এসি-ফ্যান-কাড়ি কাড়ি শাড়ি-ফ্রিজ-ড্রেসিং টেবিল-সিন্দুক মাথায় করে নেয়ার যে দৃশ্য সেইটা আর বুঝতে পারতেসি না। টার্গেটেড বাড়ি পুড়ায়ে ছাড়খাড় করলেন তো করলেনই, পোড়ালেন তাদের প্রতিবেশীদের বাড়িও।

৫ আগস্ট ২০২৪ অনেক দাম দিয়ে পাওয়া।নষ্ট কইরেন না।

05/08/2024

আল্লাহ তুমি আমার দেশে শান্তি ফিরিয়ে দাও। সকল জান মালের রক্ষা করো। আগের বাংলাদেশ ফিরিয়ে দাও। আমিন 🤲

05/08/2024

ছাত্রজনতাকে আমি অনুরোধ করছি সকল বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বকদের পক্ষ থেকে যেন তারা ছোট ছোট দল গঠন করে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয় ও বিভিন্ন স্থাপনা গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করে এই মুহুর্ত থেকেই।

বার্তা প্রেরক—

মো. নাহিদ ইসলাম ও
আসিফ মাহমুদ,
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lovely Couple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lovely Couple:

Share