Bangladesh Protibedon

Bangladesh Protibedon Bangladesh Protibedon (www.bangladeshprotibedon.com) is bangla Newspaper. Providing latest Bangla ne https://youtube.com/channel/UCu0dCUEAFqtEMa0U7AN6mzg

13/01/2025

সাংবাদিক মাসুদ কামালের এক হাত নিলেন পিনাকি
-
-
-
#পিনাকি #মাসুদকামাল #সারজিস #হাসনাত

আমাদের দুই নায়ক  #হাসনাত  #সারজিস ---
12/01/2025

আমাদের দুই নায়ক #হাসনাত #সারজিস
-
-
-

12/01/2025

শুভেন্দুকে ধুয়ে দিল ভারতেরই মৌলভি
-
-
-

11/04/2024
24/11/2023

কলকাতা মটর ফেস্ট ২০২৩, জ্যোতির্ময় নলেজ পার্ক, সোনারপুর, কলকাতা
#কলকাতা_মটর_ফেস্ট ২০২৩ #জ্যোতির্ময়_নলেজ_পার্ক #তেমাথা #কালিকাপুর #সোনারপুর #কলকাতা #কালিকাপুর_নার্সিংহোম লিমিটেড, #সরস্বতী_অনলাইন প্রতিষ্ঠাতা ার্থসারথি_গাঙ্গুলি
2023 limited founder

16/11/2023

Live বিশ্বকাপ ক্রিকেটের ২য় সেমিফাইনাল ম্যাচ

শ্রীলঙ্কায় মুশফিক ও মিরাজ
29/08/2023

শ্রীলঙ্কায় মুশফিক ও মিরাজ

ভোক্তা অধিকার নিশ্চিতে আইনের পাশাপাশি সচেতনতা জরুরি-বাণিজ্যমন্ত্রীভোক্তা অধিকার নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি ভোক্ত...
12/08/2023

ভোক্তা অধিকার নিশ্চিতে আইনের পাশাপাশি সচেতনতা জরুরি-বাণিজ্যমন্ত্রী

ভোক্তা অধিকার নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি ভোক্তাদের অধিকতর সচেতন হওয়ার আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।

আজ রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি’র যৌথ উদ্যোগে আয়োজিত ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক ছায়া সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। ভোক্তাদের যেমন তার অধিকার সমন্ধে সচেতন হতে হবে তেমনি ব্যবসায়ীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবিক মূল্যবোধের পরিচয় দিতে হবে। মূল্যবোধের অবক্ষয় নয় বরং জাগরন দরকার। দাম না কমালে আমদানি করা হবে এমন হুঁশিয়ারি দিলেই দাম কমে। রমজান মাসেই আসলেই পণ্যের দাম বাড়ে। এগুলো পরিহার করতে হবে। ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে অনেকে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ভোজ্যতেল এবং চিনির প্রায় চাহিদার পুরোটাই আমদানি করতে হয়। এগুলো ছাড়াও যে কোনো পণ্য আমদানি করা হলে ব্যবসায়ীদের মুনাফা রেখেই ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের মাধ্যমে সরকার মূল্য নির্ধারণ করে দেয়। তারপরও দেখা যায় অতি মুনাফার লোভে কিছু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রয় করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করে অসৎ ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে শুধু আইন প্রয়োগ করে দমন করা সম্ভব নয় বলেও জানান তিনি।

টিপু মুনশি বলেন, খাদ্য সংকট হবে এই চিন্তা করে অতিরিক্ত মজুদ করা ঠিক নয়। কিন্তু আমাদের দেশের মানুষ এইটা করেন থাকেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় দেশে সকল পণ্যে পর্যাপ্ত আছে। কৃষি বিপ্লবের ফলে বাংলাদেশ অনেক পণ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কোনো পণ্যের সংকট পড়লে সরকার আমদানি করে থাকে। সরকার সবসময় চেষ্টা করে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। আবার ভোক্তারাও যেন সহজে পণ্য ভোগ করতে পারে।

