03/01/2023
খুব শীঘ্রই সাহিত্য ও বই প্রেমীদের জন্য প্রকাশিত হতে যাচ্ছে বইপল্লব ব্লগ। আর এই প্রকাশিতব্য ব্লগের সূচনায় আপনিও পারবেন ভূমিকা রাখতে৷ কিভাবে? কল্পনা ও জ্ঞানের সংমিশ্রণে কিবোর্ড হাতে শব্দের পর শব্দ সাজিয়ে তৈরি করুন আপনার সৃজনশীলতা। অথবা বইকে ঘিরে রাঙিয়ে তুলুন আপনার সৃজন বিকাশ। এবং তা পাঠিয়ে দিন বইপল্লব ব্লগ এর সম্পাদনা প্যানেলে। ব্যাস! উপযুক্ত স্থান দখল করলেই তা প্রকাশিত হবে বইপল্লব ব্লগে।
বই ও সাহিত্য কেন্দ্রিক যেকোনো বিষয়েই আপনি লেখা পাঠাতে পারেন। শুধু লেখাই নয়, বই আলোকচিত্র, বই কেন্দ্রিক অঙ্কন, বই পর্যালোচনা ভিডিও সহ সবধরনের কন্টেন্টই আপনি প্রকাশ করতে পারবেন। বইপল্লব ব্লগ তা আনন্দের সাথে গ্রহণ করে নিবে। তবে যদি আলাদা করে বিভাগ জানিয়ে দেওয়া হয়, তাহলে সেগুলো হলো:
★ সাহিত্য: মৌলিক গল্প, অণু গল্প, কবিতা, প্রবন্ধ, কমিক, রম্য রচনা, ধারাবাহিক উপন্যাস।
★ বই: বই পর্যালোচনা, বুক ফটোগ্রাফি, বুকিশ ফ্যাক্ট, বই ও লেখক সংবাদ, নতুন বই।
★ বিবিধ: জীবনী, বিজ্ঞান, ইতিহাস, সিনেমা, স্বদেশ, বহির্বিশ্ব, আত্ন উন্নয়ন।
শুধু একটি নয় একাধিক বিভাগেও আপনি লেখা বা ছবি বা ভিডিও পাঠাতে পারবেন। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এমনকি একই বিভাগে একাধিক লেখাও পাঠাতে পারবেন। তবে হ্যা লেখা পাঠানোর ক্ষেত্রে যেসকল বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে,
১. সকল লেখা নিজের রচিত হতে হবে। অন্য কোথাও থেকে কপি করলে তা সম্পূর্ন রূপে বাতিল করা হবে।
২. তথ্য ভিত্তিক লেখাগুলোর ক্ষেত্রে তথ্যসূত্র প্রদান করতে হবে। যেমন, জীবনী, ইতিহাস বা ফিচারের কোনো অংশ।
৩. যেকোনো বিভাগের লেখা প্রদানের সময় নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান/কর্ম প্রতিষ্ঠান এর নাম সংযুক্ত করতে হবে।
৪. বই আলোকচিত্র অর্থ্যাৎ বুক ফটোগ্রাফির ক্ষেত্রে ক্যাপশন সংযুক্ত করতে হবে, যেনো সম্পূর্ণ গল্পটি ফুটে উঠে।
৫. বই পর্যালোচনা অর্থ্যাৎ বুক রিভিউ লিখিত বা ভিডিও আকারেও প্রকাশ করা যাবে। তবে উভয় ক্ষেত্রেই আলোচনা গঠনমূলক হতে হবে।
৬. ব্যক্তি, জাতি, ধর্ম বা রাজনৈতিক আক্রমণ মূলক এবং সহিংসতাপূর্ণ, বিতর্কিত কিংবা যৌন হয়রানীমূলক লেখা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।
➤ লেখা, ছবি, বা ভিডিও পাঠানোর মেইল ঠিকানা: [email protected]
তাহলে দেরি কেনো? আজই কিবোর্ড হাতে ঝাপিয়ে পড়ুন এবং বুনে ফেলুন আপনার সৃজনশীলতা!😀