কাব্য নীল

কাব্য নীল জীবন একটাই😊
একটা বেইমান মানুষের জন্য নিজের ছোট্র জীবনকে অসুখী করে লাভ নেই।নিজের জন্য বাঁচুন।।
কাব্যনীল

আমরা আসলে কারো কাছে ঠকে যায় না!আমরা ঠকে যায় নিজের রাগ,জেদ,প্রত্যাশা,অতিরিক্ত আবেগ এর কাছে।একটা সম্পর্ক টিকে থাকে ভালবাসা...
18/09/2025

আমরা আসলে কারো কাছে ঠকে যায় না!
আমরা ঠকে যায় নিজের রাগ,জেদ,প্রত্যাশা,অতিরিক্ত আবেগ এর কাছে।একটা সম্পর্ক টিকে থাকে ভালবাসায়,যত্নে,বিশ্বাসে। কিন্তু সেই সম্পর্কের শুরুতে তেমন থাকলেও সময়ের আবর্তনে চাওয়া পাওয়ার হিসেব বেড়ে তুঙ্গে তুলি আমরা। একটা দিন মনে না রাগলে ঝগড়া,একটা কথা না মানলে ঝগড়া , ছোট্ট অপ্রাপ্তিতে ঝগড়া।
ভালবাসা ,যত্নের চেয়ে ঝগড়া বেশি,তোমার এই দোষ ঐ দোষ খোঁচাখুঁচি করা।ভালবাসা কি সেখানে থাকবে না পালাবে??
তখন যদি কেউ মুক্তি চায়,তখন তার নামই দেই ঠকানো।কেন?
অন্য মানুষের কাছে যে যায় , তার কাছে যা আছে ,তোমার কাছে তো তাই আছে। কেন ধরে রাখতে পারো না।
বেঁধে রাখার ক্ষমতা থাকতে হয়।রাগ ,জেদ, অতিরিক্ত প্রত্যাশা দিয়ে সম্পর্ক টিকে থাকে না।পাশে থাকা মানুষ টাকে বোঝ ,সে তোমার মধ্যে কি দেখতে চায় বোঝ।সব কিছু একটা মানুষের মধ্যে থাকে না ,তোমার প্রত্যাশা অনুযায়ী কিছু না হলেই মানুষ টাকে ভুল ভেবে নাও।তার যত্ন নাও ,বোঝাও ,আর যদি সে স্বভাব না তৈরি হয় নিজেকে বোঝাও।সব গুণ থাকে না সবার।ভালবাসার মানুষের যত্ন নাও। মানুষ টা তোমার সাথে থাকতে বাধ্য।

আপনি কাউকে খুব ভালোবাসেন ! কয়েকদিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে দেখা যাবে সে আপনার সাথে যোগাযোগের বিন্দু পরিমাণ চেষ্টাও কর...
18/09/2025

