Biswas BD

Biswas BD Biswas BD
(18)

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!২. ম্য...
25/08/2025

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!
২. ম্যাডাম, একটা কথা বলবো? অনেকদিন থেকে ভাবছি! কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর। কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে একদম পরী বানিয়েছে। এত্ত সুন্দর। জাস্ট অসাধারণ লাগে!
৩. মন খারাপ কেন ভাবী? ঝগড়া টগড়া করলো নাকি? আপনার মতো এ রকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না!
৪. একটা কথা বলি আপু! কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত্ত সুন্দর! কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না, আপনার কথাবার্তার স্টাইলও এরকম। টানা ২৪ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না!
৫. আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না, বলে দিচ্ছি। হুঁ! দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে ডাকবো আন্টি? না, আর না!
৬. একটা কথা বলবো? নীল শাড়ীতে আপনাকে দারুণ মানিয়েছে! না না, তেল দিচ্ছি না, সত্যি বলছি! সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে!
৭. জন্মদিনে এবার কি কি করলেন আপনারা?
আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত!!!!
কি যে বলেন! আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষ্যে এক সপ্তাহের ছুটি নিতাম! হাসবেন না, সিরিয়াসলি!

-----------------------------------------------

বিঃ দ্রঃ - অবিশ্বাস্য হলেও সত্য, কিছু কিছু মানুষ আছে, নিজের অফিসের কলিগ,পাশের বাসার ভাবী, কিংবা বন্ধুর বউ,পরিচিত আপু ম্যাডামদের সাথে এভাবেই কথা বলে। আপাতদৃষ্টিতে এগুলো "জাস্ট প্রশংসাবাক্য"। এর গভীরে যে কত বড় লাম্পট্য, আর অসৎ কামনা লুকিয়ে আছে, খেয়াল না করলে বুঝার উপায় নেই। যারা এগুলো করে, এরা কিন্তু ফাঁদে ফেলবার জন্যেই করে! এদের স্বভাবই হলো ফ্লার্ট করে নিজের বশে আনা!
খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্লার্ট করে। সে সংখ্যাটাও কম না!! যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনাও করেন নি। মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তুু স্বামীকে অনেক ভালোবাসেন। পর পুরুষের মুখে নিজের এত্ত সুন্দর প্রশংসা শুনে, "আমি হলে পায়ের কাছে পড়ে থাকতাম" কথাটা শুনে সেই মহিলাও ভাবেন, এই স্বামী আমাকে বঞ্চিত করছে, নিশ্চয়ই আমি আরও ভালো কিছু আশা করি!
যে মহিলা একটা সুখের সংসারে আছেন, বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী ব্যাস্ততার মাঝে কোনো কিছুর অভাবই বোধ করেন না, সে মহিলাও যখন বাইরের কারো কাছে নিজের কপালের তিলের এত্ত প্রশংসা শুনেন তখন তার মনে হতে পারে, "ওর সাথে এত্তদিন সংসার করলাম, ও তো একটা দিনের জন্যেও এভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না!" নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের প্রশংসা শুনে মহিলা, বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন। ভাবতে থাকেন, হ্যাঁ, আমি তো সুন্দরই। আর ওই পুরুষটাই আমার এ সৌন্দর্যের মূল্যায়ন করলো!
হ্যা, এভাবেই শুরু হয় দাম্পত্য কলহ যা পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক বা পরকীয়া বা ঘর ভাংগার মত ক্ষতির কাজ। তথা কথিত একটা "ইনোসেন্ট প্রশংসা"ই ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে, একটা পরিবারকে! এটা ভাবার কোনো কারণ নাই যে, যারা "ভাবী" টার প্রশংসা করছে, এরা "ফ্রি মাইন্ড" এ ইনোসেন্ট মন নিয়ে করছে! নাহ, এরা অবশ্যই অবশ্যই অবশ্যই কুমতলব নিয়েই প্রশংসা করে!! যদি জীবনে সুখী হতে চান, কারো হালকা প্রশংসায় গলে যাবেন না। বরং এদের এড়িয়ে চলুন। প্রশংসা শুনতে সবারই ভাল লাগে। এভোয়েড না করলে, ধীরে ধীরে এদের ফাঁদে একদিন পড়বেনই। তাই 🐕কুকুর হইতে সাবধান।
©

