বইপল্লব ব্লগ - BoiPallab Blog

বইপল্লব ব্লগ - BoiPallab Blog বই ও সাহিত্যের আলোকিত সাম্রাজ্য

"বইপল্লব ব্লগ" হলো বইপল্লব ফাউন্ডেশনের একটি শাখা। সাহিত্য ও বই প্রেমীদের জন্য এই অনলাইন ব্লগ একটি মুক্ত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত। বই আলোচনা-সমালোচনা, লেখক পাঠক বৈঠকসহ সাহিত্যের বিভিন্ন রূপের প্রতিচ্ছবি প্রতিফলিত হয় এই ব্লগ সাইটে।

বইপল্লব ফাউন্ডেশন মূলত বই কেন্দ্রিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। যারা সুবিধা ও শিক্ষা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। এর পাশাপাশি সমগ্র দেশে বই পাঠকের সংখ্যাবৃদ্ধি ও সাহিত্য প্

রেমীদের জন্য একটি উপযুক্ত স্থান তৈরি করার লক্ষ্যেও বইপল্লব ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেরই একটি ক্ষুদ্র অংশ হলো বইপল্লব ব্লগ। বইপল্লব ফাউন্ডেশন মনে করে, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে পরিণত হতে বইয়ের কোনো বিকল্প নেই। আর এই বইয়ের আবহমান পাঠকদের চিন্তাধারা, জ্ঞান, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে বইপল্লব ব্লগ একটি মুক্ত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত।

চতুর 'সাইলেন্সার' রামালিঙ্গম দিবসটি পালন করুন বইপল্লব ব্লগের সাথে!বিস্তারিত পড়ুন 👇
05/09/2023

চতুর 'সাইলেন্সার' রামালিঙ্গম দিবসটি পালন করুন বইপল্লব ব্লগের সাথে!

বিস্তারিত পড়ুন 👇

কংক্রিটের দেয়াল ঘেঁষে চতুর 'সাইলেন্সার' রামালিঙ্গমের লিখা '৫ সেপ্টেম্বর' তারিখটির কথা মনে পড়ে? যে তারিখ আমাদের ফির...

বিশ্ব বই দিবস উপলক্ষ্যে বইপল্লব - BoiPallab কর্তৃক আয়োজিত "বই পড়া শুরুর গল্প" এর সেরা গল্পকার হিসেবে নির্বাচিত হয়েছে মোছ...
26/04/2023

বিশ্ব বই দিবস উপলক্ষ্যে বইপল্লব - BoiPallab কর্তৃক আয়োজিত "বই পড়া শুরুর গল্প" এর সেরা গল্পকার হিসেবে নির্বাচিত হয়েছে মোছাঃ মেহজাবীন হাসান হৃদি। আপনার জন্য রইলো শুভ কামনা।💚

বই পড়া শুরুর গল্প - এর সকল নির্বাচিত গল্প গুলো পড়তে আজই ভিজিট করুন বইপল্লব ব্লগে!

23/04/2023

বিশ্ব বই দিবসের পেছনের গল্পটি কি আপনি জানতেন?

ঈদ মোবারক!💚
22/04/2023

ঈদ মোবারক!💚

"শত যোজনের কত মরুভূমি পারায়ে গো, কত বালুচরে কত আঁখি-ধারা ঝরায়ে গো, বরষের পরে আসিলে ঈদ!"

ঈদ পৃথিবীর সকল স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি মুসলমানের কাছে একটি প্রানের উৎসব, একট ভালোবাসার নাম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর কাঙ্ক্ষিত ঈদের আনন্দ শুধু আপনজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে যায় গরিব-দুঃখী কিংবা অন্য ধর্মের মানুষের মাঝে। সকল ভেদাভেদ ভুলে সবাই পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
ঈদের এই আনন্দমুখর পরিবেশে বইপল্লব ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক!💚

Luke Damant × বই পড়া শুরুর গল্প অংশ নিতে আজই জয়েন করুন BoiPallab Foundation Community তে!💚
14/04/2023

Luke Damant × বই পড়া শুরুর গল্প

অংশ নিতে আজই জয়েন করুন BoiPallab Foundation Community তে!💚

আজ ১৪ই মার্চ, বিশ্ব পাই (π) দিবস। গণিতের জগতে পাই ধ্রুবকের গুরুত্ব সম্পর্কে জানা নেই এমন মানুষ পাওয়া বিরল। চলুন ঘুরে আসি...
14/03/2023

আজ ১৪ই মার্চ, বিশ্ব পাই (π) দিবস। গণিতের জগতে পাই ধ্রুবকের গুরুত্ব সম্পর্কে জানা নেই এমন মানুষ পাওয়া বিরল। চলুন ঘুরে আসি পাই (π) এর জগতে। জেনে নেই পাই (π) কি এবং এর দিবসের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য।

