29/02/2024
একটা জেনারেশন যারা খুব একটা রিসোর্স পেলোনা তারা তাদের মাথার ঘাম পায়ের ঘাম এক করে একটা শহরে আসলো , সেটেল হলো , মাথার উপরে ছাদ এর ব্যাবস্থা করলো , ৩ বেলা খাওয়ার ব্যাবস্থা করলো । এদের যে সন্তান হলো তাদের এরা হলো ২য় জেনারেশন ।
এখন ১ম জেনারেশন যেই পরিমান রিসোর্স পেয়ে বড় হয়েছিলো তাদের চেয়ে বেশি রিসোর্স পাবে ২য় জেনারেশন এটাই স্বাভাবিক এবং তাদের উদ্দ্যেশ্য এরকম ই ছিলো । কবি যেটাকে "আমার সন্তান যেন থাকে দুধে ভাত এ " বলে আক্ষ্যায়িত করেছেন । you get my point, right?
এখন টার্গেট হলো ২য় জেনারেশন যাতে এই রিসোর্স টা বাড়াতে পারে ।
এখন "*কয়েকটা*" মৌলিক চাহিদা নিয়ে এই দুই জেনারেশন এর খুব একটা মাথা ব্যাথা নেই । ভাল কথা ।
এখন এই টার্গেট অ্যাচিভ করতে গিয়ে ২য় জেনারেশন যদি ওই একই স্ট্রাগেল করতে থাকে , এবং এটা একটা লম্বা সময় ধরে একই বাল করতেই থাকে তাহলে লাভ টা কি হলো ?
এত ডিগ্রি , এত শারিরিক , মানসিক পরিশ্রম করতে করতে ২য় জেনারেশন কে করপোরেট কামলা বানানোর যে প্রসেস টা , এটাই যদি করতে হয় তাহলে এখানে ২য় জেনারেশন এর জীবন এর মান এর কতটুকু উন্নয়ন হলো ?
এখন এইগুলার পিছনে কারণ গুলার লিস্ট বানাতে গেলে লম্বা লিস্ট বানানো যাবে , এক এক জনের সিচুয়েশন এক এক রকম । সেটা ডিফ্রেন্ট/আলাদা স্টোরি ।
এখন কার পেইন পয়েন্ট/সমস্যা কোথায় , কার গ্রোথ/উন্নতি কিভাবে হবে , তার জীবনের কোন কোন সমস্যার সমাধান করতে পারলে সে এগিয়ে যাবে সেটা বোঝার দায়িত্ব ওই ১ম জেনারেশন এর ।
যখন ২য় জেনারেশন সাফার করছে , তাদের সাফার করার ব্যাপারটা নিয়ে অভিযোগ করছে তখন " এটাই জীবন " , "লোহা আগুনে পুড়ে শুদ্ধ হয়" , "কষ্টেই জীবনের মর্ম" , "কষ্ট করা শিখতে হবে" , "ধ্যৈয্য ধারন করতে হবে" এসব কথা শুনতে হয় ।
আমি কোনো উপসংহার এ যাচ্ছিনা । চিন্তা করেন যার যার মত করে এই সিচুয়েশন টা নিয়ে ।