'জেদ' একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে প...
22/08/2025

'জেদ' একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে।

আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।

টাকা নিয়ে খোটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।

সকল মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জেদ। 'আমিও করতে পারি', এটা প্রমাণ করার জেদ।

পজেটিভ জিনিসটা কয়জনের মধ্যেই থাকে...🙂

ক্যারিয়ার তৈরী করতে ব্যর্থ। যোগ্য ছেলে হয়ে উঠতে পারার ক্ষেত্রে ব্যর্থ। নিজের শরীরিক আকার আকৃতিও ঠিক রাখতে পারোনি। প্রত...
22/08/2025

ক্যারিয়ার তৈরী করতে ব্যর্থ। যোগ্য ছেলে হয়ে উঠতে পারার ক্ষেত্রে ব্যর্থ। নিজের শরীরিক আকার আকৃতিও ঠিক রাখতে পারোনি। প্রতিটা ছোটখাটো বিষয় দুশ্চিন্তা করো। যাদের নিজের বলে ভাবতে, তারা একে একে সবাই ছেড়ে গেছে। কোথাও সেভাবে সম্মান, ভালোবাসা পাও না। যাকে ভালোবাসতে, সেও তোমাকে যোগ্য মনে করেনি। জীবনের সবকিছুর থেকেই প্রায় আগ্রহ হারিয়ে ফেলেছো। কোথায় যাবে, কি করবে কিছুই স্পষ্ট নয়। তোমার মনে হচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে, আর সেভাবে কিছু করে ওঠা যাবে না। ঘরের ভেতর চুপচাপ পড়ে থাকাতেই কিছুটা শান্তি খুঁজে পাও।
ওপরের সবকটা বা কয়েকটা যদি তোমার সঙ্গে হয়ে থাকে, তাহলে নিজের সম্পর্কে একেবারেই ঠিক ভাবছো। তোমার দ্বারা কিছু হবার নয়। সম্ভবই না। কোনোভাবেই না।
কাট টু: আর নাহলে যদি পরিস্থিতি বদলাতে চাও, বসে বসে মার না খেয়ে, সবকিছু ছিনিয়ে নিতে শেখো। নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও। ঘাড় নীচু করে পরিশ্রম করো। একটা পথেই অন্ধের মতো টিকে থেকো না। কোনো কোনো পথে নিজের সম্ভাবনাকে খতিয়ে দেখতে পারো, সেই সমস্ত পথ আবিষ্কার করো। কষ্ট হবে, যন্ত্রণা হবে, একদম ভালো লাগবে না। কিন্তু মনে রেখো, জীবনে কড়া ওষুধ তোমায় খেতেই হবে। কেউ এসে তোমায় চামচে করে দুর্দান্ত একটা জীবন উপহার দিয়ে যাবে না। আজ অব্দি তুমি অনেককিছুই পারো নি মানে আজ পর্যন্ত পেরে যেতে যেটা লাগে, সেই অব্দি পৌঁছাতেই পারোনি তুমি। লজ্জা লাগে না নিজেকে এভাবে পড়ে পড়ে মার খেতে দেখে! বাইরেটা দেখো, দুনিয়া ক্রমশ এগিয়ে চলেছে। তোমার থেকেও যারা দূর্বল ছিল কখনো, জাস্ট পরিশ্রমের জোরে তারাও নিজেদের জন্য একটা সম্মানজনক জায়গা তৈরী করে নিতে পেরেছে নিজেদের জন্য। আর তুমি বসে বসে হতাশা বিলাস করছো! গায়ে অস্বস্তি হয়না এই জীবনটা নিয়ে! মনে হয়না অনেক হলো এবার কিছু করতেই হবে!
নিজেকে দূর্বল ভেবে বসে থাকলে কেউ তোমার সাহায্যে উঠে আসবে না। নিজেকে ভাঙো। নতুন স্কিল শেখো। একটু একটু করে উন্নতি করো। ভালো লাগুক না লাগুক, অবিরাম লেগে থাকো। আর শোনো, যে বয়সেই থাকো না কেন, আজই যদি নিজেকে না বদলাতে শুরু করো, জীবনকে ইতিবাচক দৃষ্টিতে না দেখতে শুরু করো, এই হতাশার উপলব্ধি যেটা আজ করছো না, আগামী দশ বছর পরেও করবে, আর সম্ভাবনা আছে পুরো জীবনই করবে।
তাই ওঠো। নিজেকে জেনুইন একটা ঝাঁকুনি দাও। দেখো, এতগুলো বছর ধরে কি মারাত্মক ক্ষতিটা তুমি নিজের সাথে করে এসেছো। এসব আর করা যাবে না। নিজের আত্মসম্মান, মর্যাদা, সাফল্য সবকিছু অর্জন করতে হবে এবার। সবকিছু। আর তুমি পারবেও। বিশ্বাস রাখো আর লেগে থাকো। কারণ তুমি না বদলালে, তোমার পরিস্থিতি কোনোদিন বদলাবে না। তোমার বর্তমান পরিস্থিতিটা তোমার এখনকার অবস্থা মাত্র, ভবিষ্যতের বাস্তবতা নয়, মানুষ চেষ্টা করলে সব হয়।
লেগে থাকো। জেদে থাকো।
゚ #বাস্তবগল্প

