Abol Tabol Adda-আবোল তাবোল আড্ডা

Abol Tabol Adda-আবোল তাবোল আড্ডা Just For Fun.

22/11/2023

Best of Bengali Hits Mashup | Bangla New Mashup Song 2022 | Bengali Folk Song | Non-Stop Bengali Hits

Please subscribe to our channel and don't forget to put the bell icon for more videos. Like and share with your friends and family.

07/10/2023

Hindi Hits Mashup | Hindi New Mashup Song 2023 | Bollywood Song | Non-Stop Hindi Hits Song

Please subscribe to our channel and don't forget to put the bell icon for more videos. Like and share with your friends and family.

28/06/2023

গানঃ আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা
গানের দলঃ কিনার
কথা ও সুরঃ শাহ আব্দুল করিম

বন্ধুরে কই পাবো সখি গো
সখি আমারে বলো না
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো
সখি দিলাম ষোল আনা
আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

12/06/2023

গানঃ পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই
গানের দলঃ কিনার
কথা ও সুরঃ আবদুল লতিফ

পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই.....

ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুম জারি
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুম জারি
আমি পাই না জমিদারের দেখা
পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই
আমি তো সেই ঘরের মালিক নই

জমিদারের ইচ্ছামতো দেই না জমি চাষ
তাই তো ফসল ফলে না রে, দুঃখ ১২ মাস
জমিদারের ইচ্ছামতো দেই না জমি চাষ
তাই তো ফসল ফলে না রে, দুঃখ ১২ মাস
খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নিলাম
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নিলাম
আমি চলি যে তার মন জোগাইয়া
চলি যে তার মন জোগাইয়া, দাখিলায় মেলে না সই
আমি তো সেই ঘরের মালিক নই

10/06/2023

মন ভালা না রে তোর পিরিত ভালা না | Mon Bhala Na Re Tor | গানের দলঃ কিনার | কথা ও সুরঃ অনিমেষ রায়

ও মন ভালা না রে তোর
পিরিত ভালা না রে বন্ধু।।
তোর প্রেমে পাগল হইয়া হইলাম কুলহার।
হ্যাঁ গো মন ভালা না রে তোর
পিরিত ভালা না রে বন্ধু
মন ভালা না রে তোর
পিরিত ভালা না
তোর প্রেমে পাগল হইয়া
হইলাম কূলহারা
এ গো তোর প্রেমে পাগল হইয়া
হইলাম কূলহার
এ গো মন ভালা না রে তোর
পিরিত ভালা না রে বন্ধু
মন ভালা না রে তোর
পিরিত ভালা না
আগে কত কইতি কথা দেখাইতি স্বপন
ভাবিতাম তুই যে আমার
সব থেকে আপন

14/05/2023

Morar Kokile | মরার কোকিলে | বেবী নাজনীন | Lyric & Tune: Matal Razzak | FEBOAB Picnic 2022

18/03/2023

Tum Hi Ho Cover | FEBOAB Picnic 2022 | Aashiqui 2 | Arijit Singh | Abol Tabol Adda

Please Like to our Page and don't forget to share your friend for more videos. Like and share with your friends and family.

Hum Tere Bin Ab Reh Nehi Sakte
Tere Bina Kya Wajood Mera.

Hum Tere Bin Ab Reh Nehi Sakte
Tere Bina Kya Wajood Mera,
Tujhse Juda Gar Ho Jaayenge
Toh Khud Se Hi Ho Jaayenge Juda
Kyunki Tum Hi Ho
Ab Tum Hi Ho
Zindagi Ab Tum Hi Ho
Chain Bhi, Mera Dard Bhi,
Meri Aashiqui Ab Tum Hi Ho.

Tera Mera Rishta Hai Kaisa
Ek Pal Door Gawaara Nehi
Tere Liye Har Roz Hai Jeete
Tujh Ko Diya Mera Waqt Sabhi
Koi Lamha Mera Na Ho Tere Bina
Har Saans Pe Naam Tera
Kyunki Tum Hi Ho
Ab Tum Hi Ho
Zindagi Ab Tum Hi Ho
Chain Bhi, Mera Dard Bhi
Meri Aashiqui Ab Tum Hi Ho.