আপনি কাউকে খুব ভালোবাসেন ! কয়েকদিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে দেখা যাবে সে আপনার সাথে যোগাযোগের বিন্দু পরিমাণ চেষ্টাও করবে না, কিন্তু যখন আবার আপনি যোগাযোগ করবেন তখন সে এমন একটা ভাব করবে যেনো সে আপনাকে অনেক মিস করেছে! তখন আপনি ভাববেন যে সে হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু আসলে না!
আপনাকে সে মুখ ফুটে কখনও দুরে যেতে বলবে না আবার থেকে যেতেও বলবে না! এমন একটা ছাড়া ছাড়া ভাব করবে আপনি বুঝে উঠতেই পারবেন না যে সে আসলে কি চায়!
একতরফা আর দুইতরফা ছাড়াও একপ্রকার মিথ্যা অভিনয়ের ভালোবাসা হয়..
যেখানে আপনি ভালোবাসেন অপর মানুষটাও ঠিক আপনার সাথে এমন আচরণ করবে যেমন সেও আপনাকে ভালোবাসে!
যখন আপনি সরাসরি জিজ্ঞেস করবেন যে কেনো সে এরকম করে, তখন সে সেটার উত্তর এমন ভাবে দিবে যে আপনি নিজেকেই নিজে ভুল ভাবতে থাকবেন! ভাববেন যে আপনি নিজেই ভুল ভাবছেন, আপনার ধারণা ভুল!
সে আপনাকে একটা ঘোরের মধ্যে রাখবে সবসময়! এমন একটা ঘোর যেখানে আপনি প্রতি মূহুর্তে ভাবতে থাকবেন যে, সে কি ভালোবাসে নাকি ভালোবাসে না ?
আসলে সে আপনাকে ভালোবাসে না সেটা আপনিও বুঝেন! তবুও দুরে যেতে পারেন না! সেই মিথ্যা মায়া কাটিয়ে উঠতে পারেন না!
এটাকে ঠিক কি বলে তা আমার জানা নেই হয়তো কারোরই জানা নেই! এটাকে কোন সংজ্ঞায় ফেলা যায় না! না অবহেলার সংজ্ঞায় ফেলা যায়, না অগ্রাহ্যর সংজ্ঞায় !
এটা এমন একটা ফাঁদ,
যেখান থেকে সহজে বের হয়েও আসতে পারবেন না, আবার আঁকড়ে ধরে থাকতেও পারবেন না.......।।।।!!
ব্যাপারটা হচ্ছে এমন, সে আপনার চেয়ে বেটার কাউকে চাচ্ছে। বাট পাচ্ছেনা। তাই আপনাকে অপশনে রাখছে। কাউকে পেলে আপনাকে সোজাসোজি বলে দিবে। আর হয়তো সে আপনাকে ভালোবাসে না এটা বলে সে নিজেকে ছোট করতে চায় না। সে চাচ্ছে ব্রেকাপটা আপনি করেন। দোষটা আপনার ঘাড়েই চাপুক। সাপও মরল আর লাঠিও ভাঙ্গলোনা। ভালোবাসা নিয়ে কনফিউসড্ হবেন না কখনো। ভালোবাসা থাকলে সেটা টের পাওয়া যায়। সে থাকতে থাকতেই তার মায়া থেকে বের হয়ে আসুন। যাতে হুট করে সে চলে গেলে ধাক্কা সামলাতে পারেন।জীবন একটাই......
সংগৃহীত
কাব্যনীল
#পোস্ট #লেখা

💔😔💔
18/09/2025

💔😔💔

জীবন একটা ই!!! সেই জীবনকে উপভোগ করো।মিথ্যে মায়া ভালবাসায় শেষ করো না।কখন মৃত্যুর ডাক আসবে কেউ বলতে পারে না।।মানুষের সাথে ...
17/09/2025

জীবন একটা ই!!!
সেই জীবনকে উপভোগ করো।মিথ্যে মায়া ভালবাসায় শেষ করো না।কখন মৃত্যুর ডাক আসবে কেউ বলতে পারে না।।মানুষের সাথে ভালো আচরণ করো। মিথ্যে অহংকার করো না।ছাড় দাও ,ক্ষমা করো ,ধৈর্য্য ধরো, মহৎ হও,বিনয়ী হও।এগুলো সারাজীবন তোমার কাজে আসবে।।

কাব্যনীল

#পোস্ট

🌸🖤🌸সাবধান
17/09/2025

🌸🖤🌸সাবধান

মস্তিষ্কের চেয়ে বড় কবরস্থান আর কিছু নেই।নীরবে দাফন হয়ে যায় অসংখ্য স্বপ্ন, অসংখ্য শখ—কেউ জানতে পারে না।হাসি মুখের আড়ালে ল...
17/09/2025

মস্তিষ্কের চেয়ে বড় কবরস্থান আর কিছু নেই।
নীরবে দাফন হয়ে যায় অসংখ্য স্বপ্ন, অসংখ্য শখ—কেউ জানতে পারে না।

হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে ভাঙা মন।
প্রতিটি “আমি ভালো আছি”-এর ভেতরে চাপা পড়ে থাকে না বলা হাজারটা কথা।

মানুষ ভাবে আমরা শক্ত, অথচ ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাই।
জীবন মাঝে মাঝে এমন যুদ্ধে ফেলে দেয়,
যেখানে হেরে যাওয়া যেন একমাত্র শান্তি।

তবুও বেঁচে থাকি, ভালো থাকার চেষ্টা করি—
কারণ কিছু স্বপ্ন এখনো বেঁচে থাকে,
কিছু আশা এখনো দাফন হয়নি।

সংগৃহীত
কাব্যনীল
#পোস্ট #লেখা

তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই !!তুমি টের পেয়ে ছিলে, তুমি ভালো করেই বুঝে গিয়ে ছিলে, তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভা...
16/09/2025

তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই !!
তুমি টের পেয়ে ছিলে, তুমি ভালো করেই বুঝে গিয়ে ছিলে, তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেই পারি না, তুমি খুব ভালো ভাবেই বুঝে গিয়ে ছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা দায়।
তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই...

