BD POST

BD POST সত্য প্রকাশে আপোষহীন।

02/07/2025

যে সংস্কার হাসিনা করতে চায় না একই সংস্কার আজ বিএনপি করতে দিচ্ছে না: ব্যারিস্টার ফুয়াদ

পালালেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদপ্রায় বিনা বাধায় বিদ্রোহী যোদ্ধারা সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে শহর...
08/12/2024

পালালেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

প্রায় বিনা বাধায় বিদ্রোহী যোদ্ধারা সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আর আসাদ। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশের দাবি করে বিদ্রোহীরা।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রোববার দামেস্ক থেকে একটি অজানা গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গেছেন। দুই সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিদ্রোহীরা রাজধানীতে প্রবেশের সময় তারা কোনো সেনা সদস্য দেখেনি।
এদিন হাজার হাজার মানুষ গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের একটি প্রধান চত্বরে জড়ো হয়ে "স্বাধীনতার" স্লোগান দিচ্ছিল। বিদ্রোহীরা বলেছে, "আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দীদের মুক্ত করার এবং তাদের শিকল মুক্ত করার এবং সেদনায়া কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি।"
ফ্লাইটরাডার ওয়েবসাইটের তথ্য অনুসারে, রাজধানীকে বিদ্রোহীরা দখল করে নেয়ার খবর পাওয়া যাওয়ার সময় সিরিয়ান এয়ারের একটি বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়েছিল, যা আসাদের আলাউইট সম্প্রদায়ের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু তারপরে একটি আকস্মিক ইউ-টার্ন নিয়ে বিপরীত দিকে উড়ে যায়। পরে আর মানচিত্রের মধ্যে ওই বিমান দেখা যায়নি। তবে ঠিক কোথায় গিয়েছেন সিরিয়ার এই প্রেসিডেন্ট তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বিদ্রোহীরা দামেস্কের কাছে সেদনায়া কারাগারের সব বন্দীদের মুক্ত করে দিয়েছে। অধিকার গোষ্ঠীগুলো বলছে, সরকারী বাহিনী সেখানে থাকা বন্দীদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে। বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছে, "আমরা সেদনায়া কারাগারে অত্যাচারের যুগের সমাপ্তি ঘোষণা করছি।"
প্রসঙ্গত, গত মাসের শেষে হঠাৎ করেই সিরিয়ার পরিস্থিতি বদলাতে শুরু করে। ২৭ নভেম্বর বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে আক্রমণ শুরু করে। পরে গত রোববার (০১ ডিসেম্বর) বিদ্রোহীরা আলেপ্পোর কুর্দি যোদ্ধাদের দখলে থাকা কিছু সংখ্যাগরিষ্ঠ কুর্দি জেলা ছাড়া, বাকি অংশ নিজেদের দখলে নেয়। পরে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দেশের চতুর্থ বৃহত্তম শহর হামা দখলে নেয় বিদ্রোহীরা। শুক্রবার (০৭ ডিসেম্বর) সরকার নিয়ন্ত্রিত রাজধানী দামেস্ক ঘেরাও করার জন্য অভিযান শুরু করে তারা। এর মধ্যে রোববার (০৮ ডিসেম্বর) সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ দখল করার ঘোষণা দেয় বিদ্রোহীরা। অবশেষে পালিয়ে গেলেন বাশার আল-আসাদ।

24/02/2024


#বাংলাদেশ নিয়ে ডোনাল্ড লুয়ের এর নতুন মিশন?

একি তথ্য ফাঁস করে দিলেন গোলাম মাওলা রনি 👇

18/01/2024

পিটার হাস শাহাজান ওমরের পথে?
শাহেদ আলম,
ভিডিও বাংলা ইনফো

05/01/2024

গণঅধিকার পরিষদ এর হরতাল

04/01/2024

জানুয়ারি ৪ বৃহস্পতিবার ২০২৪
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকদল।
মোটরসাইকেল র‌্যালি।
————————
ড্যামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে ও অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি #শেখ_ফরিদ_হোসেন_ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চান মিয়া সর্দার সাংগঠনিক সম্পাদক এস এ খোকন ও সহ সভাপতি নাসির উদ্দিন পলাশের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে নিয়ে বনানী থেকে এয়ারপোর্ট হয়ে বনানী এসে মোটরসাইকেল র‌্যালি শেষ হয়।

02/01/2024

৭ জানুয়ারি ভোট নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন?

24/12/2023

মাওলানা মামুনুল হক কে ভারতীয় রয়ের পরামর্শে শেখ হাসিনা জেলে রেখেছে?
ভিপি নুরুল হক নুর 👇

23/12/2023

এই নৌকা নূহ নবীর বলায় শেখ হাসিনা কে হুঁশিয়ারি করে দিলেন ভিপি নুর 👇

22/12/2023

আবারো নুরের লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশে বাঁধা?

22/12/2023

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গণ অধিকার পরিষদের পথসভায় বক্তব্য রাখছেন ডাকসু ভিপি,গণ অধিকার পরিষদের সভাপতি #নুরুলহকনূর

20/12/2023

এবার অসহযোগ আন্দোলনের ঘোষণা দিলো বিএনপি?

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when BD POST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share