Cow Lover’s Bangladesh

Cow Lover’s Bangladesh welcome cow lovers of Bangladesh

Riyad Hossain ভাইয়ের ২০১৮ সালের কুরবানির গরু ছিলো। এই জোড়া কংক্রাজ ৩ লাখ ১৫ হাজার টাকায় জোড়া টি কেনা হয়েছিলো আহ কোথায় গে...
09/08/2025

Riyad Hossain ভাইয়ের ২০১৮ সালের কুরবানির গরু ছিলো। এই জোড়া কংক্রাজ ৩ লাখ ১৫ হাজার টাকায় জোড়া টি কেনা হয়েছিলো আহ কোথায় গেলো সেই দিন গুলো, আজ একটা কংক্রাজ কিনতেই ৫/৬/৭ লাখ টাকা লাগে



#ওভাইকত

যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্ন...
21/07/2025

যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

বৃষ্টি থামার পর মুহূর্তের দিয়াবাড়ি হাট❤️       #ওভাইকত
13/07/2025

বৃষ্টি থামার পর মুহূর্তের দিয়াবাড়ি হাট❤️



#ওভাইকত

কোরবানির উট।সাল-১৯৯৫, মূল্য-৯০,০০০/- ক্রেতা-হাজী গোলাম মোস্তফা ফকিরাপুল,ঢাকা।গাবতলী হাট থেকে কিনা।       #ওভাইকত        ...
08/07/2025

কোরবানির উট।

সাল-১৯৯৫, মূল্য-৯০,০০০/- ক্রেতা-হাজী গোলাম মোস্তফা ফকিরাপুল,ঢাকা।

গাবতলী হাট থেকে কিনা।



#ওভাইকত

নাটোরের হাজী রেকাত আলী চাচার কুরবানির গরু ২০২৫ 🔥🔥🔥🔥🔥 এক একটা দেখার মতো জিনিস ছিলো 😍😍😍😍😍        #ওভাইকত                  ...
06/07/2025

নাটোরের হাজী রেকাত আলী চাচার কুরবানির গরু ২০২৫ 🔥🔥🔥🔥🔥 এক একটা দেখার মতো জিনিস ছিলো 😍😍😍😍😍




#ওভাইকত

মেহেরপুর উজ্জল ভাইয়ের ব্রাহমা ক্রস বাচ্চা টপ কোয়ালিটি দেখার মতনদাম চেয়েছে ২০ লক্ষ্য ১৬ লক্ষ্য অফার ও করেছে তাও দেয়নি ...
05/07/2025

মেহেরপুর উজ্জল ভাইয়ের ব্রাহমা ক্রস বাচ্চা টপ কোয়ালিটি দেখার মতন
দাম চেয়েছে ২০ লক্ষ্য
১৬ লক্ষ্য অফার ও করেছে তাও দেয়নি




#ওভাইকত

এ বছর ছোট ভাইটাকে খুব মিস করছি খুব বড় মনের গরু লাভার ছিলো 😔        #ওভাইকত
29/06/2025

এ বছর ছোট ভাইটাকে খুব মিস করছি খুব বড় মনের গরু লাভার ছিলো 😔





#ওভাইকত

ফতুল্লা হাট থেকে কেনা। হাসিল সহ ১৪১০০০টাকা হাদিয়া।         #ওভাইকত
26/06/2025

ফতুল্লা হাট থেকে কেনা।
হাসিল সহ ১৪১০০০টাকা হাদিয়া।





#ওভাইকত

আমার মতে এইবার ২০২৫ সালে সবাই ভালো দামে কোরবানির পশু কিনতে পারছে আর বাজার ভালো ছিলো, আপনাদের কি মতামত?
26/06/2025

আমার মতে এইবার ২০২৫ সালে সবাই ভালো দামে কোরবানির পশু কিনতে পারছে আর বাজার ভালো ছিলো, আপনাদের কি মতামত?