তাই তুমি দিনের পর দিন অ'ব'হে'লা করতে শুরু করলে, আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম তুমি তত অ'ব'হে'লা বাড়িয়ে দিলে, মা'ন'সি'ক ভাবে ক'ষ্ট দিতে শুরু করলে, তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে-- সম্পর্কটা বাঁ'চাতে দিনের পর দিন অ'ব'হে'লা, তু'চ্ছ'তা'চ্ছি'ল্য, মা'ন'সি'ক য'ন্ত্র'ণা সব নীরবে স'হ্য করে নিয়েছি।

কিন্তু না! এতো কিছুতেও তোমার আশ মিটলো না... তোমার মন ভরল না, তুমি দিনের পর দিন রং বদলাতেই থাকলে, খো'লসের পর খো'লস ছা'ড়তেই থাকলে, বার বার আমাকে ভে'ঙ্গে'চু'রে এ'কাকার করার পর আমার অ'শ্রুসিক্ত আখি দেখে তুমি পি'চা'শে'র হাসিতে মেতে উঠতে শুরু করলে।

আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম... তুমি হয়ত আমার ভাগ্যেই নেই, তবুও মাটি কা'মড়ে পরে ছিলাম, শুধুমাত্র "তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে"; কিন্তু তুমি তো থামবে না... তুমি তো থামতেই জানো না, আমার প্রতি তো তোমার ভালোবাসা-ই ছিলো না, যেটা ছিলো সেটা ভালো লাগা, সেটা মো'হ, তাই ভালো লাগা আর মো'হ কে'টে যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অ'মানুষ হয়ে গিয়ে ছিলে।

একদিন হঠৎ করেই তুমি নতুন কাউকে নিয়ে এলে, আমার চোখের সামনেই অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে, স'হ্য করতে পারছিলাম না, একদম স'হ্য করতে পারলাম না আর; সে মুহূর্তেই তোমাকে ছে'ড়ে দিয়ে ফিরে আসলাম, কারণ! সব কিছুর ভা'গ দেওয়া যায় কিন্তু স্বামীর ভা'গ কখনোই না, সব অ'ত্যা'চা'র স'হ্য করা যায় কিন্তু মা'ন'সি'ক অ'ত্যা'চা'র না, সব অ'প'মা'ন স'হ্য করা যায় কিন্তু নিজের অস্তিত্বের অ'প'মা'ন স'হ্য করা যায় না।

সব কিছু বি'স'র্জ'ন দিয়ে বাঁ'চা যায় কিন্তু ব্য'ক্তি'ত্ব বি'স'র্জ'ন দিয়ে বাঁ'চা যায় না, তাই তোমাকে নয় নিজেকেই নিজে মুক্তি দিলাম, মি'থ্যে বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম, "তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই" অনুভূতিটাকেই ভু'লে গেলাম।
সংগৃহীত
কাব্যনীল
#পোস্ট #লেখা

ভাগ্য টা খারাপ বলেই , সময় টা খারাপ যায়😔💔কাব্যনীল  #পোস্ট
16/09/2025

ভাগ্য টা খারাপ বলেই , সময় টা খারাপ যায়😔💔
কাব্যনীল
#পোস্ট

প্রশ্ন থেকে যায় মনে।💔💔
16/09/2025

প্রশ্ন থেকে যায় মনে।💔💔

যে মানুষ টা তোমাকে পাগলের মতো ভালবাসতো !! সে হঠাৎ করে বদলে যাচ্ছে তোমার প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে। কারণ খুঁজে পাচ্ছো না।...
15/09/2025

যে মানুষ টা তোমাকে পাগলের মতো ভালবাসতো !!

