কাব্য নীল

কাব্য নীল প্রতিটি মানুষের ই
একা থাকা শেখা টা খুব জরুরী🥰! কেননা একা থাকতে পারলে দুংখ তোমায় স্পর্শ করতে পারবে না।

26/07/2025

এখন আর তোমাকে দোষ দেই না। কারণ আমি বুঝে গিয়েছি মানুষ চাইলেই সব কিছু পায় না।

25/07/2025

তুমি ছিলে অন্য কারো।
বোকা
আমি!!
আমি ভাবতাম আমার।।

মানুষ এমনি এমনি বদলায় না,বদলে যাওয়ার পিছনে ভয়ংকর গল্প লুকিয়ে থাকে।চোখের নিচের কালো দাগগুলো-কেবল ক্লান্তি নয়,এগুলো সাক্ষী...
25/07/2025

মানুষ এমনি এমনি বদলায় না,
বদলে যাওয়ার পিছনে ভয়ংকর গল্প লুকিয়ে থাকে।

চোখের নিচের কালো দাগগুলো-কেবল ক্লান্তি নয়,
এগুলো সাক্ষী, কত রাত কেঁদে কেটেছে।
আজ চুপ করে থাকা মানুষটা একদিন খুব কথা বলত,
কিন্তু বিশ্বাসভঙ্গ তাকে বোবা করে দিয়েছে।

যে হাসে সবার মাঝে,
ভিতরে সে হয়তো ভেঙে পড়েছে বহুবার।
মানুষটা একটা সময় বদলায়-
কারণ তাকে বদলাতে বাধ্য করা হয়।
✍️সংগৃহীত

25/07/2025

বেইমান মানুষ গুলো বড্ড নির্লজ্জ হয়😌।।

তুমি আমার জন্য ভুল মানুষ ছিলে, বুঝতে পারার পরও মেনে নিতে পারিনি, বরং আঁ'কড়ে ধরে থাকার চেষ্টা করে গেছি, ছেড়ে আসা উচিৎ থা...
24/07/2025

তুমি আমার জন্য ভুল মানুষ ছিলে, বুঝতে পারার পরও মেনে নিতে পারিনি, বরং আঁ'কড়ে ধরে থাকার চেষ্টা করে গেছি, ছেড়ে আসা উচিৎ থাকলেও ছেড়ে আসতে পারিনি ।

ভুল মানুষকে ভালোবাসা যতটা না বড় ভুল ছিলো জীবনের, তার থেকেও বড় ভুল হচ্ছে থেকে যেতে চাওয়া তোমার মত মানুষের ।

তোমার মত মানুষের প্রতি মায়া বাড়াতে নেই, বরং সমস্ত মায়া কাটিয়ে বেড়িয়ে আসা উচিত, সময় থাকতে বুঝতে পারিনি এর কিছুই, তাই তিলে তিলে নিঃশেষ হয়ে এখন দিচ্ছি খেসারত ।

- মানুষটা ভুল জেনেও আঁকড়ে ধরে রাখাটাই জীবনের সেরা ভুল !

সংগৃহীত

চতুর মানুষ কখনো ভালোবাসে না, ভালোবাসতে পারে না। ভালোবাসতে হলে বোকা হতে হয়, পানির মতো সরল হতে হয়। চতুরতা দিয়ে মানুষকে বোক...
24/07/2025

চতুর মানুষ কখনো ভালোবাসে না, ভালোবাসতে পারে না। ভালোবাসতে হলে বোকা হতে হয়, পানির মতো সরল হতে হয়। চতুরতা দিয়ে মানুষকে বোকা বানানো যায়, মানুষকে ঠকানো যায়, তবে ভালোবাসা যায় না।

যারা ভালোবাসে, তারা নিজেকে উজাড় করে দিয়েই বাসে। নিজেকে ধরে বেঁধে রেখে যারা সম্পর্কে জড়ায়, তারা কখনো ভালোবাসতে কাছে আসে না। চতুরতা দিয়ে ভালোবাসার দৌড়ে দাপিয়ে বেড়ানো, আর ভালোবেসে কাছে এসে নিজেকে সঁপে দেয়ার মাঝে তফাত অনেক।

যাকে ভালোবাসা যায় তার সাথে চতুরতা, ভণ্ডামি, প্রতারণা, ছলনা করা যায় না। মনের অজান্তেই বেড়ে ওঠা অনুভূতি বাধ্য করে মানুষটার কাছে নিজেকে ক্ষুদ্র করে রাখতে। ভালোবাসলে সবকিছু উজার করেই বাসতে হয়। ভালোবাসা অল্প অল্প করে হয় না।

আপনি যাকে ভালোবাসেন, সে দেখতে যেমনই হোক, তা নিয়ে আপনার মধ্যে কোনো অনুশোচনা কিংবা আফসোস থাকে না। এমনকি মানুষটা যদি আপনাকে কষ্ট দেয়, তবুও আপনি তাকে ভালোবাসতে নিজেকে থামাতে পারেন না। কেননা ভালোবাসা মানুষকে বোকা হতে বাধ্য করে।

চতুরতা দিয়ে সম্পর্ক কিংবা ভালোবাসা হয় না। যা হয়, তা ভালোবাসা নয়, চতুরতা দিয়ে হয় বিজনেস। আর যেখানে লাভ-ক্ষতির হিসেব কষা হয়।

