Minha's mom

Minha's mom give respect
&
take respect

27/07/2025

"মেয়েদেরও নিজস্ব একটা ঠিকানা থাকা উচিত,
যেখানে থাকবে শুধু তার অধিকার—
কোনো হস্তক্ষেপ নয়,
কেবল স্বাধীনতা আর সম্মান।" ❤️😊

27/07/2025

আপনার বাবার টাকা যতো কম,
আপনার সফল হওয়ার রাস্তা ততো বেশি কঠিন!

27/07/2025

মানুষ এখন মাইলস্টোনের সামনে ধং'শস্তুপ দেখতে যায় আর চটপটি-ফুসকা খায়😥

27/07/2025

বেইমানি করে কামানো টাকা রো'গেই শেষ হয়ে যায়।
কম কামাও কিন্তু সম্মানের রুটি খাও🙂

27/07/2025

সময়ই একমাত্র সম্পদ,
যা হারালে কেউ ধারও দেয় না।

শুভ সকাল💕
27/07/2025

শুভ সকাল💕

27/07/2025

মনে রাখবেন আপনার দুঃসময়েও যারা খোঁজ নেয়না। তারা কখনোই আপনার খোঁজ করবে না।

আলোচিত সেই কালো পুতুলটা। আড়ং এর এই কনসেপ্ট টা আসলেই শিক্ষণীয়। মানুষের শুধু ফর্সা নয়, কালো/শ্যামলা রং ও যে সুন্দর এই ব্যা...
26/07/2025

আলোচিত সেই কালো পুতুলটা। আড়ং এর এই কনসেপ্ট টা আসলেই শিক্ষণীয়।
মানুষের শুধু ফর্সা নয়,
কালো/শ্যামলা রং ও যে সুন্দর এই ব্যাপার টা বাচ্চাদের ছোটবেলা থেকে শেখানো উচিত। মানুষের বাহ্যিক রং টা যে কোন মুখ্য বিষয় নয় তা খেলতে খেলতে শিখতে পারবে।ছোটবেলার শিক্ষাই আসল শিক্ষা। তবে মানুষ ভেদে একেকজনের মতামত একেকরকম হতে পারে। আড়ং এর অনেক খেলনার মধ্যে এটা আমার কাছে একটু ভিন্ন লাগল তাই আপনাদের সাথে শেয়ার করলাম.
সংগৃহীত

শুভ সন্ধ্যা
25/07/2025

শুভ সন্ধ্যা

25/07/2025

মাইলস্টোনের ট্রাজিডি নিয়ে যারা সস্তা পাবলিসিটি পাওয়ার জন‍্য মিথ‍্যাচার ছড়াচ্ছে তাদের বয়কট করুন 😐

24/07/2025

মাইলস্টোন স্কুলের যে ক্লাসরুম গুলো পুড়ে গিয়েছে সেগুলো ঠিকঠাক করার জন্যে মিস্ত্রী আনা হয়েছে, কিছু কিছু রুম ঘষেমেজে পরিষ্কার করা হচ্ছে।

রক্তের দাগ, মেঝেতে লেগে থাকা পো**ড়া শরীরের ঝল*সানো মাংস, হাড়গোড় সবকিছুই পরিষ্কার করে সরানো হচ্ছে।

রবিবার থেকে স্কুল খোলার নির্দেশও দেয়া হয়েছে।

বাচ্চারা আবারও সেই চিরচেনা ক্লাসরুমে যাবে।
স্কাই সেকশন, ক্লাউড সেকশনের বাচ্চারা দেখবে তাদের পরিচিত অনেক বন্ধুরাই নেই, শুধু বেঞ্চে লেগে থাকা ঝল*সানো মাংস আর স্মৃতিগুলো আছে।

এই ক্লাসরুমে বসেই তো একসাথে ক্লাস করতো, খেলতো, গান গাইতো ওরা। অথচ অনেকেই আর ক্লাসে আসবে না।

স্কুলের মাঠ দেখে বাকি স্টুডেন্টদেরও মনে পড়বে সেদিনের কথা।

কিন্তু বছর ঘুরলেই বাচ্চারাও হয়তো চিরায়ত নিয়ম মেনে আবারও ক্লাস করবে, গান গাইবে, খেলবে, ভু*লে যাবে অনেককিছু।

পৃথিবী কারো জন্যেই থেমে থাকে না। ঝলসানো শরীরে মা**রা যাওয়া নিষ্পাপ বাচ্চাদের জন্যেও হয়তো থেমে থাকবে না।

এক টপিকের পর আরেক টপিক আসবে, নতুন কনটেক্সটের ভিড়ে আমরাও হয়তো ভু**লে যাব সবকিছু।

কিন্তু যেই মা তার সন্তানের পোড়া লা**শ ছুঁয়েছে সে-ই মা কি আর কোনদিনও ভুলতে পারবে.?

লেখা- Ibrahim Khalil Shawon

আফিয়ার লা  শ পাওয়া গিয়েছে CMH এ DNA টেস্ট এর মাধ্যমে এই মাত্র 😭😭কিন্তু দুঃখের বিষয় কি জানেন? ওই যে জানালার পাশে গ্রিল ...
24/07/2025

আফিয়ার লা শ পাওয়া গিয়েছে CMH এ DNA টেস্ট এর মাধ্যমে এই মাত্র 😭😭

কিন্তু দুঃখের বিষয় কি জানেন? ওই যে জানালার পাশে গ্রিল এর সাথে যে লেগে ছিলো? পুড়ে কয়লা হয়ে ওইটাই ছিলো আমাদের ছোট আফিয়া 😭😭😭

আল্লাহ এই ছোট্ট পরী টা কে এত কষ্ট করে নিলো 😭💔😔

(কালেক্ট )

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minha's mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minha's mom:

Share