Mim's Daily vlog

Mim's Daily vlog নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অবস্থান কখনোই বুঝা যায় না

- তুমি কি কষ্ট পাইছিলা??তুমি কি আম্মুকে ডাকছিলা তখন? আনসুউউউউউ.................(No reply)একটি একপাক্ষিক কথোপকথন!
22/07/2025

- তুমি কি কষ্ট পাইছিলা??
তুমি কি আম্মুকে ডাকছিলা তখন?
আনসুউউউউউ.......
..........(No reply)

একটি একপাক্ষিক কথোপকথন!

22/07/2025

কি এক আশ্চর্য দেশে বসবাস করি আমরা ভাবেন। বাচ্চাগুলো যারা মা, রা গেলো। অন্তত তাদের বাবা মা এর কাছে তো অন্তত তাদের সন্তান এর লাশ টা দিবে। সাংবাদিক বলতেছে ২০ জন মারা গেছে 🙂 অথচ এক ছেলে বলতেছে সে নিজেই ৫০-৬০ টা লাশ বের করেছে।কি আজব দেশ তাইনা? আবার রাত ২ টা পর্যন্ত এম্বুলেন্স নিয়ে স্কলের ভেতরে লাস্ট উদ্ধার করলো একবার ভাবেন কতো মা এর বুক খালি করা লাশ গুলো গোপনে গুম করে দিলো😅

21/07/2025

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ",

" হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে",

" বাবা আর অফিস যাবার পথে সত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না", "মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"

" কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"

"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না",,,,,,,,,, সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে🙂
" আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা",,,,,🙂

২১.০৭.২০২৫
(উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনা)
゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシalシ

সে ২০ জনেরও বেশি জীবন বাঁচিয়েছে। নিজের জীবন হারিয়েছে।স্যালুট ম্যাম। ❤️শিক্ষক হিসেবে আপ্নি মহান হ্রদয়ের পরিচয় দিয়েছেন আ...
21/07/2025

সে ২০ জনেরও বেশি জীবন বাঁচিয়েছে। নিজের জীবন হারিয়েছে।
স্যালুট ম্যাম। ❤️
শিক্ষক হিসেবে আপ্নি মহান হ্রদয়ের পরিচয় দিয়েছেন আল্লাহ আপ্নাকে বেহেশতর উচ্চতর মাকাম দান করবেন ইনশাআল্লাহ ❤️‍🩹😓

আজকে সকাল থেকে মাথা ব্যাথায় ভুগছিলাম,প্রচন্ড গরম এ মাথা ব্যাথায় আমার অবস্থা খুব খারাপ ছিল। ঘুমাতেও পারছিলাম না তাই চোখ ব...
21/07/2025

আজকে সকাল থেকে মাথা ব্যাথায় ভুগছিলাম,প্রচন্ড গরম এ মাথা ব্যাথায় আমার অবস্থা খুব খারাপ ছিল। ঘুমাতেও পারছিলাম না তাই চোখ বন্ধ করে শুয়ে ছিলাম যেন মাথা টা একটু রিলাক্স হয়। এর মধ্যে আমার মেয়ে আমার সামনে এসে কান্না করতেছিল অনেক,আর উঠে তাকে ধরে দেন ফোন টা হাতে নিয়ে নিউজ ফিড দেখতে গিয়ে দেখি শত শত মায়ের বুক খালি করে নিয়ে গেছে অই উড়োজাহাজ টা ‼️ 💔
আহ ‼️ জীবন কত অনিশ্চিত তাইনা? 😅

20/07/2025

Mim's Daily vlog ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシalシ

ওদের জন্য একটা ভালো পরিবার চাই যদি কোন হ্রদয়বান ব্যক্তি অদের কে আপন করে নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওর...
19/07/2025

ওদের জন্য একটা ভালো পরিবার চাই যদি কোন হ্রদয়বান ব্যক্তি অদের কে আপন করে নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওরা খুব শান্ত স্বভাব আর মিশুক ❤️‍🩹

19/07/2025

💔🙂

তাওহীদ রবীন
05/07/2025

তাওহীদ রবীন

আচ্ছা স্বামীকে প্রেমিক রূপে চাওয়াটা কি অন্যায়? প্রেম স্বামীর কাছে না চাইলে কি আরেক বেটার কাছে চাবে?একজন স্বামী যতো ব্যস্...
05/07/2025

আচ্ছা স্বামীকে প্রেমিক রূপে চাওয়াটা কি অন্যায়? প্রেম স্বামীর কাছে না চাইলে কি আরেক বেটার কাছে চাবে?

একজন স্বামী যতো ব্যস্ত মানুষই হোকনা কেনো দিনশেষে সে ঘরে আসবেই। তখন সে চাইলে কি পারেনা তার ফোন টা রেখে একসাথে বসে বউয়ের সাথে খাবার খেতে? গল্প করতে? রাতে বউয়ের পাশে শুয়ে অন্য মেয়ের রিলসে নাচা ভিডিও না দেখে বউকে দেখে সময় কাটাতে?

একজন পুরুষ চাইলেই নিজেকে স্বামী এবং প্রেমিক দুটোই বানাতে পারে। এটার জন্য দরকার একটা সৎ মন। ঘরের বউকে পান্তা আর বাইরের মেয়েকে ক্যাটরিনা পুরুষ নিজেই বানায়। তারা চাইলেই পারে নিজের বউকে একটা সুন্দর শাড়ী কিনে দিতে একটা গোলাপ কিংবা একটা বেলী ফুলের মালা কিনে দিতে। কিন্তু এসব তারা করেনা কারন এটা নেকামি লাগে। অথচ বাহিরের একটা মেয়ের পিছনে এরা ঘন্টার পর ঘন্টা সময় পার করবে লাখ লাখ টাকা খরচ করবে ঐটা তাদের কাছে কিছু না। ঘরের বউয়ের কাছে কান্ডারী আর বাহিরে দুবাই বাদসা সাজে।

আপনার বউ আপনার কাছেই তার প্রেম জাহির করবে আপনাকে প্রেমিক হিসেবে আশা করবে এটা মানতে না পারলে বউ যখন টাকা পয়সায় সুখ খুজে নিবে তখন আবার বউরে গোল্ড ডিগার উপাধি দিতে যাবেন না।

পুনশ্চঃ আমি এটা আশেপাশের মানুষের জীবন থেকেই লিখলাম তাই এটাকে অহেতুক নিজের গায়ে টানবেন না।

পৃথিবীতে কেউ পারফেক্ট না, প্রত্যেকটা মানুষের মধ্যেই কমতি আছে, আর সেই কমতি গুলোকে যদি ভালোবাসা যায়, তাহলে সেটাই প্রকৃত ভা...
04/07/2025

পৃথিবীতে কেউ পারফেক্ট না, প্রত্যেকটা মানুষের মধ্যেই কমতি আছে, আর সেই কমতি গুলোকে যদি ভালোবাসা যায়, তাহলে সেটাই প্রকৃত ভালোবাসা❤️‍🩹🎭

17/01/2025

একটা পুরুষ'ই জানে আরেকটা পুরুষের নজর কেমন! নারী তুমি শাসনে বিরক্ত হইয়ো না!'😌🌸

Address

Dhaka Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim's Daily vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category