Soyon

Soyon কয়েকশো জিন্দা লাশ নিয়ে
ঘঠিত আমার ফ্রেন্ড লিস্ট
(2)

আফগানিস্তানে ২০০১ সালে আমেরিকা হা*ম*লা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র!(ওসামা বিন লাদেন শহীদ )ইরাকে ২০০৩ স...
23/06/2025

আফগানিস্তানে ২০০১ সালে আমেরিকা হা*ম*লা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র!
(ওসামা বিন লাদেন শহীদ )

ইরাকে ২০০৩ সালে আমেরিকা হা*ম*লা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(সাদ্দাম হোসেন শহীদ)

লিবিয়া ২০১১ সালে আমেরিকা হা*ম*লা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(গাদ্দাফি শহীদ)

মিশরে ২০২১ সালে আমেরিকার সহযোগিতা সিসি যখন গ*ণ*হ ত্যা চালিয়ে ক্ষমতা দখল করে, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(মুরসি শহীদ)

২০২৪ আমেরিকা ও ইজরায়েল মিলে ইব্রাহিম রাইসিকে শহীদ)

এখন ইরান...?
২০২৫ সালে আমেরিকার সহযোগিতায় ইসরাইলের হা*ম*লা, এখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
(আলী খামেনেয়ী শহীদের ধারপ্রান্তে)

অবশিষ্ট রইল বাংলাদেশ-পাকিস্তান
কখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
এভাবেই কি নিভে যাবে মুসলিম রাষ্ট্রের প্রদিব গুলো!

এখনো সময় আছে এক হও "মুসলিম"
হে আল্লাহ,, আপনি ইরানকে গায়েবি সাহায্যের মাধ্যমে জয় করুন,,,,,,,
Soyon Islam

খিলগাঁও গোড়ান ৮নং পানির পাম্প হইতে এই ২টা ছেলে হারানো গিয়েছে, যদি কোনো হৃদয়বাদ ব্যাক্তি পেয়ে থাকেন দয়া করে ০১৬০৬৫০৬০৯৫এই...
20/06/2025

খিলগাঁও গোড়ান ৮নং পানির পাম্প হইতে এই ২টা ছেলে হারানো গিয়েছে, যদি কোনো হৃদয়বাদ ব্যাক্তি পেয়ে থাকেন দয়া করে ০১৬০৬৫০৬০৯৫এই নাম্বার এ যোগাযোগ করবেন,ওদের নাম হচ্ছে (মোঃ আহাদ, বয়স ৭)এবং(মোঃ ইয়ামিন, বয়স ৮) বিকাল হইতে হারানো গেয়েছে।

18/06/2025

স্বামীর টাকা মানে বউয়ের টাকা আর বউয়ের টাকা মানে কার টাকা

বলে যাবেন কিন্তু
06/06/2025

বলে যাবেন কিন্তু

05/06/2025

সরিষা তেল 💫
আঞ্চলিক ভাষা কি বলে 🇧🇩

সবাই কমেন্ট করুন

04/06/2025

বৃহস্পতিবার হজ্জের খুতবা,শুক্রবার জুমা'র খুতবা,শনিবার ঈদের খুতবা।
আলহামদুলিল্লাহ

30/05/2025

"জুয়েলারি শপ যদি আজ থেকে এক বছরের জন্য বন্ধ থাকে, এতে আপনার কোনো সমস্যা হবে?"

27/05/2025

১ কেজি ল্যাংরা আমের দাম ৮০ টাকা হলে ১ কেজি সুস্থ আমের দাম কত হবে?

জানতে চায় আমার মন

এখনকার ছেলেমেয়েরা কল্পনাও করতে পারবে না আগে আমরা কি কি কারণে মার খেতাম:১. মাইর খাবার পরে কাঁদলে। ২. মাইর খাবার পর না কা...
27/05/2025

এখনকার ছেলেমেয়েরা কল্পনাও করতে পারবে না আগে আমরা কি কি কারণে মার খেতাম:

১. মাইর খাবার পরে কাঁদলে।
২. মাইর খাবার পর না কাঁদলে।
৩. না মারা সত্ত্বেও কান্নাকাটি করলে।
৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে।
৫. খেলতে গিয়ে মাইর খেয়ে আসলে।
৬. খেলতে গিয়ে কাউকে মেরে আসলে।
৭. বড়দের কথার উত্তর না দিলে।
৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে।
৯. অনেকদিন মাইর না খেয়ে থাকলে।
১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে।
১১. বাড়িতে অতিথি এলে বা কারও বাড়ি গিয়ে নমস্কার/সালাম না দিলে।
১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিতে গিয়ে ধরা পড়লে।
১৩. অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হা করে তাকিয়ে থাকলে।
১৪. অতিথি বাড়ি থেকে চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে।
১৫. খেতে না চাইলে।
১৬. সন্ধ্যা নামার আগে বাড়ি না ফিরলে।
১৭. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে এলে।
১৮. জেদ দেখালে।
১৯. কারও সাথে মারামারি করে হেরে এলে।
২০. কাউকে বেশি করে পিটিয়ে এলে।
২১. বেশি সময় নিয়ে খাওয়া-দাওয়া করলে।
২২. বেশি দ্রুত খাওয়া-দাওয়া করলে।
২৩. সকালে ঘুম থেকে উঠতে না চাইলে।
২৪. রাতে ঘুমোতে দেরি করলে।
২৫. শীতকালে গোসল করতে না চাইলে।
২৬. গ্রীষ্মকালে বেশিক্ষণ ধরে গোসল করলে।
২৭. অন্যের গাছ থেকে আম, জাম, পেয়ারা পেড়ে খেলে।
২৮. স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে।
২৯. জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে।
৩০. পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ার সময় ধরা পড়ে গেলে।
৩১. পরীক্ষার আগে টিভি দেখলে।
৩২. দুধ খেতে না চাইলে।
৩৩. আচার চুরি করে খেলে।
৩৪. উষ্ঠা অর্থাৎ হোঁচট খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মারা হতো।
৩৫. কারও বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডভন্ড করলে।
৩৬. স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে।
৩৭. দুপুরে না ঘুমালে।
৩৮. পাশের বাসার কেউ পরীক্ষায় বেশি নাম্বার পেলে।
৩৯. খাতার পৃষ্ঠা নষ্ট করলে।
৪০. বই দাগাদাগি করলে।
৪১. শোকেস থেকে নতুন প্লেট, গ্লাস বের করলে।
৪২. পুকুরে ডুবাতে ডুবাতে চোখ লাল করে ফেললে।
৪৩. বড়দের আড্ডার মধ্যে ঢুকলে।
Soyon Islam

Address

Dhaka

Telephone

+8801730905268

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soyon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share