
06/06/2025
ঈদ-উল-আযহার মূল বার্তা কেবল পশু কুরবানি নয়—বরং নিজের ভেতরের অহং ত্যাগ করে অন্যের পাশে দাঁড়ানো। কুরবানির আসল তাৎপর্য তখনই পূর্ণ হয়, যখন নিজের অংশের থেকেও বেশি ভাগ পৌঁছে যায় সেই মুখে, যাদের প্লেট বছরের বেশিরভাগ সময়ই থাকে একদম খালি।
কুরবানি পূর্ণতা পাক ভাগাভাগির আনন্দে, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিবেশী, আত্মীয়-স্বজন, আর সবচেয়ে বেশি—অভাবীদের মাঝে।
এই ঈদে আসুন প্রতিজ্ঞা করি—
নিজের অংশ রাখব কম, অপরের জন্য রাখব বেশি।
হিয়া প্রকাশনা-এর পক্ষ থেকে সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মুবারক।