ভালোবাসা থেকেই অধিকারবোধের জন্ম।
যাকে ভালোবাসেন এবং যে আপনাকে ভালোবাসে, দুজন দু'জনার প্রতি অধিকার থাকে। আর সেই অধিকারবোধ থেকেই মানুষ নিজেকে উজাড় করে দেয়। সম্পর্ক ভেঙে গেলেও সেই ভালোবাসা থেকে যায় আমৃত্যু। আর তাই হয়তো রবী ঠাকুর বলেছেন, “ যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে! অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই! ”

✍️সংগৃহীত

এখন সময় হয়েছে  চুপ হওয়ারঅনেক বুঝিয়েছিঅনেক নত হয়েছিঅনেক কান্না করেছিতবে এখন আমি খুব ক্লান্তসংগৃহীত
23/07/2025

এখন সময় হয়েছে চুপ হওয়ার
অনেক বুঝিয়েছি
অনেক নত হয়েছি
অনেক কান্না করেছি
তবে এখন আমি খুব ক্লান্ত

সংগৃহীত

লাইফে কিছু কিছু  জায়গা ছাড়ার জন্য আমাদের অনেক কষ্ট  হয়,সমস্যা ফেস করতে হয়, ইভেন লাইফ খুব Hard মনে হয়।সেই জায়গাটায় থাকাটা...
23/07/2025

লাইফে কিছু কিছু জায়গা ছাড়ার জন্য আমাদের অনেক কষ্ট হয়,সমস্যা ফেস করতে হয়, ইভেন লাইফ খুব Hard মনে হয়।
সেই জায়গাটায় থাকাটা যদি এতটা দম বন্ধকর মনে হয়,বিষাক্ত মনে হয় বা অসম্ভব মনে হয়।
ছাড়ার কষ্ট থেকে থাকার কষ্ট টা যদি আপনার কাছে বেশি মনে হয়,
তাহলে সেই জায়গা টা ছেড়ে দেয়াটায় উত্তম।

সব মৃত্যু মেনে নেয়া যায় না!!
22/07/2025

সব মৃত্যু মেনে নেয়া যায় না!!

Eid Mubarak Sobai k❤️    #পোস্ট
10/04/2024

Eid Mubarak Sobai k❤️ #পোস্ট

05/04/2024

How to make Tasty Watermelon Juice!প্রাণ জুড়ানো তরমুজের শরবত|

Just three ingredients and quickly made in a blender, this Easy Watermelon Juice is super refreshing and hydrating. The perfect summer sip!
This is a very refreshing drink. The natural sugar in melon and the added salt, replace some of the electrolytes lost on a hot, sweaty day. It is very easy to make.
Chaat masala can be added to any fruit juice, but is especially good in slightly tart juices, like orange and grapefruit. If too tart, add a little sugar to taste.

Watermelon is full of antioxidants and anti-inflammatory properties. It’s high in vitamin C, vitamin A, and B vitamins.

Ingredients

Ingredients
2 cups watermelon
1 green chilli
Juice of half a lemon
Salt to taste
Sugar or sweetener, if melon is not sweet enough

Instructions
1 . Cut and de-seedand watermelon into pieces.
2. Blend with chat masala, lemon juice and salt.
3. Add sugar, if needed, and stir.
4. To chill, keep in a covered jar or bottles.
5. Serve chilled in tall glasses. You may wish to add a couple of ice cubes during blending.



Benefits of watermelon

Watermelon is one of the best thirst quenchers and can be an instant remedy to treat sunstroke & heat during summer. I

30/03/2024

রমজানে ইফতারে প্রাণ ঠান্ডা করা সাবুদানার সরবত / ডিজার্ট Sabudana Fruits Desserts | Ramadan Drinks | sabudana dessert recipes | Ramadan refreshing drinks

💠 Youtube Channel 👉 https://youtube.com/?si=WJaScOV5NeEqaJSk

ramadan special recipes, সাবুদানার ডেজার্ট রেসিপি, easy and quick recipes ,sabudana dessert recipes,sago dessert recipe, easy sago dessert,fruits dessert recipe ,ramadan special, সাবুদানার ডেজার্ট, সাবুদানার ডেজার্ট রেসিপি, iftar recipes bengali, drinks for ramadan, healthy drinks for ramadan, sabudana sharbat recipe, sabudana sharbat recipe, sabudana drinks, sabudana drink recipe ,tapioca drink recipe ,refreshing summer drink, refreshing drinks, শরবত রেসিপি, রমজান স্পেশাল রেসিপি, iftar drinks recipes, রমজানের ইফতার রেসিপি,dessert recipe bangla, dessert recipes easy at home, easy desserts recipes, easy desserts recipes,fruit custard recipe, fruit dessert, sabudana fruit dessert, sabudana fruit custard recipe, refreshing easy drinks, fruit custard recipe, faluda bangla recipe, Easy Sago dessert ,Fruit Dessert Recipe, Sabudana Drink Recipe,Ramazan Special Drink,Summer Drink Recipe,Refreshing Drink Recipe, dessert with sabudana, sago fruit dessert recipes, summer drink recipes, summer refreshing drinks recipes

Address

Cox's Bazar
Dhaka
4700

Alerts

Be the first to know and let us send you an email when কাব্য নীল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাব্য নীল:

Share