পুরুষ যত্নে আটকায়, নিয়ন্ত্রণে নয়মানুষের সম্পর্কের মূলে থাকে ভালোবাসা, আস্থা এবং যত্ন। কিন্তু সম্পর্ক যখন অতিরিক্ত নিয়ন্ত...
19/08/2025

পুরুষ যত্নে আটকায়, নিয়ন্ত্রণে নয়

মানুষের সম্পর্কের মূলে থাকে ভালোবাসা, আস্থা এবং যত্ন। কিন্তু সম্পর্ক যখন অতিরিক্ত নিয়ন্ত্রণে পরিণত হয়, তখন তা স্বাধীনতার উপর হস্তক্ষেপ তৈরি করে এবং ধীরে ধীরে দূরত্ব তৈরি করে দেয়। বিশেষত পুরুষরা সম্পর্কের মধ্যে যত্নকে স্বাগত জানায়, কিন্তু নিয়ন্ত্রণকে অপছন্দ করে। কারণ যত্ন তাদের মধ্যে নিরাপত্তা ও শ্রদ্ধার অনুভূতি তৈরি করে, আর নিয়ন্ত্রণ তৈরি করে বিরক্তি ও বিদ্রোহ। এই বিষয়টি নিয়ে বিশ্বের নানা প্রান্তে গবেষণা হয়েছে, যা স্পষ্টভাবে দেখায়—পুরুষের আবেগ ধরে রাখার আসল উপায় হলো যত্ন, নিয়ন্ত্রণ নয়।

গবেষণার আলোকে পুরুষের মনস্তত্ত্ব

হার্ভার্ড ইউনিভার্সিটির (2019) একটি গবেষণা দেখায়, সম্পর্কের স্থায়িত্বের ক্ষেত্রে পারস্পরিক যত্ন ও সমর্থন ৭৩% ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে, যেখানে নিয়ন্ত্রণমূলক আচরণ কেবল ২১% ক্ষেত্রে সম্পর্ক ধরে রাখতে সক্ষম হয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামাজিক মনোবিজ্ঞান বিভাগ (2021) বলছে, পুরুষরা যেসব সম্পর্কে মানসিক নিরাপত্তা, শ্রদ্ধা ও ব্যক্তিগত স্বাধীনতা পান, সেখানে তাদের আস্থা ও ভালোবাসা অনেক বেশি স্থায়ী হয়।

ভারতের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের একটি সমীক্ষা (2020) অনুযায়ী, যেসব দম্পতির সম্পর্কে স্ত্রী বেশি সহানুভূতিশীল ও সমর্থনশীল, সেই সম্পর্কে পুরুষের অবদান, দায়িত্ববোধ ও মানসিক স্থিরতা ৬৫% বেশি দেখা গেছে, তুলনায় যেসব সম্পর্কে অতিরিক্ত নিয়ন্ত্রণ ছিল।

