জয়গান - Joygaan

জয়গান - Joygaan জীবনের কন্ঠে জয়গান।

আগামী জুলাই মাসে জয়গান ম্যাগাজিনের নতুন প্রিন্ট সংখ্যা প্রকাশিত হবে। লেখা প্রকাশে কোন শর্ত/প্রি অর্ডার নেই। দ্রুত লেখা জ...
29/06/2025

আগামী জুলাই মাসে জয়গান ম্যাগাজিনের নতুন প্রিন্ট সংখ্যা প্রকাশিত হবে। লেখা প্রকাশে কোন শর্ত/প্রি অর্ডার নেই। দ্রুত লেখা জমা দিন।

24/02/2025

সময়ের সাথে সাথে জয়গানকেও জনগণ ভুলে যেতে শুরু করেছে।
😔😔

28/12/2024

সম্মানিত কবিগণ,
দেশের পরিস্থিতি নিয়ে আপনাদের ভালো-মন্দ মতামত দিন।

23/11/2024

আগামীকালকে সকলের ম্যাগাজিন কুরিয়ার করা হবে ইনশাল্লাহ।

15/11/2024

ইনশাআল্লাহ ২০ তারিখের মধ্যেই লেখকরা ম্যাগাজিন হাতে পাবেন।

22/10/2024

আর মাত্র তিন দিন বাকি।
যারা নতুন ম্যাগাজিনে লেখা জমা দিতে চান, তাদের জন্য কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে।
সেই লিংক এ যেয়ে লেখা জমা দেন।

18/10/2024

ভারতীয়দের কবিদের জন্য এবারের সংখ্যায় দুইটি অথবা চারটি পেজ বরাদ্দ থাকবে। ভারতীয় লেখকদের থেকে সেরা লেখাটি বাছাই করে গ্রহণ করা হবে।

প্রিন্ট সংখ্যার জন্য লেখা আহ্বানসাহিত্য সাময়িকী 'জয়গান' এর নভেম্বর ২০২৪ এর মুক্ত সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে।লেখা...
07/10/2024

প্রিন্ট সংখ্যার জন্য লেখা আহ্বান
সাহিত্য সাময়িকী 'জয়গান' এর নভেম্বর ২০২৪ এর মুক্ত সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে।
লেখা পাঠানোর লিংকঃ https://joygaan.com/magazine-form-november-2024/
(লেখা পাঠানোর নিয়মাবলী এই পোস্টের নিচের অংশে দেওয়া আছে।)

▪️লেখার বিষয়ঃ দাসত্ব / মুক্তি / স্বাধীনতা / উন্মুক্ত।
▪️লেখার বিভাগঃ
* কবিতা ও ছড়া (অবশ্যই ২০ লাইনের মধ্যে দিতে হবে। বড় কবিতা গ্রহণযোগ্য নয়।)
* গল্প ও প্রবন্ধ (৫০০ শব্দ এর মধ্যে দিতে হবে।)
দ্রুত লেখা পাঠিয়ে দিন।

🔺 (বি.দ্রঃ ১টি লেখা পাঠানোর ক্ষেত্রে ম্যাগাজিন ও কুরিয়ার খরচ বাবদ ১০০/- দিতে হবে। এক্ষেত্রে লেখক পাবে ২ কপি ম্যাগাজিন। একটি বিভাগে একাধিক লেখা দেওয়া যাবে না। তবে অন্যান্য বিভাগে লেখা দেওয়ার সুযোগ থাকবে। তবে পরবর্তী প্রতিটি লেখার জন্য ৫০/- করে বৃদ্ধি পাবে।)

▪️এই সংখ্যায় শুধুমাত্র বাংলাদেশী লেখকগণ তাদের লেখা পাঠাতে পারবে।
▪️একক বই কিংবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।
▪️মার্জিত মানসম্মত লেখা দেওয়ার চেষ্টা করুন।
▪️ধর্ম, গোত্র, রাষ্ট্র বিরোধী কিংবা কোন উষ্কানিমূলক কোন লেখা দেওয়া যাবে না।
▪️আপনার লেখার ক্ষেত্রে বানানের প্রতি মনোযোগ দিন। বানান চেক করতে ব্যবহার করতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দ্বারা পরিচালিত সফটওয়্যার “সঠিক” (https://spell.bangla.gov.bd/)

লেখা পাঠানোর নিয়মাবলীঃ
▪️প্রথমে উপরে দেওয়া লিংকে ক্লিক করুন।
▪️ফর্মটি ফিলাপ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
▪️অতপর অপেক্ষা করুন। এটি আপনাকে বিকাশ পেমেন্ট পেইজে নিয়ে যাবে।
▪️উক্ত পেইজে Amount এর ঘরে টাকার পরিমান লিখুন এবং Payment Reference আপনার মোবাইল নাম্বারটি লিখুন।
▪️এরপর আপনার টাকা পরবর্তী পেইজে পেমেন্ট করুন।

🔻 লেখা জমার শেষ তারিখঃ ২৫ অক্টোবর ২০২৪ ইং।
(ম্যাগাজিন প্রকাশিত হবেঃ ১০ নভেম্বর ২০২৪ ইং। ইনশা-আল্লাহ)

ধন্যবাদান্তেঃ
সম্পাদক
#জয়গান
#জয়গান_সাহিত্য_পরিষদ

03/10/2024

ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নতুন ম্যাগাজিনের ঘোষণা দেওয়া হবে

জয় গানের সকল সদস্যকে অনুরোধ করছি, কমপক্ষে ১০ টাকা দিয়ে হলেও দয়া করে বন্যা কবলিত পরিবারদেরকে সহায়তা করুন।
23/08/2024

জয় গানের সকল সদস্যকে অনুরোধ করছি, কমপক্ষে ১০ টাকা দিয়ে হলেও দয়া করে বন্যা কবলিত পরিবারদেরকে সহায়তা করুন।

বন্যা-কবলিত মানুষদের জন্য ত্রাণ প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://mwo.org.bd/donate-for-bangladesh/

📲সরাসরি বিকাশ থেকে অনুদান পাঠাতে চাইলে নিচের নাম্বারে বিকাশ নাম্বারে পেমেন্ট করতে পারেন।
* বিকাশ মার্চেন্ট: 01303634817
(পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

🏦সরাসরি আমাদের ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠাতে পারেনঃ
* অ্যাকাউন্টের নাম : Muslim Welfare Organization
* অ্যাকাউন্ট নম্বর : 0100214572626
* ব্যাংক : Janata Bank Limited
* শাখা : Local Office Branch. 1 Dilkusha C/A, Motijheel, Dhaka-1000
* সুইফট কোড : JANBBDDHJBD
* রাউটিং নাম্বার : 135273881

ইনশা-আল্লাহ, আপনার ছোট সহায়তাই অন্যের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

Address

Dhaka

Website

http://joygaan.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when জয়গান - Joygaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জয়গান - Joygaan:

Share