পাই (প্রতীক π, প্রাচীন গ্রিক ভাষায় পি) একটি গুরুত্বপূর্ণ গাণিতিক ধ্রুবক, যার মান প্রায় ৩.১৪১৫৯। ইউক্লিডীয় জ্যামিতিতে যেকোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে এই ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়। উইলিয়াম জোনস সর্বপ্রথম ১৭০৬ সালে পাই প্রতীকটি প্রচলন করেন। π এর ইতিহাস আর গণিতের উন্নতি সাধনের সামগ্রিক ইতিহাস প্রায় সমান্তরাল। বিভিন্ন লেখক পাই-এর ইতিহাসকে তিনভাগে ভাগ করেছেন – জ্যামিতি প্রয়োগের প্রাচীনকালের জ্যামিতি যুগ, সপ্তদশ শতকে ইউরোপে ক্যালকুলাস আবিস্কারের পর সনাতনি যুগ এবং কম্পিউটারের আবির্ভাবের পর কম্পিউটার যুগ।

পাই দিবস কিভাবে এলো?
প্রতিবছর ১৪ই মার্চ পাই দিবস পালন করা হয় কারণ পাই এর মান ৩.১৪ এর সাথে এই তারিখের মিল রয়েছে। অনেক জায়গায় আবার ১৪ই মার্চ দুপুর ১টা ৫৯ মিনিট এবং দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়ে থাকে। ১৯৮৮ সালে সানফ্রান্সিসকোর একটি সাইন্স মিউজিয়ামে পাই দিবস পালিত হয়েছিল। মিউজিয়ামের তৎকালীন কর্মকর্তা "ল্যারু শ" (পাই-এর রাজপুত্র) দিনটি উদযাপনে প্রধান উদ্যোক্তা ছিলেন।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে ২০০৬ সাল থেকে বাংলাদেশে এই দিবস উদযাপন করা হয়।

➤ বিবিধ - বইপল্লব ব্লগ

সাহিত্যের সুবাস ছড়িয়ে পড়ুক বইপল্লব ব্লগের মাধ্যমে! 💚
29/01/2023

সাহিত্যের সুবাস ছড়িয়ে পড়ুক বইপল্লব ব্লগের মাধ্যমে! 💚

সাহিত্য,বই ও বিবিধ বিষয়ে বইপল্লব ব্লগ - BoiPallab Blog এখন হাতের মুঠোয়। 😃
আজই ভিজিট করুন - blog.boipallab.org

দীর্ঘ প্রতীক্ষার পর সাহিত্য, বই ও বিবিধ বিষয়ে বইপল্লব ফাউন্ডেশন নিয়ে এলো বইপল্লব ব্লগ। বইপ্রেমীদের জন্য এই অনলাইন ব্লগ য...
23/01/2023

দীর্ঘ প্রতীক্ষার পর সাহিত্য, বই ও বিবিধ বিষয়ে বইপল্লব ফাউন্ডেশন নিয়ে এলো বইপল্লব ব্লগ। বইপ্রেমীদের জন্য এই অনলাইন ব্লগ যেনো একটি মুক্ত সাম্রাজ্য হিসেবে গড়ে ওঠে, সেই প্রত্যাশা নিয়েই বইপল্লব ব্লগের সূচনা। জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয়ে পাঠকের মন কে সুবাসিত করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য কে সামনে রেখে আপনার সৃজনে বিকাশিত করুন বইপল্লব ব্লগ।💚
➤ ভিজিট করুন: blog.boipallab.org

খুব শীঘ্রই সাহিত্য ও বই প্রেমীদের জন্য প্রকাশিত হতে যাচ্ছে বইপল্লব ব্লগ। আর এই প্রকাশিতব্য ব্লগের সূচনায় আপনিও পারবেন ভূ...
03/01/2023

খুব শীঘ্রই সাহিত্য ও বই প্রেমীদের জন্য প্রকাশিত হতে যাচ্ছে বইপল্লব ব্লগ। আর এই প্রকাশিতব্য ব্লগের সূচনায় আপনিও পারবেন ভূমিকা রাখতে৷ কিভাবে? কল্পনা ও জ্ঞানের সংমিশ্রণে কিবোর্ড হাতে শব্দের পর শব্দ সাজিয়ে তৈরি করুন আপনার সৃজনশীলতা। অথবা বইকে ঘিরে রাঙিয়ে তুলুন আপনার সৃজন বিকাশ। এবং তা পাঠিয়ে দিন বইপল্লব ব্লগ এর সম্পাদনা প্যানেলে। ব্যাস! উপযুক্ত স্থান দখল করলেই তা প্রকাশিত হবে বইপল্লব ব্লগে।

