Essential Care

Essential Care Essential Care is a total solution of your necessary needs. Just LIKE This Page and Solve Your Necessary Needs......

30/10/2024

ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি খুব অল্প সময় ক্ষমতায় ছিলেন।
কিন্তু পলায়নকারী লক্ষ্মণ সেন কখনোই আর ফিরতে পারেন নি!

25/10/2024

ছাত্রলীগ/স ন্ত্রা*সী লীগকে নি*ষিদ্ধ করে লাভ নেই; এখন তারা VPN ইউজ করে ইউরোপ-আমেরিকাতে রাজনীতি করবে😁

24/10/2024

ছাত্রলীগের নাম কখনো মুছে ফেলা যাবে না, তাদের নাম লেখা থাকবে লক্ষ লক্ষ দোকানদারের বাকির খাতায় 😁

স্বাধীন বাংলাদেশে বৈষম্যহীন নিরপেক্ষ বিচার।বিচার চেয়েছে বিচারের রায় পেয়েছে, এতে আপনাদের এত দুঃখ কিসের?
24/10/2024

স্বাধীন বাংলাদেশে বৈষম্যহীন নিরপেক্ষ বিচার।
বিচার চেয়েছে বিচারের রায় পেয়েছে, এতে আপনাদের এত দুঃখ কিসের?

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডি...
17/10/2024

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডিতরা নির্দেশ জারি করেছিল, 'যারা বাংলা ভাষা বলবে ও শুনবে তারা রৌরব নামক নরকে যাবে।' ওই সময় তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নির্যাতিত বাঙালিদের মুক্ত করতে এগিয়ে আসেন এবং ১২০৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৮ জন ঘোড়সওয়ারি নিয়ে সেন রাজাকে পরাজিত করে বাংলাকে স্বাধীন করেন। বক্তারা বলেন, ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যম সেই দিন শুধু ভূমির বিজয় হয়নি, সঙ্গে মুক্ত হয়েছিল বাঙ্গালিদের মুখের ভাষা ‘বাংলা’।

ভাষাবিদ দীনেশ চন্দ্র সেন বলেন, 'মুসলমান সম্রাটরা বর্তমান বঙ্গ-সাহিত্যের জন্মদাতা বললে অত্যুক্তি হয় না। বঙ্গ-সাহিত্য মুসলমানদেরই সৃষ্ট, বঙ্গ-ভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা।' অধ্যাপক ও গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 'যদি বাংলায় মুসলিম বিজয় ত্বরান্বিত না হতো এবং এ দেশে আরও কয়েক শতকের জন্য পূ্র্বের শাসন অব্যাহত থাকত, তবে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত এবং অবহেলিত ও বিস্মৃত-প্রায় হয়ে অতীতের গর্ভে নিমজ্জিত হতো।'

মধ্যযুগে মুসলিম শাসকদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার যে সাহিত্যচর্চা শুরু হয়, তার মাধ্যমে বাংলা ভাষা একটি পরিপূর্ণ ভাষা হিসেবে আত্মপ্রকাশের যোগ্যতা অর্জন করে।

বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা যুগে যুগে আরও হয়। ১৮শ’ সনে ব্রিটিশরা কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে বাংলা ভাষার আরবি ও ফারসি শব্দ বাদ দিয়ে সংস্কৃত শব্দ প্রবেশের উদ্দেশ্যে সাহিত্যচর্চা শুরু করে। তারা দেখাতে চায়—বাংলা ভাষার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই।

মুসলিমদের হেয় প্রতিপন্ন করতে প্রচার করা হয়, বাংলা ভাষায় প্রথম কুরআন মাজিদ অনুবাদ নাকি গিরিশ চন্দ্র সেন করেছেন। অথচ ১৮৮৬ খ্রিষ্টাব্দে গিরিশ চন্দ্র সেনের অনুবাদের বহু আগে ১৮০৮ খ্রিষ্টাব্দে বাংলা ভাষায় কুরআন মাজিদের আংশিক অনুবাদ করেন মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া। এরপর ১৮৩৬ খ্রিষ্টাব্দে মৌলবি নাঈমুদ্দিন পূরো কুরআনের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। অথচ এ ইতিহাস প্রচার করা হয় না।

সুত্র: খন্দকার কামরুল হুদা, স্বাধীনতা সংগ্রাম ও শেখ মুজিব, ১৯৯৫, পৃ. ৩২, বাংলাপিডিয়া

Dragonfly, Compound eyes 👀  সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ , লা-ইলাহাইললাহ
16/10/2024

Dragonfly, Compound eyes 👀 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ , লা-ইলাহাইললাহ

14/10/2024

হানাদার বাহিনী/হায়েনাদের হত্যার দায়ে জুলাই-২৪ এর মুক্তিযোদ্ধারা আজ হাজতে!!!
😢😢😢
মিঃ ইউনূস, shame on you.

12/10/2024
দেখিনি কোনো হিন্দু মেয়েকেকুরআন তেলাওয়াতে মশগুল,দেখেছি অনেক মুসলিম মেয়েকেপুজায় দিতে ফুল। দেখিনি কোনো হিন্দু যুবককেওয়াজ শ...
12/10/2024

দেখিনি কোনো হিন্দু মেয়েকে
কুরআন তেলাওয়াতে মশগুল,
দেখেছি অনেক মুসলিম মেয়েকে
পুজায় দিতে ফুল।

দেখিনি কোনো হিন্দু যুবককে
ওয়াজ শুনতে মসজিদে-মাহফিলে,
দেখেছি অনেক মুসলিম যুবককে
পূজা দেখতে যায় মন্দিরে।

দেখিনি কোনো হিন্দু মেয়েকে
হিজাব পরে চলা ফেরা করে,
দেখেছি অনেক মুসলিম রমনীকে
হিন্দু রীতির নীড়ে।

কী হলো মুসলিম?
কেনইবা তোমার ভিন্ন ধর্ম প্রীতি,
কেনো ভালো লাগেনা তোমার নিজ ধর্মের রীতি।

আওয়ামী খুনীদের দোসর এই আলী ইমাম মজুমদার # প্রশাসনে আবার আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করা। # পুলিশকে নিষ্ক্রিয় রেখে আইনশৃঙ...
08/10/2024

আওয়ামী খুনীদের দোসর এই আলী ইমাম মজুমদার

# প্রশাসনে আবার আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করা।
# পুলিশকে নিষ্ক্রিয় রেখে আইনশৃঙ্খলার অবনতি করা।
# আওয়ামী লীগার ও হাসিনার ফিরে আসার পরিবেশ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে কাজ করা এই আলী ইমাম মজুমদার নামের ছুপা শয়তানটাকে না সরালে ছাত্র জনতার রক্ত, গণঅভ্যুত্থান, বিপ্লব ও স্বাধীনতা বিফলে যাবে।

সোচ্চার হোন। প্রতিবাদ করুন, সবাই সোশ্যাল মিডিয়াতে।

https://youtu.be/IFLehv2C6e4
02/10/2024

https://youtu.be/IFLehv2C6e4

বিদায় হজ্বের ভাষণ | যা আমরা অনেকেই জানি না:বিদায় হজ্জে, হজরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে আল্লা...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Essential Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Essential Care:

Share