29/11/2025
ATR বেঁচে যাবে"—এই ধারণা এবার ভুলে যান! 🚫
PMNC ফিক্সিং নিয়ে যারা ভাবছেন "কিছুই হবে না"—তাদের জন্য কিছু কথা। ⚠️
অনেকেই বলছেন, "টুর্নামেন্ট চলাকালীন সময়েও তো রিপোর্ট হয়েছিল, তখন তো কিছু হয়নি। এবারও কিছু হবে না।"—তাদের অবগতির জন্য জানাচ্ছি, এবারের পরিস্থিতি আর আগের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কেন?
১. সন্দেহ বনাম স্বীকারোক্তি (Suspicion vs Confession):
আগে আমাদের কাছে শুধুই সন্দেহ ছিল, কোনো শক্ত প্রমাণ ছিল না। কিন্তু এবার খোদ Aether Force (ATR)-এর মেইন প্লেয়াররাই (XOXO এবং Synix) পাবলিকলি স্বীকার করেছে যে তারা ম্যানেজমেন্টের চাপে পড়ে ফেরি পিয়ারে নেমে ফ্রি কিল দিতে বাধ্য হয়েছিল। আইনের ভাষায় এটাকে বলা হয় "Self-Admission"। যখন অপরাধী নিজেই অপরাধ স্বীকার করে, তখন আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না।
২. নতুন প্রমাণ = নতুন তদন্ত:
টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও যদি "Match Fixing"-এর মতো গুরুতর অপরাধের নতুন প্রমাণ পাওয়া যায়, তবে Retrospective Investigation হয়। আর এবার প্রমাণ হিসেবে আছে সরাসরি অংশগ্রহণকারীদের জবানবন্দি।
৩. কী শাস্তি হতে পারে?
অফিসিয়াল রুলবুক অনুযায়ী, এই লেভেলের ফিক্সিং প্রমাণিত হলে:
⛔ Disqualification: হেরিটেজ বা রেজাল্ট বাতিল করা হবে।
⛔ Prize Money Revoke: প্রাইজমানি ফেরত নেওয়া হবে।
⛔ Lifetime Ban: মাস্টারমাইন্ডদের (ম্যানেজমেন্ট ও IGL) ইকোসিস্টেম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে।
⛔ Slot Forfeiture: তাদের পাওয়া স্লট বাতিল করে পরবর্তী যোগ্য টিমকে (যেমন A1) দেওয়া হতে পারে।
সত্যিটা সামনে এসেছে, এবার শুধু অফিশিয়াল অ্যাকশনের অপেক্ষা। কমিউনিটির স্বার্থে ফেয়ার প্লে-র পাশে থাকুন। 🇧🇩⚖️
Collected