কেন পুরুষ যত্নে থাকে, নিয়ন্ত্রণে নয়

যত্ন নিরাপত্তা দেয়: যত্ন মানে হলো সঙ্গীর সুখ-দুঃখে পাশে থাকা, যা পুরুষকে মানসিকভাবে যুক্ত রাখে।

নিয়ন্ত্রণ স্বাধীনতা কেড়ে নেয়: পুরুষের ব্যক্তিগত সিদ্ধান্তে অতিরিক্ত হস্তক্ষেপ তাদের মনে বিরক্তি ও অবিশ্বাস তৈরি করে।

যত্ন আস্থা গড়ে তোলে: আস্থার ওপর দাঁড়িয়ে সম্পর্কের ভিত্তি দৃঢ় হয়।

নিয়ন্ত্রণ বিরোধ তৈরি করে: নিয়ন্ত্রণমূলক আচরণে ছোটখাটো বিষয় থেকেও বড় ঝগড়া শুরু হয়।

বাস্তব জীবনের প্রেক্ষাপট
বাংলাদেশ ও ভারতীয় সমাজে অনেক সময় স্ত্রী বা সঙ্গীরা মনে করেন, সঙ্গীকে নিয়ন্ত্রণ করলেই সে সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকবে। কিন্তু বাস্তবে দেখা গেছে, নিয়ন্ত্রণ পুরুষকে মানসিকভাবে দূরে সরিয়ে দেয়। উদাহরণস্বরূপ, একাধিক সামাজিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, পুরুষ যখন নিজের মতামত ও সিদ্ধান্তের জায়গা পায়, তখন সে সম্পর্কে আরও বেশি নিবেদিত হয়।

সমাধান ও করণীয়

সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন এবং স্বাধীনতা দিন।

নিয়ন্ত্রণ নয়, বরং বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত নিন।

সমস্যায় একে অপরকে দোষারোপ না করে সমাধানের পথ খুঁজুন।

ছোট সাফল্য ও প্রচেষ্টাকে স্বীকৃতি দিন।

আবেগী সমর্থন ও মানসিক যত্নকে প্রাধান্য দিন।

পুরুষকে ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো তার প্রতি যত্ন, সম্মান ও বিশ্বাস প্রদর্শন করা। নিয়ন্ত্রণ হয়তো মুহূর্তের জন্য তাকে থামিয়ে রাখতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সম্পর্ক নষ্ট করে দেয়। তাই, সম্পর্ককে সুন্দর ও স্থায়ী করতে চাইলে যত্ন দিন, নিয়ন্ত্রণ নয়—কারণ পুরুষ আটকায় যত্নে, নিয়ন্ত্রণে নয়।

#পরিবার #স্বামীস্ত্রী #সুখেরসংসার #সুখীপরিবার #জীবন #জীবনেরস্বাদ #জীবনযাপন #লাইফস্টাইল #জীবনভাবনা

এই জিনিসগুলো গোপন রাখুন — নাহলে…জীবন বরবাদ হতে বাধ্য ! ১. নিজের পরিকল্পনা গোপন রাখুনসবাই চায় না আপনি সফল হোন। অনেকেই মুখ...
19/08/2025

এই জিনিসগুলো গোপন রাখুন — নাহলে…জীবন বরবাদ হতে বাধ্য !

১. নিজের পরিকল্পনা গোপন রাখুন
সবাই চায় না আপনি সফল হোন। অনেকেই মুখে হাসে, মনে পুড়ে।

২. ভ্রমণের খবর না জানিয়ে ঘুরুন
আপনার চলাফেরার উপর নজর রাখে এমন অনেকে আছে, যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত।

৩. জীবনসঙ্গী বেছে নিন চুপচাপে
জানালেই হস্তক্ষেপ, হিংসা আর বিশৃঙ্খলা শুরু হয়।

৪. আয় রোজগার গোপন রাখুন
অন্যথায় মানুষ আপনাকে ব্যবহার করবে — সাহায্য নয়, সুযোগ খুঁজবে।

