
04/07/2025
প্রশংসা পেলে আমাদের মন ভালো লাগে। কিন্তু নিন্দাকে আমরা সহজভাবে গ্রহণ করতে পারি না।
কিন্তু একজন পরিণত মানুষ জানে নিন্দা, যদি যুক্তিসম্মত হয়, তাহলে তা উন্নতির সুযোগ। আর অযুক্তিসম্মত হলেও, তা সহনশীলতা ও ধৈর্যের অনুশীলন।
সব মানুষ যেমন একভাবে ভাববে না, তেমনি সবাই সব সময় আমাদের পছন্দ করবে না।
কেউ বলবে "ভালো করছো", কেউ বলবে "এটাই ভুল" এটাই দৃষ্টিভঙ্গি।
তাই আমি প্রশংসা যেমন শান্তভাবে গ্রহণ করব, নিন্দাও গ্রহণ করব সহজভাবে।
আজকের অটোসাজেশন,
"প্রশংসার মতো নিন্দাকেও আমি সহজভাবে গ্রহণ করব।"