09/03/2023

চুমকি চলেছে একা পথে | Chumki Choleche | FEBOAB Picnic 2022 | Pantho Kanai | Old Bangla Hit Song

চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করো না সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরো ভাল
সুন্দরী চলেছে একা পথে

মুখেতে গালি
মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি কর
লাগে ভাল
আমাকে পাশে নিয়ে চল না
মিষ্টি করে তুমি বল না
তোমাকে যে আমি ভালবাসি

ও টাঙ্গাওয়ালী রাগ কর খালি
চাবুক রেখে আমার হাত ধর
সেই ভাল
একা একা এই পথে চলোনা
আর কারও নজরে পড়োনা
তাহলে যে মরে যাব আমি










19/02/2023

আমি যারে বাসি ভালো | মধু হই হই বিষ হাওয়াইলা | Folk Song | Oyshee | FEBOAB Picnic 2022 | শাহ আলম সরকার

আমি যারে বাসি ভালো

কাজলের চেয়েও কালো
আমি যারে বাসি ভালো
কাজলের চেয়েও কালো
হয় না বন্ধুর তুলনা

এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো
এত যে নিঠুর বন্ধু জানা ছিল না
দিলো না দিলো না, নিলো মন দিলো না
এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো
এত যে নিঠুর বন্ধু জানা ছিল না

মধু হই হই বিষ হাওয়াইলা
মধু হই হই বিষ হাওয়াইলা
হন হারনে ভালবাসার দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা
মধু হই হই বিষ হাওয়াইলা
মধু হই হই বিষ হাওয়াইলা
হন হারনে ভালবাসার দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা

আশা আঁচিল তোয়ারে লই
বাইন্দুম একখান সুখেরি ঘর
আশা আঁচিল তোয়ারে লই
বাইন্দুম একখান সুখেরি ঘর
সুখের বদলে দুক্কু দিলা
সুখের বদলে দুক্কু দিলা
হন হারনে ভালবাসার দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা

06/02/2023

NIZAMUDDIN AULIYA | নিজামউদ্দিন আউলিয়া | HASAN CHISTY BAUL | FEBOAB Picnic 2022

Please Follow to our Page for more videos. Like and share with your friends and family.

ধন্য.ধন্য.মেরা
ধন্য,ধন্য.মেরা
ধন্য ধন্য মেরা ছিলছিলা , এলো
দিল্লিতে নিজাম উদ্দিন আওলিয়া এলো
দিল্লিতে নিজাম উদ্দিন আওলিয়া
ধন্য ধন্য মেরা
ধন্য ধন্য মেরা ছিলছিলা এলো
দিল্লিতে নিজাম উদ্দিন আওলিয়া এলো
দিল্লিতে নিজাম উদ্দিন আওলিয়া

15/01/2023

বলতে চেয়ে মনে হয় | Bolte Bolte Cholte Cholte | Shafiq Tuhin | Imran Mahmudul | FEBOAB Picnic 2022

Please Follow to our Page for more videos. Like and share with your friends and family.

বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !

চলতে গিয়ে মনে হয়-
দূরত্ব কিছু নয়,
তোমারই কাছেই ফিরে আসি ।

তুমি-তুমি-তুমি শুধু এই মনের আনাচে কানাচে,
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা কখনো বাচে ?

বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !

মেঘের খামে আজ তোমার নামে-
উড়োচিঠি পাঠিয়ে দিলাম,
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখেছিলাম

ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে

বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !

মন অল্পতে- প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে,
ভুলত্রুটি-আবেগী খুনসুটি,
সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে

ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে...

বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !

চলতে গিয়ে মনে হয়-
দূরত্ব কিছু নয়,
তোমারই কাছেই ফিরে আসি ।

তুমি-তুমি-তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা কখনো বাচে ?

বলতে চেয়ে মনে হয়-
বলতে তবু দেয়না হৃদয়,
কতটা তোমায় ভালোবাসি !

23/12/2022

Super Crispy Dosa in Dhaka | ৬০ টাকায় সুপার ক্রিস্পি দোসা | Crispy Dosa | Bangladeshi Street Food

৬০ টাকায় সুপার ক্রিস্পি দোসা সাথে স্পাইসি নারিকেলের চাটনি, আলুর দম ও আমড়ার আচার 😋😋😋

Please Follow to our Page for more videos. Like and share with your friends and family.

26/11/2022

International Fire, Safety & Security Expo 2022 | ESSAB | Dhaka(Day 3)

24/11/2022

International Fire, Safety & Security Expo 2022 | ESSAB | Dhaka

17/11/2022

Tumi Ki Amar Hasi Mukher Abar Karon Hobe | তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে | আমরা ধানমন্ডি বাসী

Please subscribe to our channel and don't forget to put the bell icon for more videos. Like and share with your friends and family.

তুমি কি আমার হাসিমুখের,
আবার কারন হবে ?
তুমি কি আমার শত ভুলের,
আবার বারণ হবে ?

দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর
আর একটিবার দাও যদি
জল মোছার অধিকার

06/11/2022

Chere Jeyona (Oviman) | ছেড়ে যেওনা (অভিমান) | কথা ও সুর তানভীর ইভান | | আমরা ধানমন্ডি বাসী

Please Like to our Page for more videos. Like and share with your friends and family.

Address

68/A Indira Road
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Abol Tabol Adda-আবোল তাবোল আড্ডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category