৫. নিজের সুখ গোপন রাখুন
সবাই আপনার হাসিমুখ দেখলেও, মন থেকে আনন্দ দেখে না — বরং নজর দেয় খারাপটা।

৬. স্বপ্ন পূরণের আগে তা প্রচার করবেন না
যতো বেশি বলবেন, তত বেশি বাধা আসবে। নীরব থেকে কাজ করলেই হবেন বিস্ময়ের মানুষ।

৭. নিজেকে নিয়ে বিশ্বাস রাখুন, শান্ত থাকুন
সবাইকে বোঝানোর দরকার নেই, সময়ই একদিন প্রমাণ দেবে আপনি কে।

৮. যে কোনো শারীরিক সমস্যায় প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করুন,যার পার্শ্ব প্রতিক্রিয়া নাই ।

- সংগৃহীত;

, , , ., , ....

Shout out to my newest followers! Excited to have you onboard! Amit Das, Mani Das
13/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Amit Das, Mani Das

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা, আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন !চলুন একসাথে জেনে নিই !💐 ১. কেউ কেউ পেটের উপর ...
13/07/2025

ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা, আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন !
চলুন একসাথে জেনে নিই !
💐 ১. কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।
💐 ২. কেউ কেউ পিঠের উপর শুয়ে ঘুমান।
💐 ৩. কেউ কেউ বাম কাত হয়ে ঘুমান।
💐 ৪. কেউ কেউ ডান কাত হয়ে ঘুমান।
১. পেটের উপর ঘুমানো:
এই অবস্থায় ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারণ দেহের ওজন এবং হাড়ের কাঠামো ফুসফুসের উপর চাপ ফেলে।
👈 তাই, পেটের উপর ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।
৩. বাম কাত হয়ে ঘুমানো:
সাধারণভাবে খাবার হজম হতে ২ থেকে ৪ ঘণ্টা সময় লাগে।
কিন্তু বাম কাত হয়ে ঘুমালে হজম হতে লাগে ৫ থেকে ৮ ঘণ্টা, কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা হৃদয় এবং যকৃৎকে চাপ দেয়।
ফলে যকৃৎ, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গ, সঠিকভাবে কাজ করতে পারে না এবং অস্বস্তি তৈরি হয়।
👈 অতএব, বাম কাত হয়ে ঘুমানোও স্বাস্থ্যসম্মত নয়।
৪. ডান কাত হয়ে ঘুমানো:
ডান কাত হলে, বাম ফুসফুস যেহেতু ছোট ও হালকা, তাই চাপ কম পড়ে।
আর যকৃৎ শরীরের নিচে স্থির হয়ে থাকে, ফলে হজম দ্রুত হয়।
💐 তাই, এটাই ঘুমানোর সবচেয়ে উত্তম উপায়—স্বস্তিদায়ক এবং উপকারী।
হাদীস দ্বারা প্রমাণ:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন তুমি শোবার যায়, তখন নামাযের ওযু করো, তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ো এবং বলো:
اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ...”
📖 সহীহ বুখারী ও মুসলিম (মত:আলাইহি)
প্রাচীন বাণী:
পিঠের উপর ঘুমানো: রাজাদের ঘুম
পেটের উপর ঘুমানো: শয়তানের ঘুম
বাম কাত হয়ে ঘুমানো: ধনীদের ঘুম (অতিরিক্ত খাওয়ার কারণে)
ডান কাত হয়ে ঘুমানো: পরহেযগার ও আলেমদের ঘুম
🌟 আর এটি-ই ছিল রাসূলুল্লাহ ﷺ -এর ঘুমানোর ভঙ্গি।
📚 এই কল্যাণকর জ্ঞান ছড়িয়ে দিন, কারণ কল্যাণের দিকনির্দেশক তার কার্যসম্পাদনকারীর মতোই পুরস্কার পাবেন।
🕋🤲 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মদ !