মন্ত্রী আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে খাদ্য পণ্য আমদানি বাধাগ্রস্ত হয়েছে। যারফলে শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বে এর প্রভাব পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এটা শুধু আমাদের দেশে নয় বিশ্বের সকল দেশেই বৃদ্ধি পেয়েছে।

এপ্রসঙ্গে তিনি বলেন নিম্নবিত্ত মানুষের কষ্টের কথা ভেবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে খাদ্যপণ্য বিক্রয় করছে। সারাদেশে এককোটি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে তেল, ডাল এবং চালসহ অন্যান্য পণ্য সরবরাহ করা হচ্ছে। দেশে অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার বিশাল অংকের ভর্তুকি দিয়ে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

পরে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিম বা মুরগি অথবা পিঁয়াজ কিংবা কাঁচা মরিচের দাম বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না। এগুলোর উৎপাদন, চাহিদা অন্য দুটি মন্ত্রণালয়ের কাছে থাকে। সরকার এসব পণ্যের যে দাম নির্ধারণ করে দেয় সেটি অনুযায়ী বিক্রি হচ্ছে কিনা তা ভোক্তা অধিকার তদারকি করে থাকেন। কিন্তু যেকোনো পণ্যের দাম বাড়লেই বাণিজ্য মন্ত্রণালয়কে কাঠগড়ায় দাঁড়াতে হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে অভিযান পরিচালনা করার জন্য যে পরিমাণ লোকবল প্রয়োজন সে পরিমাণ জনবল তাদের নেই। আমরা বাড়ানো উদ্যোগ নিয়েছি। এই দপ্তরের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা দরকার। নিজস্ব কর্মকর্তাদের অথবা যারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এধরনের কর্মকর্তাদের ভোক্তা অধিদপ্তরে পদায়ন করা যায় বলেও অভিমত ব্যক্ত করেন।

মক পার্লামেন্টে স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান।

প্রথমদিনে ‘শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়‘ শীর্ষক প্রস্তাবের পক্ষে ইডেন মহিলা কলেজ এবং বিপক্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করে ইডেন মহিলা কলেজ বিজয় লাভ করে।

উল্লেখ্য, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

24/07/2023

CricTiding is really a good sports news portal. Your cricket news is excellently presented.
Best of Luck.

দেশের বাহিরে লীগ খেলতে যাচ্ছেন তারা
20/07/2023

দেশের বাহিরে লীগ খেলতে যাচ্ছেন তারা

এক সময়ের জনপ্রিয় কলম। কার কার মনে আছে?
05/07/2023

এক সময়ের জনপ্রিয় কলম। কার কার মনে আছে?

10/06/2023

সিরাজুল আলম খানের মৃত্যুতে ভেঙে পড়েছেন আ স ম আব্দুর রব

বৈশাখী টেলিভিশনের সাবেক চিত্র সাংবাদিক ও বাংলাদেশ প্রতিবেদন এর দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি কামাল পারভেজ আজ সন্ধ্যা...
20/04/2023

বৈশাখী টেলিভিশনের সাবেক চিত্র সাংবাদিক ও বাংলাদেশ প্রতিবেদন এর দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি কামাল পারভেজ আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ইন্তেকাল করেছেন। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

16/04/2023

#নিউ_মার্কেট আ*গুণ

Can you solve this 🤔 সঠিক উত্তর দাতাদের মধ্যে লটারির মাধ্যমে ৫ জন পাবে বাংলা নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় পুরস্কার। সর্বনিম্ন...
14/04/2023

Can you solve this 🤔 সঠিক উত্তর দাতাদের মধ্যে লটারির মাধ্যমে ৫ জন পাবে বাংলা নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় পুরস্কার। সর্বনিম্ন ৫টি পাবলিক গ্রুপে শেয়ার করে স্ক্রিনশট ইনবক্স করতে হবে।

05/04/2023

বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সরাসরি

Address

70-71 Outer Circular Road
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Protibedon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Protibedon:

Share