31/08/2025
প্রতিদিন সকালে উঠেই আপনি কী করেন?
পরিসংখ্যান বলছে প্রায় ৬৯শতাংশ মুঠোফোন ব্যবহারকারী সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তাকান স্ক্রিনে। ঢলো ঢলো চোখে স্ক্রল করেন নিউজফিড,
দেখে নেন কারা লাইক দিল,
কে কোন স্টোরি দিল,
দেশে কী চলছে?
ম্যাসেঞ্জারে কে কি লিখলো….. তারপর সেখান থেকে সুইপ করে করে একের পর এক রিলস দেখাসহ নানা কিছু। চোখের পলকেই চলে গেল আধাঘন্টা বা তার বেশি কিছু।
আমরা মনে করি আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি। কিন্তু আসল তথ্য হলো, সোশ্যাল মিডিয়া-ই ব্যবহার করছে আমাদের। আমাদের প্রতিটি লাইক, কমেন্ট, রিঅ্যাক্ট—সবকিছু রেকর্ড হচ্ছে।
আমাদের প্রিয় রঙ, ভয়, স্বপ্ন, এমনকি রাগ করার সময়টাও—সব লেখা আছে এক অদৃশ্য সার্ভারে। প্রিয় মানুষের সাথে একান্ত গোপন কিছু কথা কিংবা ধারণ করা মুর্হূতের ভিজ্যুয়ালও জমা থাকছে ডিজিটাল মায়াজালে।
কী ভয় পাচ্ছেন? চিন্তার ভাঁজ জমছে কপালে? তাহলে জেনে রাখুন আমাদের তথ্য কেউ জোর করে বা চুরি করে নেয়নি। আমরা স্বেচ্ছায় এই তথ্য তুলে দিয়েছি। কারণ আমরা মনে করেছিলাম সোশ্যাল মিডিয়া আমাদের খুব নিরীহ একটা বিনোদনের জায়গা। সেই মনে করা থেকেই ওদের জানিয়ে দিয়েছি আমাদের তথ্যভান্ডারের সবকিছু।
বিপদ আরও আছে। যে ইন্টারনেটে আপনি ঢু মারছেন, এটা গোটা ইন্টারনেট জগতের মাত্র ৪শতাংশ। বাকি ৯৬শতাংশে আপনি প্রবেশ করতে পারছেন না। প্রবেশ করতে চাইলে কৌশলে গোপন করতে হবে নিজেকে। সেখানে অস্ত্র-অপরাধ-গেইমস-অঙ্গপ্রত্যঙ্গ আর বিরল উপকরনের মার্কেট প্লেস দেখে বিস্মিত হয়ে যাবেন। আপনার হারিয়ে যাওয়া সেই অন্ধকার জগতের নাম ‘ডার্কওয়েব’। যেখানে বেচাকেনা হয় মুদ্রা নয়, তথ্যের। একটা ছবি, একটা পরিচয়, কিংবা আপনার অবস্থানের ডেটা—সবই হতে পারে কোটি টাকার সমান দামী। আপনি যা জানেনা, সেই অজানা দুনিয়াই আপনার জীবনকে চালিত করছে।
আর এই খেলায় নতুন খেলোয়াড় হলো AI; যা আপনি দেখছেন, যা পড়ছেন, কিংবা যা ভাবছেন—সব বিশ্লেষণ করছে অ্যালগরিদম।
শুরুতে AI ছিল আইডিয়া জেনারেটর, আর আপনি ছিলেন ডিসিশন মেকার। এখন ডিসিশন নেবার কাজটাও শুরু করে দিয়েছে AI. এটি এখন শুধু মেশিন নয়—এটি ডিজিটাল ভবিষ্যৎদ্রষ্টা। আপনার মুড, পরের পদক্ষেপ, এমনকি কেনাকাটার তালিকা পর্যন্ত অনুমান করতে পারে এই প্রযুক্তি। আপনি স্ক্রিনে তাকান্, আর স্ক্রিনও তাকিয়ে থাকে আপনার চোখে।
এই অদৃশ্য দুনিয়ার আসল শিকার হচ্ছে প্রাইভেসি। আপনি দরজা বন্ধ করে জানালা লাগিয়ে ভাবছেন নিজেকে আড়াল করেছেন। —কিন্তু বাস্তবতা হলো আপনার ফোনের ক্যামেরা, ল্যাপটপের মাইক্রোফোন, কিংবা অনলাইন একাউন্ট—সবসময় খোলা জানালার মতো। যার ওপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য চোখ। আপনি হয়তো কিছু দেখছেন না, কিন্তু কেউ না কেউ আপনাকে দেখছে। প্রতিদিন, প্রতিক্ষণ।
এই ডিজিটাল দুনিয়া আমাদেরকে দিয়েছে সুবিধা, দিয়েছে স্বাধীনতা।
কিন্তু সেই স্বাধীনতার বিনিময়ে আমরা দিয়েছি সবচেয়ে দামী জিনিস—আমাদের ব্যক্তিগত জীবন।
আমরা যতই ভাবি, আমরা নিয়ন্ত্রণে আছি—আসলে আমরা সবাই এক বিশাল ডিজিটাল মায়াজালের অংশ।
এই অদৃশ্য জগতের রহস্য, সোশ্যাল মিডিয়ার কৌশল, ডার্কওয়েবের ছায়া, AI-এর ক্ষমতা আর আমাদের হারিয়ে যাওয়া প্রাইভেসি নিয়েই জটCast এর নতুন পর্ব:
‘ডিজিটাল মায়াজাল: সোশ্যাল মিডিয়া, ডার্কওয়েব, AI ও প্রাইভেসি’
🗓️ ৪ সেপ্টেম্বর ২০২৫ | রাত ৯টা ১৭ মিনিট
আপনার স্ক্রিনে।
প্রস্তুত তো? 😉"