02/07/2023
চোখে এখন আর জল আসে না
কতো কাঁদি, কতো একা বসে থাকি
কিন্তু কান্না আর শেষ হয়না
কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে জলের রাশি
তাইতো এখন আর রুমাল দিয়ে চোখ মুসতে হয় না
গাছের ডালে এখন আর পাখি ডাকে না
পৌষ মাসেও পাতার ডাগায় শিশির জমে না
নদীর বুকে এখন মরুভূমি বাসা বেঁধেছে
যা তোমার সাথে এখন বন্ধুুত্বের হাত বাড়িয়েছে
তাইতো নদীর সেই কলকল ধ্বনি এখন আর আমার কানে আসে না।