RaFi IslaM

RaFi IslaM FinFluencer, Entrepreneur, Content Creator & Web Developer. https://rafiislam.com

Join Telegram Now
Skill Shikhi Squad By RaFi: https://t.me/+AhS-gK9TD740MDU1

14/10/2025

২০২৬ এ অনেকের স্কিল আর টিকবে না! আপনি প্রস্তুত তো?

13/10/2025

ক্লায়েন্ট এর পিছনে না পরে থেকে, ক্লায়েন্ট কে নিজের পিছনে নিয়ে আসেন।

12/10/2025

মানুষের সঠিক সময় কখনোই আসবে না

12/10/2025

আজকে এক জায়গায় পড়লাম, OpenAI আর Apple মিলে এমন একটা অ্যাপ বানাবে যেটা নাকি আপনার voice tone শুনেই বুঝে যাবে আপনি stressed না cool।

ভাবেন একবার! ফোনই বুঝে ফেলবে আপনি কোন মুডে আছেন?

ভবিষ্যতের মার্কেটিং কেমন হবে জানেন?

“Client মুডে থাকলে proposal পাঠান। না হলে ChatGPT কে বলেন – ঠিক কবে মুড ঠিক হবে?”

এটা মজা করে বললাম… কিন্তু এর পেছনে অনেক গভীর সত্যতা আছে।

AI আসলে দিনকে দিন এমনভাবে imporve করতেছে নিজেকে, Freelancing, business, এমনকি personal life-ও পাল্টে যাবে।

প্রশ্ন একটাই: আমরা কি এই evolution-এর জন্য প্রস্তুত?

11/10/2025

Marketplace ছাড়াই ক্লায়েন্ট পাবেন কিভাবে? সত্যটা জানুন!

08/10/2025

First Time Bungee Expereince in Nepal - এক লাফে ভয়, উত্তেজনা আর স্বাধীনতা!

আমরা বেশিরভাগ মানুষ সারাজীবন শুধু টাকার জন্য কাজ করি, কিন্তু আসল বুদ্ধিমত্তা হলো টাকাকে আমাদের জন্য কাজ করানো। চাকরি বা ...
07/10/2025

আমরা বেশিরভাগ মানুষ সারাজীবন শুধু টাকার জন্য কাজ করি, কিন্তু আসল বুদ্ধিমত্তা হলো টাকাকে আমাদের জন্য কাজ করানো।
চাকরি বা কাজ করে আয় করা দরকার, কিন্তু সেটাই গন্তব্য নয়। আয়ের একটা অংশ বিনিয়োগ করুন এমন জায়গায়, যেখান থেকে আপনি ঘুমানোর সময়ও আয় পাবেন।বিনিয়োগ মানে শুধু টাকা নয় - সময়, স্কিল, আর জ্ঞানও।শুধু কাজ নয়, শেখার দিকেও বিনিয়োগ করুন প্রতিদিন।একদিন দেখবেন, টাকা আর আপনি একে অপরের সঙ্গী, প্রতিদ্বন্দ্বী নয়।
“Don’t work for money; make money work for you”— Rich Dad Poor Dad

06/10/2025

High Value Client ধরার Blueprint – যা কেউ বলে না!

💰বাংলাদেশে Gold দাম ছুঁয়েছে সর্বোচ্চ চূড়ায়!এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি Gold-এ invest করবেন, নাকি অন্য কোথাও? 🤔ধরুন, আপন...
05/10/2025

💰বাংলাদেশে Gold দাম ছুঁয়েছে সর্বোচ্চ চূড়ায়!

এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি Gold-এ invest করবেন, নাকি অন্য কোথাও? 🤔

ধরুন, আপনি ১০ হাজার টাকা invest করতে চান এখন প্রশ্ন হলো সেই টাকা দিয়ে একটু Gold কিনবেন, না কি সেই টাকায় একটা Skill শিখবেন?
Gold-এর উদাহরণ দিয়েছি কারণ গোল্ডের দাম আকাশচুম্বী হচ্ছে দেখে ইদানিং সবাই শুধু বলছে “Gold কিনো Gold কিনো!” কিন্তু বাস্তবতা হলো, এখন Gold কিনতে যে পরিমাণ ভালো টাকা দরকার, তা অনেকের সামর্থ্যের বাইরে চলে গেছে।
আর আমি ভাবছি… 😅 ১০ হাজার টাকা দিয়ে Gold কিনলে তো পিনের মাথায় এক দানার মতো পাবে! কিন্তু সেই টাকা যদি আপনি নিজের উপর Invest করেন একটা Skill শেখার Course করেন, তাহলে সেই Skill দিয়েই একদিন আপনি Gold বারবার কিনতে পারবেন ইনশাআল্লাহ।

মনে রাখবেন Success শুধু টাকা রোজগারে না, Success আসে সঠিকভাবে টাকা ব্যবহারে। Invest করুন সেখানে, যেখান থেকে আসবে Value, Growth, আর ভবিষ্যতের নিশ্চয়তা। 💎

💪 জিম হোক বা ফ্রিল্যান্সিং – Regularity ছাড়া সফলতা নেই ❌Gym- এ ভর্তি হয়ে যদি একদিন যান, আরেকদিন না যান তাহলে শরীরের কোনো...
04/10/2025

💪 জিম হোক বা ফ্রিল্যান্সিং – Regularity ছাড়া সফলতা নেই ❌

Gym- এ ভর্তি হয়ে যদি একদিন যান, আরেকদিন না যান তাহলে শরীরের কোনো পরিবর্তন হবে না। কারণ ফিজিক্যাল স্ট্যামিনা বাড়ানোর জন্য Consistency সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত না হলে যত চেষ্টা করেন, ততই ব্যর্থ হবেন।

ফ্রিল্যান্সিংয়েও শুধু কোর্স করে বসে থাকলে কোনো লাভ নেই। কোর্স শেষ করার পর প্রতিদিন প্র্যাকটিস, নতুন স্কিল শেখা, নিজের প্রোফাইল ও কাজকে আপডেট রাখা এগুলোই আসল গেম চেঞ্জার।

১০ বার পড়ে গেলে কোনো সমস্যা নেই। কারণ মানুষ শুধু সেই মুহূর্তটিই মনে রাখে,যখন আপনি একবার সঠিকভাবে উঠে দাঁড়ান। 🏆
03/10/2025

১০ বার পড়ে গেলে কোনো সমস্যা নেই।
কারণ মানুষ শুধু সেই মুহূর্তটিই মনে রাখে,
যখন আপনি একবার সঠিকভাবে উঠে দাঁড়ান। 🏆

02/10/2025

আমার Freelancing Life Story: First Failure থেকে $300K Success!

Address

Dhaka, Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when RaFi IslaM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RaFi IslaM:

Share