18/09/2025
আমরা আসলে কারো কাছে ঠকে যায় না!
আমরা ঠকে যায় নিজের রাগ,জেদ,প্রত্যাশা,অতিরিক্ত আবেগ এর কাছে।একটা সম্পর্ক টিকে থাকে ভালবাসায়,যত্নে,বিশ্বাসে। কিন্তু সেই সম্পর্কের শুরুতে তেমন থাকলেও সময়ের আবর্তনে চাওয়া পাওয়ার হিসেব বেড়ে তুঙ্গে তুলি আমরা। একটা দিন মনে না রাগলে ঝগড়া,একটা কথা না মানলে ঝগড়া , ছোট্ট অপ্রাপ্তিতে ঝগড়া।
ভালবাসা ,যত্নের চেয়ে ঝগড়া বেশি,তোমার এই দোষ ঐ দোষ খোঁচাখুঁচি করা।ভালবাসা কি সেখানে থাকবে না পালাবে??
তখন যদি কেউ মুক্তি চায়,তখন তার নামই দেই ঠকানো।কেন?
অন্য মানুষের কাছে যে যায় , তার কাছে যা আছে ,তোমার কাছে তো তাই আছে। কেন ধরে রাখতে পারো না।
বেঁধে রাখার ক্ষমতা থাকতে হয়।রাগ ,জেদ, অতিরিক্ত প্রত্যাশা দিয়ে সম্পর্ক টিকে থাকে না।পাশে থাকা মানুষ টাকে বোঝ ,সে তোমার মধ্যে কি দেখতে চায় বোঝ।সব কিছু একটা মানুষের মধ্যে থাকে না ,তোমার প্রত্যাশা অনুযায়ী কিছু না হলেই মানুষ টাকে ভুল ভেবে নাও।তার যত্ন নাও ,বোঝাও ,আর যদি সে স্বভাব না তৈরি হয় নিজেকে বোঝাও।সব গুণ থাকে না সবার।ভালবাসার মানুষের যত্ন নাও। মানুষ টা তোমার সাথে থাকতে বাধ্য।