বই ও সাহিত্য কেন্দ্রিক যেকোনো বিষয়েই আপনি লেখা পাঠাতে পারেন। শুধু লেখাই নয়, বই আলোকচিত্র, বই কেন্দ্রিক অঙ্কন, বই পর্যালোচনা ভিডিও সহ সবধরনের কন্টেন্টই আপনি প্রকাশ করতে পারবেন। বইপল্লব ব্লগ তা আনন্দের সাথে গ্রহণ করে নিবে। তবে যদি আলাদা করে বিভাগ জানিয়ে দেওয়া হয়, তাহলে সেগুলো হলো:
★ সাহিত্য: মৌলিক গল্প, অণু গল্প, কবিতা, প্রবন্ধ, কমিক, রম্য রচনা, ধারাবাহিক উপন্যাস।
★ বই: বই পর্যালোচনা, বুক ফটোগ্রাফি, বুকিশ ফ্যাক্ট, বই ও লেখক সংবাদ, নতুন বই।
★ বিবিধ: জীবনী, বিজ্ঞান, ইতিহাস, সিনেমা, স্বদেশ, বহির্বিশ্ব, আত্ন উন্নয়ন।

শুধু একটি নয় একাধিক বিভাগেও আপনি লেখা বা ছবি বা ভিডিও পাঠাতে পারবেন। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এমনকি একই বিভাগে একাধিক লেখাও পাঠাতে পারবেন। তবে হ্যা লেখা পাঠানোর ক্ষেত্রে যেসকল বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে,
১. সকল লেখা নিজের রচিত হতে হবে। অন্য কোথাও থেকে কপি করলে তা সম্পূর্ন রূপে বাতিল করা হবে।
২. তথ্য ভিত্তিক লেখাগুলোর ক্ষেত্রে তথ্যসূত্র প্রদান করতে হবে। যেমন, জীবনী, ইতিহাস বা ফিচারের কোনো অংশ।
৩. যেকোনো বিভাগের লেখা প্রদানের সময় নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান/কর্ম প্রতিষ্ঠান এর নাম সংযুক্ত করতে হবে।
৪. বই আলোকচিত্র অর্থ্যাৎ বুক ফটোগ্রাফির ক্ষেত্রে ক্যাপশন সংযুক্ত করতে হবে, যেনো সম্পূর্ণ গল্পটি ফুটে উঠে।
৫. বই পর্যালোচনা অর্থ্যাৎ বুক রিভিউ লিখিত বা ভিডিও আকারেও প্রকাশ করা যাবে। তবে উভয় ক্ষেত্রেই আলোচনা গঠনমূলক হতে হবে।
৬. ব্যক্তি, জাতি, ধর্ম বা রাজনৈতিক আক্রমণ মূলক এবং সহিংসতাপূর্ণ, বিতর্কিত কিংবা যৌন হয়রানীমূলক লেখা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।

➤ লেখা, ছবি, বা ভিডিও পাঠানোর মেইল ঠিকানা: [email protected]

তাহলে দেরি কেনো? আজই কিবোর্ড হাতে ঝাপিয়ে পড়ুন এবং বুনে ফেলুন আপনার সৃজনশীলতা!😀

সবাইকে বইপল্লব ব্লগের পক্ষ থেকে রইলো নতুন বছরের শুভেচ্ছা! 💚
31/12/2022

সবাইকে বইপল্লব ব্লগের পক্ষ থেকে রইলো নতুন বছরের শুভেচ্ছা! 💚

পুরনো দিনের ক্লেদ-গ্লানি মুছে দিয়ে নতুন বছর শুরু হোক নতুন ভাবে, স্বপ্ন পূরণের প্রত্যাশায়। সবাইকে বইপল্লব ফাউন্ডেশনের পক্ষ থেকে রইলো নতুন বছরের শুভেচ্ছা! 💚

আজ রবিবার, প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন। এরই সাথে দেশে বইছে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আ...
13/11/2022

আজ রবিবার, প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন। এরই সাথে দেশে বইছে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজ। গল্পের জাদুকর আমাদের মাঝে আজ নেই। তবে যদি তিনি দেখে যেতে পারতেন এই বিশ্বকাপ, তবে কি লিখতেন সেইসব নিয়ে? তারই অনুসন্ধানে নেমেছিলো বইপল্লব টিম। চলুন উপভোগ করি তার লেখা কয়েকটি বই এর সাথে বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছু মুহূর্ত..😃

দীর্ঘ যাত্রাবিরতির পর আপনাদের প্লাটফর্মে ফিরে এসেছে বইপল্লব ব্লগের ট্রেন। অপেক্ষার বেঞ্চ ছেড়ে তাই উঠে পড়ুন ট্রেনে এবং সা...
10/11/2022

দীর্ঘ যাত্রাবিরতির পর আপনাদের প্লাটফর্মে ফিরে এসেছে বইপল্লব ব্লগের ট্রেন। অপেক্ষার বেঞ্চ ছেড়ে তাই উঠে পড়ুন ট্রেনে এবং সাহিত্যের এক জাদুকরী দুনিয়া ভ্রমনে আমাদের সাথে যুক্ত হয়ে যান আপনিও। বই হোক বন্ধু!💚

Address

Savar Cantonment
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বইপল্লব ব্লগ - BoiPallab Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইপল্লব ব্লগ - BoiPallab Blog:

Share

Category