🌺কপি পোস্ট 🌺

🖤 "হাসির আড়ালে কিছু গল্প থাকে…" 🖤চোখে যেন জ্বলছে হাজার রাতের জ্বালা,তবুও ঠোঁটে লেগে আছে এক নিঃসঙ্গ অথচ বিজয়ী হাসি।ধোঁয়ার...
10/07/2025

🖤 "হাসির আড়ালে কিছু গল্প থাকে…" 🖤

চোখে যেন জ্বলছে হাজার রাতের জ্বালা,
তবুও ঠোঁটে লেগে আছে এক নিঃসঙ্গ অথচ বিজয়ী হাসি।
ধোঁয়ার আড়ালে হারিয়ে ফেলা স্বপ্নগুলো ফিরে আসে,
হয়তো জীবনের কষ্টগুলো এখন শুধুই এক হাসির খেলা।
সে হাসে, যেন দুনিয়ার সব ব্যর্থতা তুচ্ছ করে দিয়েছে…
কারণ এই পৃথিবী তাকে যতই ভাঙতে চায়, সে ততই দাঁড়ায়!

🖤 হাসির মুখোশে কিছু গল্প থাকে 🖤

কালো ছায়ায় ঢেকে আছে মুখ,
হাসছে সে—জানি না কেন এত সুখ।
চোখ লাল, জ্বলছে ক্ষোভের আগুন,
তবু ঠোঁটে জমে আছে কৃত্রিম ফাগুন।

সিগারেটের ধোঁয়া আকাশে ভাসে,
মনের দহন কেউ কি তা জানে?
হাসির আড়ালে চাপা অনেক কান্না,
সে তো কেবল নিজের ছায়াটাই চেনে।

জীবন যতই দংশন করে রাত্রে,
সে হাঁসে—হাসে নিজেরই বিপরীতে।
ভাঙা স্বপ্ন, ভেঙে ফেলা আশা,
তার হাসি যেন নিঃশব্দ প্রতিশোধের ভাষা।

তুমি যদি ভাবো, সে পাগল কোনো,
তবে ভুলে....গেছো ব্যথা চেপে রাখা কোনো বীরও হতে পারে সে জন!

😏 “হাসি যখন অতিরিক্ত হয়…” 😏

হাসছে ভায়া, দাঁত সব বের,
চোখে আগুন—কিন্তু মুখে ফের।
হাতেতে সিগারেট, ভাব যেন রাজা,
মুখে বলবে “ভাই, লাইফটা তো মাজা!”

পাশে বসলে কপাল খারাপ,
হাসতে হাসতে দিবে তোমায় ঝাঁকুনি চাপ।
চোখে লাল রঙ—নাইট ডিউটি শেষ,
বলবে, “ভাই, ভাবছো?
আমি কি দানব অথবা ফ্রেশ?”

এই হাসির পেছনে লুকিয়ে আছে কৌশল,
বউ ফোনে ধরেছে—এখন চলছে
"অনুশীলন" চল!
বন্ধুর টাকা ফেরত নাই,
তবু বলে, “চিন্তা কইরো না ভাই!”

হাসি দিয়ে সে ঢাকে সব ব্যথা,
আসলে ওটাই ওর বেঁচে থাকার পথটা।
তাই যদি হাসতে দেখো হঠাৎ করে,ভাবো
"ভাই কিছু একটা গণ্ডগোল আছে রে!"

🌑 “হাসির আড়ালে” 🌑

মুখে হাসি, চোখে লাল ছায়া,
এই কি তবে জীবনের মধুর মায়া?
হাসে সে, যেন কিছুই হারায়নি,
আসলে ভেতরে সবই ভেঙে গেছে—কেউ তা জানে না যেন।

ধোঁয়ার কুয়াশায় ঢেকে রাখে ভয়,
সব প্রশ্নের উত্তর যেন “ঠিক আছি ভাই”।
কেউ ভাবে, ওর জীবনটা মজা,
কেউ বোঝে না—ওর ভেতরটা বাজে সাঁজা।

দিন শেষে আয়নায় তাকিয়ে বলে,
“আমি কি মানুষ, নাকি এক হাঁসো কৌতুকের ছলে?”
হাসির পেছনে জমে থাকা ব্যথার পাহাড়,
সে গায়—কেউ শুনুক বা না শুনুক, হৃদয়ের সুরের তান।

এই ছবি শুধু এক মুখ নয়,
এ এক গল্প—যেখানে বেঁচে থাকাই অনেক বড় জয়।

🖤 “হাসি মানেই সুখ না!” 🖤

হাসছে সে—চোখ লাল, মুখে প্রশস্ত হাসি,
হাতের সিগারেটটাও যেন বলে দিচ্ছে,
জীবনটা হালকা না, ভাই!