সে হঠাৎ করে বদলে যাচ্ছে তোমার প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে। কারণ খুঁজে পাচ্ছো না।ভাবছো অন্য কোথাও জড়িয়েছে।তোমার সাথে চিট করছে,ঠকাচ্ছ তোমায়।

একটা সময় ঐ মানুষ টা তোমাকে না দেখে থাকতে পারতো না , তোমার কথা না শুনলে অস্থির হয়ে যেতো।তবে কি পেয়ে গিয়েছে বলেই আর গুরুত্ব দিচ্ছে না!!

আসলে আমরা প্রত্যেকেই ভালবাসার কাঙাল। ভালবাসার মানুষ কে পাওয়ার পর তার প্রতি যত্ন ,সম্মান,আগ্রহ কমিয়ে ফেলি,ছাড় দেয়ার মন মানুষিকতা কমিয়ে ফেলি।যার কারণে দুজনের মধ্যে দূরত্ব হতে থাকে,দুজনের মধ্যে কোন একজনেরও যদি অন্য কোথার সে হারিয়ে যাওয়া ভালবাসা পায় তবে তার দিকে মুভ করবে।তখন বলি সে আমায় ঠকিয়েছে।
কিন্তু আসলেই মানুষ ভালবাসার কাঙাল। সম্পর্কের শেষ অবদি যদি দুইজন দুজনকে সম্মান যত্নের ঘাটতি না করে তাহলে সে সম্পর্ক সারাজীবন থাকবে।যখনই সম্পর্কে কোন একটার ঘাটতি দেখা দেয় ,তখনই সম্পর্কের ভাঙ্গন শুরু হয়।সম্পর্ক যত পুরাতন হয় চাহিদার পরিমান বেড়ে যায়,কেউ কাউকে ছাড় দেয় না,সম্পর্কে বোঝাপড়া থাকে না,যা থাকে তা মূলত তিক্ততা। এমন ভালবাসার মানুষ থেকে মানুষ মুক্তি চাইবে সেটাই স্বাভাবিক।ভালবাসার মানে টাই হলো ভালো থাকা,সেই ভালোবসাই যদি ভালো না থাকতে দেয় মানুষ তো মুক্তি চাইবেই!!🥲

তাই ভালবাসার মানুষ কে যত্ন করো,সম্মান করো,ছাড় দাও, সর্বোচ্চ ভালো রাখো, ভালবাসার মানুষ কখনোই ঠকাবে না,সারা দুনিয়ার সাথে লড়বে তোমার জন্য। ভালবাসার কমতি হতে দিও না।কমতি হলেই সেখানে অন্য কেউ জায়গা করে নিবে।ভালবাসার মানুষের ভিতর টা বুঝতে হয়।
যে সম্পর্কে চাহিদা কম ,যত্ন বেশি, সম্মান বেশি ১০০% সে সম্পর্কে সারাজীবনেও ভালবাসার ঘাটতি হবে না।
মানুষ বড্ড ভালবাসার কাঙাল 😊।ভালবাসায় ভালবাসা বেঁধে রাখে❤️❤️।

কাব্যনীল
#পোস্ট

❤️❤️
15/09/2025

❤️❤️

ভালবাসার মানুষ আর ভালো রাখার মানুষের মাঝে সবাই পার্থক্য করে।কিন্তু আমার মতে ভালবাসার মানুষ সর্বদা তার মানুষ টাকে ভালোই র...
15/09/2025

ভালবাসার মানুষ আর ভালো রাখার মানুষের মাঝে সবাই পার্থক্য করে।কিন্তু আমার মতে ভালবাসার মানুষ সর্বদা তার মানুষ টাকে ভালোই রাখবে।আর যদি ভালো না রাখতে পারে অথচ সে ভালো আছে তাহলে আর সেটা ভালবাসা তো হলো না!!
ভালবাসলে দুইজনকেই পুড়তে হয়।একজন পুড়বে আর একজনের গায়ে আঁচ পর্যন্ত লাগবে না তাতো হয় না।
ভালবাসা এতটাও সহজ না যতটা আমরা হরহামেশা দেখি।ভালবাসলে আগুনে পুড়তে হয়, ঝড়ের কবলে পড়তে হয় ,না হলে ভালবাসা খাঁটি হয় কিসে??
ভালবাসা এতটাও সহজ না।

কাব্যনীল
#পোস্ট

Address

Cox's Bazar
Dhaka
4700

Alerts

Be the first to know and let us send you an email when কাব্য নীল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাব্য নীল:

Share