05/02/2023
দু বাংলার নজরুল প্রেমীদের অংশগ্রহণে জমজমাট নজরুলীয় আড্ডায় অনুষ্ঠিত।
মহান ভাষার মাসে নজরুলীয় আড্ডায় এবার বরণকরা হলো দু বাংলার নজরুল প্রেমীদের।
কথা সাহিত্য অনন্য অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার ২০২৩ প্রাপ্ত কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ পারভেজ হোসেনকে এবং ভারতীয় লেখক অগ্নি শিখা ও সংগীত শিল্পী তন্ময় মুখোপাধ্যায় কে বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির পক্ষ হতে বিশেষ সম্বর্ধনা প্রদান সেই সাথে এটিএম প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান লায়ন আলহাজ্ব আমিরুল গণি খোকন,
বাংলাদেশ ব্যাংক এর এডিশনাল ডিরেক্টর, জাতীয় নারী সাহিত্য পরিষদের সভাপতি, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির যুগ্ম আহবায়ক, পুথি সম্রাজী, বাচিক শিল্পী কবি হাসিনা মমতাজ হাসি ও এইচ এম আরিক খান এরর শুভ জন্মদিন উদযাপন৷ ও করা হয়।
৪ ঠা ফেব্রুয়ারী ২০২৩ শনিবার বিকেল ৬ ঘটিকায় ঢাকাস্থ পুরানা পল্টন ফুড ভিলেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় বর্নাঢ্য আয়োজন।
বরেণ্য কবি নজরুল বাঙ্গালীর সভাপতিত্বে ও নজরুল গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর শহীদ মনজু এর উপস্থাপনায় অনুষ্ঠিত আনন্দ আয়োজনে উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির আহবায়ক মুহাম্মদ আতা উল্লাহ খান।
অনুষ্ঠানে বিশিষ্ট কথা সাহিত্যিক ও বরেণ্য শিক্ষাবিদ পারভেজ হোসেন কে নজুরুল স্মারক ও ভারতীয় বরেণ্য লেখক কবি অগ্নি শিখা ও ভারতীয় জনপ্রিয় সংগীত শিল্পী তন্ময় মুখোপাধ্যায় কে মুজিব শতবর্ষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়াও ভারতীয় প্রতিনিধিবৃন্দ লায়ন আলহাজ্ব আমিরুল গণি খোকন ও কবি হাসিনা মমতাজ হাসিকে মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড তুলে দেন।
কথা আড্ডা, গান, কবিতা ও শুভেচ্ছা জ্ঞাপনে উপস্থিতি ছিলেন লেখক গবেষক ও রাস্ট্র চিন্তক সামশুল আলম চৌধুরী সুরমা ভাই জাতীয় তরুন সংঘের সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক প্রযুস এর সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল , বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট আবুল কাসেম মজুমদার বিডিপির সভাপতিকাজী মহিউদ্দিন , জাতীয় নারী আন্দোলন এর সভাপতি মিতা রহমান কবি রবিউল আলম, কবি খালেদা আক্তারকবি ইসমত আরা, জাহাঙ্গীর আলম, সংবাদ পাঠিকা জান্নাতুন নাহার বিথি, মিসেস রুবিনা খান সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দু বাংলার জনপ্রিয় শিল্পী ওস্তাদ জামাল হাসান, আলাউদ্দিন , সীমা, মাহী খান,দুলদুল ও তন্ময় মুখোপাধ্যায় এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে।