08/11/2023
ছোটোবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত আমাদের #বেশিরভাগ বাবা-মা এবং শিক্ষক বলেছিলো দেখো পাশের বাসার ছেলে/মেয়ে ওমক রেজাল্ট করেছে, ওমক জায়গায় চান্স পেয়েছে, চাকরি পেয়েছে, লটা*রি পেয়েছে, বিদেশ গিয়েছে, ভালো পাত্র/পাত্রী পেয়েছে। তুমি কি করতে পেরেছো? তুমি তো তার মতোন কোনো উন্নতি করতে পারলা না! হয়তো এই কথা গুলো তারা আমাদের ভালোর জন্যই বলেছে কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ শিখেছি একটা ভয়া*নক শিক্ষা! জানেন সেটা কি?
আমরা শিখেছি অন্যের উন্নতি মানে আমার নিজের জন্য সেটা খারা*প। যদি কেউ ভালো অবস্থায় থাকে, ভালো চাকরি পায়, সফলতা পায় তখন আমাদের মুরুব্বিরা এমন ভাবে আলোচনা করে যেনো সেটা আমার জন্য খারা*প। তারপর আমরা মনে মনে কষ্ট পাই আর আমাদের নিষ্পাপ মন নিজের অজান্তেই কামনা করতে থাকে যেনো তার আশে পাশের নিজে ছাড়া আর কারোর যেনো কোনো উন্নতি সাধন না হয় কারণ উন্নতি হলেই তো আবারও তাকে ছোটো হতে হবে!!
অপরদিকে যখন আশেপাশের কেউ ফেইল করে, মাদকা*সক্ত হয়, ডিভোর্স হয়, ভালো চাকরি পায়না অথবা বিয়ে হয়না তখন আমাদের বেশিরভাগ মুরুব্বি আমাদের সামনেই তাকে টিটকারি মে*রে কথা বলে আর মজা নেয়। এতে করে আমাদের মতোন মানুষ নিজের অজান্তে মনে করি 'একদম ঠিক আছে, ভালোই হইসে।'
অর্থাৎ বিষয় টা এমন ভাবে দাড়ায় যে-
"অপরের খারা*প মানে তা আমার নিজের জন্য ভালো,
আর অপরের ভালো মানে আমার নিজের জন্য অসম্মানজনক।"
অনলাইনে আমরা যখন কাউকে ভালো থাকতে দেখি তখন সেখানে যেয়ে তাকে ক*ষ্ট দেওয়ার উদ্দেশ্যে খুবই নোং*রা ভাষায় অপমান করি!
আর যখন কাউকে বর্বাদ হতে দেখি তখন তাকে কমেন্ট করি 'আহারে, এমন কেনো হলো! অথবা একদম উচিৎ হয়েছে যা হয়েছে।"
প্রকৃতঅর্থে, সত্যটা হচ্ছে কেউ যখন ভালো থাকে সে কিন্তু তার আশেপাশের মানুষকে তার সাধ্য মতোন সাহায্য সহযোগিতা করে ভালো রাখে। আর কেউ যদি ভালো না থাকে তাহলে সে কখনোই অন্যকে বা পাশের মানুষকে ভালো রাখতে পারবেনা।
কিন্তু এই কথা আমরা বিশ্বাস করতে চাইনা। এইটাই সমস্যা।
যাই হোক সবাই ভালো থাকুন, পাশের মানুষটাকেও ভালো রাখুন। 😁