22/08/2025
ফোনের ডায়ালার অ্যাপের চেহারা বদলে গেছে?
আপনারা অনেকেই হয়তো সম্প্রতি খেয়াল করেছেন যে ফোনের গুগল ডায়ালার (Google Dialer) অ্যাপটির ডিজাইন বা UI (ইউজার ইন্টারফেস) হঠাৎ করেই বদলে গেছে। অনেকের কাছেই নতুন এই ডিজাইনটি আগের মতো ভালো লাগছে না। চলুন, জেনে নিই কেন এই পরিবর্তন এবং আপনার কী করণীয়।
গুগল তাদের নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ "Material 3 Expressive" (যা Material You-এর একটি আপডেট) নিয়ে কাজ করছে, যা অ্যান্ড্রয়েড ১৬-এর একটি মৌলিক আপডেট। তবে গুগল শুধু নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের জন্যই এটিকে সীমাবদ্ধ না করে, তাদের নিজেদের অ্যাপগুলো (যেমন: Dialer, Messages, Contacts) অন্যান্য অ্যান্ড্রয়েড ভার্সনেও এই নতুন ডিজাইনে আপডেট করছে। মূলত একটি আধুনিক ও উন্নত লুকের জন্যই এই ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা হচ্ছে।
সমস্যা হলো, অনেক ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ১৬-এর কম হওয়ায় সেগুলো এই নতুন ল্যাঙ্গুয়েজ সিস্টেমের অংশ নয়। আবার অনেক ফোন নির্মাতা প্রতিষ্ঠান এই অ্যান্ড্রয়েড ১৬ আপডেট দিলেও তাদের কাস্টম ইউআই-এ ভালোভাবে ইন্টিগ্রেট করতে পারেনি। কিন্তু প্লে স্টোর থেকে বা সিস্টেম আপডেট-এর সাথে ডায়ালার অ্যাপ নতুন ডিজাইনে চলে আসায় দেখতে একটু বেমানান লাগছে। এই অসামঞ্জস্যতার কারণেই অনেকের নতুন ইউআইটি পছন্দ হচ্ছে না।
এখন আপনার করণীয় কী?
• যেহেতু এটি গুগলের একটি অফিশিয়াল আপডেট, তাই ধীরে ধীরে প্রায় সব ফোনেই (Samsung, Nothing-এর মতো কিছু ব্র্যান্ড ছাড়া যারা গুগল ডায়ালার, কন্টাক্টস অ্যাপ ব্যবহার করে না) এটি চলে আসবে। তাই নতুন ডিজাইনের সাথে অভ্যস্ত হয়ে যাওয়াই ভালো।
• যদি নতুন ডিজাইনটি আপনার একেবারেই ভালো না লাগে, তাহলে ফোনের Settings > Apps > Dialer অ্যাপের App Info-তে গিয়ে সেখানে "Uninstall updates" নামে কোনো অপশন থাকলে, আনইন্সটল আপডেট করতে পারেন। এতে অ্যাপটি আগের ভার্সনে ফিরে যাবে।
• যাদের ফোনে এখনও আপডেট আসেনি, তারা Google Play Store-এ গিয়ে ডায়ালার অ্যাপের পেজ থেকে ডানদিকের থ্রি ডট (...) মেন্যুতে ক্লিক করে "Enable auto-update" অপশনটি অফ করে রাখতে পারেন। এতে অ্যাপটি অটো আপডেট হবে না। আপডেট আসলে আপনার নতুন ডিজাইন পছন্দ হলে নিজে আপডেট করে নিতে পারবেন।
তবে আপডেটের সাথে সাধারণত নিরাপত্তাজনিত বিভিন্ন আপডেটও থাকে, যা ফোনকে নিরাপদ রাখতে সাহায্য করে, তাই আপডেট আনইন্সটল করা বা অফ করে রাখার চেয়ে আপডেট দিয়ে নতুন ডিজাইনের সাথে মানিয়ে নেওয়াই ভালো।