SouLz pubgm

SouLz pubgm Try to live

29/11/2025

ATR বেঁচে যাবে"—এই ধারণা এবার ভুলে যান! 🚫

PMNC ফিক্সিং নিয়ে যারা ভাবছেন "কিছুই হবে না"—তাদের জন্য কিছু কথা। ⚠️

অনেকেই বলছেন, "টুর্নামেন্ট চলাকালীন সময়েও তো রিপোর্ট হয়েছিল, তখন তো কিছু হয়নি। এবারও কিছু হবে না।"—তাদের অবগতির জন্য জানাচ্ছি, এবারের পরিস্থিতি আর আগের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কেন?

১. সন্দেহ বনাম স্বীকারোক্তি (Suspicion vs Confession):

আগে আমাদের কাছে শুধুই সন্দেহ ছিল, কোনো শক্ত প্রমাণ ছিল না। কিন্তু এবার খোদ Aether Force (ATR)-এর মেইন প্লেয়াররাই (XOXO এবং Synix) পাবলিকলি স্বীকার করেছে যে তারা ম্যানেজমেন্টের চাপে পড়ে ফেরি পিয়ারে নেমে ফ্রি কিল দিতে বাধ্য হয়েছিল। আইনের ভাষায় এটাকে বলা হয় "Self-Admission"। যখন অপরাধী নিজেই অপরাধ স্বীকার করে, তখন আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না।

২. নতুন প্রমাণ = নতুন তদন্ত:

টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও যদি "Match Fixing"-এর মতো গুরুতর অপরাধের নতুন প্রমাণ পাওয়া যায়, তবে Retrospective Investigation হয়। আর এবার প্রমাণ হিসেবে আছে সরাসরি অংশগ্রহণকারীদের জবানবন্দি।

৩. কী শাস্তি হতে পারে?

অফিসিয়াল রুলবুক অনুযায়ী, এই লেভেলের ফিক্সিং প্রমাণিত হলে:

⛔ Disqualification: হেরিটেজ বা রেজাল্ট বাতিল করা হবে।

⛔ Prize Money Revoke: প্রাইজমানি ফেরত নেওয়া হবে।

⛔ Lifetime Ban: মাস্টারমাইন্ডদের (ম্যানেজমেন্ট ও IGL) ইকোসিস্টেম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে।

⛔ Slot Forfeiture: তাদের পাওয়া স্লট বাতিল করে পরবর্তী যোগ্য টিমকে (যেমন A1) দেওয়া হতে পারে।

সত্যিটা সামনে এসেছে, এবার শুধু অফিশিয়াল অ্যাকশনের অপেক্ষা। কমিউনিটির স্বার্থে ফেয়ার প্লে-র পাশে থাকুন। 🇧🇩⚖️


Collected

03/11/2025

TRUE rippers 😎
Pmgc

26/10/2025

PMSL 2025 EUROPE CHAMPION
REGNUM CARYA ESPORTS ❤️

13/10/2025

Sinister plan after retirement 💕

06/09/2025

Pre final match
1 v 4 SResports ( supreme resistance)

Kora vai 😂😂
05/09/2025

Kora vai 😂😂

02/09/2025

ATR নামে মিলিটারি বেস এ
AF নামে গাটকায়
দুইজনই নামলো ফেরিপিয়ারে। coincidence?
ATR এর একটা প্লেয়ার নক আর আরেকটা প্লেয়ার লো ছিল, বাকি প্লেয়ার রা‌ দূরে। তাও AF পুশ দিলো না। আর পরে এক সেকেন্ডেই AF এর সব নক ফিনিশ খেলো... coincidence?
এত কিছু এই দুইটা টিমেই কেন?
কারণ দুইটাই সেইম অর্গের টিম।

(আর যারা বলতেছেন INM মিলিটারিতে নামছে ATR রে মারতে, প্লেনে কোনো প্লেয়ার না থাকলে দেখা যায়, তাই ওরা যখন দেখেছে কেউ নাই আর তখন নভো তে না যেয়ে মিলিটারিতে গেছে)

আপনি A1 ফ্যান হন বা ATR , এখানে যে আনফেয়ার খেলা হয়েছে এটা সবাই জানি। ATR ভালো খেলে জিতলে সবাই সাপোর্ট দিতাম কিন্তু চোরকে কেউ সাপোর্ট দিবো না।
দেখ যাক কি হয় 🤲
(Collected )
একমত

13/08/2025

Clutches❤️💕
Only 1v3 ✊

Another  #2 in MR MINI TOUR SEASON 1Grand final 100$Hard luck boys . We tired our best. better luck for next tour ❤️❤️❤️...
31/07/2025

Another #2 in MR MINI TOUR SEASON 1
Grand final 100$
Hard luck boys . We tired our best. better luck for next tour ❤️❤️❤️🔥specially thanks to MHR VIPER
REFLEX AND MAMBA ❤️❤️💔💔💔💔

21/07/2025

1 v 4 random

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SouLz pubgm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share