ইমরান বাইন** যখন জেলের ভেতর থেকে জানতে পারে এবার বড় গরুর দাম অনেক কম গেছে...;;;;         #ওভাইকত                       ...
26/06/2025

ইমরান বাইন** যখন জেলের ভেতর থেকে জানতে পারে এবার বড় গরুর দাম অনেক কম গেছে...;;;;






#ওভাইকত

৪৪টা যুদ্ধবিমান! এটাই বাংলাদেশ। কিন্তু যুদ্ধ বিমানে কোন অ*স্ত্র নেই !যা আছে তাও পুরোনো, জং ধরা, আধুনিকতার ধারে কাছে না!ন...
24/06/2025

৪৪টা যুদ্ধবিমান! এটাই বাংলাদেশ। কিন্তু যুদ্ধ বিমানে কোন অ*স্ত্র নেই !
যা আছে তাও পুরোনো, জং ধরা, আধুনিকতার ধারে কাছে না!নেই ভালো মানের এয়ার ডিফেন্স সিস্টেম।
আর আমরা লজ্জা না পেয়ে গর্ব করি—"স্বাধীন দেশ!"

ভারত ৫০০টা নিয়ে একসাথে ৫টা ফ্রন্ট সামলাতে পারে,
পাকিস্তান ৪৪৫টা নিয়ে যুদ্ধের জন্য রেডি।
চীন সম্প্রতি তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট উন্মোচন করেছে।
ভারত রমরমা ঢোল ফিটিয়ে হাইপারসনিক ক্ষেপনাস্ত্র টেস্ট করল।
পাকিস্তান বানাচ্ছে ICBM

আর আমরা?
দলবাজিতে মাস্টার!
পথে পথে সহ-সভাপতি
টকশোতে জেনারেল, ফেসবুকে কৌশলী, আর মাঠে?

আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন হয়, ধর্ষণ, ছিনতাই,চাঁদাবাজি,গুম,খু*ন করল অমুক দল,অমুক নেতা।

আমাদের একটাই স্পেশাল স্কোয়াড—
“Keyboard Battalion”!
পোস্ট দিবে, শেয়ার করবে, “দেশপ্রেম” জাহির করবে—
আর বাস্তবে, একটা গোলা উড়লে পাত্তা নাই!

আসল শত্রু বাইরের না—আমরা নিজেরাই শত্রু নিজেদের।
কারণ আমরা যুদ্ধের জন্য না,
তর্কের জন্য জন্মেছি।

বাচ্চা জন্মের পর স্কুলে ভর্তি হয় না, আগে দল চিনে!
ডাক্তার জীবন বাঁচায় না, দল বাঁচায়!
ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় না, বরাদ্দ চিবায়!
পুলিশ আর্মি অফিসারও রাজনীতির ব্যানারে ঝুঁকে পড়ে!

এই তো আমরা—মেধাহীন, পরিকল্পনাহীন, দায়িত্বহীন!
নেতারা গাড়িতে বুলেটপ্রুফ, আর দেশের সীমানা?
একটা ড্রোন আসলেও ধরার কেউ নাই!

একদিন হুট করে আকাশ কালো হবে,
বোমা পড়বে মাথার উপর—
তখন আর পোস্ট দেওয়ার সময় থাকবে না,
তখন বুঝব—"দেশটা ফেসবুক দিয়ে রক্ষা হয় না!"

তখন বুঝব—“বন্ধুদেশ” বলে কিছু নেই,
যার অস্ত্র আছে, তারই দাপট চলে!

এই ঘুম, এই ঢোল-বাজানো দেশপ্রেম,
সব পুড়ে ছাই হয়ে যাবে একটুখানি আগুনে।

আর তখন?
আমরা কাঁদব... কিন্তু কেউ শুনবে না।

ইলিয়াস হোসাইন

দুই লাখ ৩৫ হাজার টাকায় গরুটি কুরবানির জন্য ক্রয় করা হয়েছিল গরুটির টোটাল বডিতে মাংস হয়েছে ৩২০ কেজি। এবং  তেলের পরিমাণ...
24/06/2025

দুই লাখ ৩৫ হাজার টাকায় গরুটি কুরবানির জন্য ক্রয় করা হয়েছিল গরুটির টোটাল বডিতে মাংস হয়েছে ৩২০ কেজি।
এবং তেলের পরিমাণ মাত্র ১০ কেজি হয়েছে টোটাল বডিতে।





#ওভাইকত

Address

Dhaka

Opening Hours

10:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cow Lover’s Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category