অনেকে হাসি দেখেই ভাবে,
এই মানুষটার জীবন বুঝি একদম ঝামেলা-মুক্ত।
কিন্তু কেউ জানে না—এই হাসির আড়ালে লুকিয়ে আছে
অগণিত রাতের না বলা গল্প, চাপা কষ্ট আর ব্যর্থতার পাহাড়।

মুখে হাসি, চোখে লাল ছায়া,
এই কি তবে জীবনের মধুর মায়া?
ধোঁয়ার কুয়াশায় ঢেকে রাখে ভয়,
সব প্রশ্নের উত্তর যেন—“ঠিক আছি ভাই”।

তাকে দেখে হাসি পেলেও,
মনে রেখো—হাসি সব সময় সুখের নয়।
কারও কারও হাসি কেবল বেঁচে থাকার একমাত্র উপায়!

👉 আপনিও কি এমন কাউকে চেনেন?
কমেন্টে জানাতে পারেন…

#জীবনেরছবি #হাসিরআড়ালে #জীবনেরগল্প #ফেসবুকভাবনা #শোজিমরিমোতো ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ

"মনের জঙ্গল"ঘন কুয়াশায় ভরা এক প্রভাতে, নিজেরই ছায়ার মধ্যে এক নারী হাঁটছে। তার চারপাশে গাছপালা, সূর্যের আলো, ঝলমলে ছোট ছো...
10/07/2025

"মনের জঙ্গল"

ঘন কুয়াশায় ভরা এক প্রভাতে, নিজেরই ছায়ার মধ্যে এক নারী হাঁটছে। তার চারপাশে গাছপালা, সূর্যের আলো, ঝলমলে ছোট ছোট আলোর বিন্দু – সব যেন কোনও স্বপ্নের জগত। কিন্তু এই দৃশ্য শুধু প্রকৃতির নয়, এটি একটি হৃদয়ের ভিতরের জগৎ — এক পুরুষের অন্তর্গত স্মৃতি ও অনুভূতির প্রতিচ্ছবি।

এই পুরুষ একসময় ভালোবেসেছিল এক মেয়েকে। মেয়েটি তার জীবনে আলোর মতো এসেছিল, সবকিছু উজ্জ্বল করে দিয়েছিল। তার হাসি, উপস্থিতি আর নীরবতা – সবকিছু গেঁথে গিয়েছিল তার হৃদয়ের গভীর কোনে।
কিন্তু সেই সম্পর্কটা আর টেকেনি।

সময় পেরিয়ে গেছে, মানুষ বদলে গেছে, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে ঠিক আগের মতো — জীবন্ত, স্পষ্ট এবং চিরন্তন। প্রতিটি গাছ যেন তাদের একসাথে কাটানো মুহূর্তগুলোর প্রতীক। সূর্যের আলো যেন মেয়েটির চোখের উজ্জ্বলতা। আর ছোট ছোট আলোগুলো? সেগুলো তাদের কথাবার্তা, না বলা ভালোবাসা, না পাওয়া প্রতিশ্রুতি।

নারীটি সেই জঙ্গলের পথে হেঁটে চলেছে — একদম তার হৃদয়ের ভেতরে, স্মৃতির জগতে। সে হয়তো আর বাস্তবে নেই, কিন্তু মনে, মস্তিষ্কে, আত্মায় — সে রয়ে গেছে চিরদিনের জন্য।

পুরুষটি আর কখনও সেই পথ ধরে হাঁটেনি। কিন্তু যখন সে চোখ বন্ধ করে, তখন ঠিক এই ছবির মতো — সে সেই জঙ্গল দেখে, সেই মেয়েকে দেখে, সেই আলোয় ভিজে যায়।
---
বার্তা:
স্মৃতি কখনও হারিয়ে যায় না। কেউ চলে গেলেও, তাদের ছায়া থেকে যায় মনের গভীরে, যেখানে তারা চিরকাল হাঁটে — আলো, কুয়াশা আর অনুভূতির মাঝামাঝি এক নিরব জগতে।
---
সংগৃহিত ছবি ও লেখা।

