Freelancer Abrar

Freelancer Abrar "Empowering Freelancers. Inspiring Success. Unleash your potential and thrive in freelancing.

16/05/2024

Freelancing ki ...?
Freelancing এমন একটি সাইট যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন |
Freelancing এমন একটি পেশা যেখানে নিজের ইচ্ছা মতো কাজ করা যাই ।যেমন আপনি যদি মনে করেন এখন আপনার কাজ করার ইচ্ছা নেই আপনি করবেন না যখন ইচ্ছা হবে তখন করবেন। এখানে কোন নির্দিষ্ট সময় বা টাইম নেই।

Freelancing কাজের সুবিধা:
১.সময়ের সুবিধা,,,যখন ইচ্ছা তখন কাজ করতে পারেন।
২.স্বাধীনতা,,,,
৩.বেতন নিজে ঠিক করা,,,
পড়ালেখার
৪.কাজের সুযোগ,,,
৫.পরিশেষে freelancing করতে প্রযোজন নিজের শ্রম ধৈর্য,

যে বিষয় গুলো প্রয়োজন:
১.support ও একটি ভালো institute সাথে যুক্ত থাকা ,,,,,,,,,
২. মোবাইল বা একটি ল্যাপটপ বা কম্পিউটার |

একদিনেই কেউ সফল হওয়া যায় না ,,,, সময় দিয়ে লেগে থাকতে হয়,,,
বেকারত্ব দূর করতে freelancing এর বিকল্প নেই।




collected

08/07/2023

🟢ফ্রিলান্সিং করার সিদ্ধান্ত নেওয়ার সময় লোকে কত কিছুই তো বলবে,
তুই পারবি ফ্রিলান্সিং করতে? তোরে দিয়ে হবে না।
অমুকে দুই মাস করে ছেড়ে দিছে, সে পারছে না তাই। আর তুই তো কোন.... !!
Stop!!
মানুষের কথায় Demotivated হলে চলবে? ভেঙে পরলে চলবে? আশা ছেড়ে দিলে চলবে?
নিশ্চয় মোটেও না।।লাইফটা তোমার, ক্যারিয়ারটাও তোমার।
লাইফে ভালো কিছু করলে তুমিই করবে। মানুষ তো আর করবে না৷।মানুষ তোমাকে কীভাবে judge করলো, it Doesn't matter!
হোচট খাওয়া মানেই কিন্তু হেরে যাওয়া না,, বরং হোচট খেয়ে উঠে দাড়ানোটাই সফলতা 😊
শেষ অবধি লেগে থাকো, সময়ের সঠিক ব্যবহার করো।
ইনশাআল্লাহ সফলতা আসবে |

22/06/2023

কখনো freelancing টাকা দিয়ে শিখতে যাবেন না।
সবটুকুই পরবেন তার পর freelancing করার কথা মাথায় আনবেন ।
আপনি কি freelancing করতে ইচ্ছুক তবে পোষ্টটি আপনার জন্য ।।
#90% freelancer মার্কেট থেকে হারিয়ে যাই কারন তারা মার্কেট থেকে কাজ পাইনা বা কাজ নিতে পারে না এবং কিছুদিন পর হাল ছেরে দেয়।
কিন্তু আপনার যদি কোন একটা স্কিল থাকে যেমন Web design,graphic design, logo design, ইত্যাদি। তাহলে আপনি কখনো পিছিয়ে থাকবেন না।
বর্তমানে ফ্রিল্যান্সিং শেখার চাহিদা অনেক।ছেলেদের সাথে সাথে মেয়েরাও পিছিয়ে নেই এই পেশায়।মেয়েদের জন্য সবচেয়ে সুবিধাজনক এবং নিরাপদ একটি পেশা হচ্ছে #ফ্রিল্যান্সিং। তবে হে এটা মাথায় রাখবেন আপনার কনো বিষয়ের উপরে কাজ জানা থাকলে ভুল করে ফ্রিল্যান্সিং করার জন্য টাকা নষ্ট করবেন না। অনেকে আপনাকে বলবে সময় নষ্ট না করে ফ্রিল্যান্সিং শিখুন। ফ্রিল্যান্সিং আপনি করতে পারবেন যদি আপনারা কম্পিউটার সম্পর্কে ভালো ভাবে জানা থাকে। কারো কথায় কারো কাজের নমুনার কারনে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে যান তাবে সব থেকে ভুল কাজ করবেন। আপনি কি বিষয়ে জানেন তার উপর ভিত্তি করে আপনি বড় বড় আসুন যেমন fiverr, upwork এবং এমন কিছু যায়গাই। আপনার ফ্রিল্যান্সিং করার দরকার নেই আপনি যদি অনলাইন জগতে কনো কাজ যেনে থাকেন তো আপনি একজন . ফ্রিল্যান্সিং শিখার জন্য আপনাকে টাকা দিয়ে ক্লাস করতে হবে তা নয় আপনার মধ্যে লুকিয়ে আছে যে প্রতিভা তা বাইরে নিয়ে আসুন দেখুন আপনি একজন freelancer...
আমি একজন 2018 থেকে কাজ করে আসছি, graphic design, logo design, t-shirt design নিয়ে তবে আমার এসব সাইট বাদে আমি অন্য সব ধরনের design করতে পারি। আপনি যত গুলো কাজ পারেন না কেনো আপনি সব বিষয় নিয়ে কাজ করতে পারবেন না। ২ থেকে ৩ টা সাইটে থাকবেন। মনে রাখবেন শিহ্মক কিন্তু একটা বিষয়ে Expert হয় সব বিষয়ে না তেমনি আপনি হাজার টা কাজ জানলেও তা নিজের মধ্যে রাখুন। যে বিষয়ে আপনি বেশী Expert ঐ বিষয় নিয়ে কাজ শুরু করুন। আপনার জন্য রয়েছে .com
এস যায়গাই আসুন এবং কাজ শুরু করুন অন্য কোথাও গিয়ে ফ্রিল্যান্সিং শেখার থেকে আপনি নিজে কনো ভালো বিষয়ে expert হন। দেখবেন আপনি একজন

collected

Address

Dhaka

Telephone

+8801909316435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Abrar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Abrar:

Share