🌙✨ শুভ রাত্রি ✨🌙"রাতের গভীরতা হোক শান্তির,চাঁদের আলো ছুঁয়ে যাক হৃদয়।ঘুম হোক মিষ্টি স্বপ্নে ভরা,শুভ রাত্রি প্রিয়—তোমার...
18/06/2025

🌙✨ শুভ রাত্রি ✨🌙

"রাতের গভীরতা হোক শান্তির,
চাঁদের আলো ছুঁয়ে যাক হৃদয়।
ঘুম হোক মিষ্টি স্বপ্নে ভরা,
শুভ রাত্রি প্রিয়—
তোমার জন্য স্নিগ্ধ ভালোবাসা।"
---
1. 🌌 "নীরব রাত বলে যায় হাজার গল্প, তোমার ঘুম হোক স্নিগ্ধ ও শান্তিময়। শুভ রাত্রি!"
2. 🌟 "তোমার স্বপ্নে আসুক চাঁদ, তারা আর ভালোবাসা… চোখ বুজে নাও একটুখানি শান্তি। শুভ রাত্রি।"
3. 🌙 "রাতের এই নিস্তব্ধতা হোক তোমার জন্য প্রশান্তির আশীর্বাদ। শুভ রাত্রি প্রিয়!"
4. 💫 "দিনের শেষে মনটা যদি শান্তি চায়, তবে বলি—শুভ রাত্রি, স্বপ্ন জয় হোক তোমার!"
---
"চোখ বুজে ঘুমাও, মন খুলে স্বপ্ন দেখো—শুভ রাত্রি।" 💤🌠

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ #শোজিমরিমোতো

"কাশফুলের মতো হোক জীবন—সাদা, সরল, আর প্রশান্তিতে ভরা।"শরতের এক শান্ত বিকেল। রোদটা তখন নরম হয়ে এসেছে।রিমি আর তার দাদু হেঁ...
18/06/2025

"কাশফুলের মতো হোক জীবন—সাদা, সরল, আর প্রশান্তিতে ভরা।"

শরতের এক শান্ত বিকেল। রোদটা তখন নরম হয়ে এসেছে।
রিমি আর তার দাদু হেঁটে যাচ্ছে গ্রামের পাশের কাশবনের পথে।
কাশফুলগুলো দুলছে হালকা বাতাসে, যেন সাদা সাদা স্বপ্নেরা ডানা মেলে নাচছে।

দাদু হঠাৎ থেমে বললেন,
— "জানিস রিমি, এই কাশফুলগুলো আমার ভালোবাসার সাক্ষী। তোর দিদিমার সাথে প্রথম দেখা হয়েছিল এই বনের পাশেই।"
রিমি মুগ্ধ হয়ে বলল,
— "তাহলে দিদিমা তো কাশফুলের মতোই ছিলেন, তাই না দাদু?"
দাদু হেসে মাথা নেড়ে বললেন,
— "হ্যাঁ, একদম কাশফুলের মতো—শুভ্র, শান্ত, আর নির্ভেজাল ভালোবাসায় ভরা।"

কাশফুলের নরম ছোঁয়ায় ভিজে গেল রিমির মন। সে বুঝল, প্রকৃতির মধ্যে কতটুকু গল্প, স্মৃতি আর ভালোবাসা লুকিয়ে থাকে!

゚viralシypシ゚viralシhtag Solyman.4 February Borbor Sad Story BUDZ Brothers MD Shoriful Aparna Mitra Toufiq Ahmed Sabbir তন্দ্রাবতী বুটিক্স Tintin Suhaestin Suhaestin Abdul Mannan Rana Bilti Mahato FaimA KabiR তোমার বন্ধু ভাই Bhula Ekuphangweni Musa Abul kalam Johnlove Mulay রোজির রান্না ঘর

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Marilou Junio, Md Nahid Hasan, Bappy Dew...
18/06/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Marilou Junio, Md Nahid Hasan, Bappy Dewan, Sonia Glow, Shaalom Ahmad

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Biswas BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share