Path chokro -পাঠ চক্র

Path chokro -পাঠ চক্র এপার ওপারের মুক্ত চিন্তার সাহিত্য বাতায়ন, মননে, গগনে....
গল্প | আড্ডা | শিখি | শিখাই

দূরত্ব বাড়ান গুরুত্ব বাড়বে।
01/11/2023

দূরত্ব বাড়ান গুরুত্ব বাড়বে।

16/05/2023

ফরহাদ মাজহার

(দশবছর। গতকালের কবিতা।
তবে আজও পড়া হবে, আজও পড়তে হবে।
বারবারই পড়তে হবে)

আ গা মি কা ল কি বৃ ষ্টি হ বে?

দাবদাহে পুড়ে যাচ্ছে দেশ
আগামি কাল মে মাসের পাঁচ তারিখ
কাফন সাদা শাপলা-কুসুম,
আগামি কাল কি বৃষ্টি হবে?

আমি খুঁজছি সেই পাক্কা অভিনেতাদের
মাথায় টুপি, হাতে তসবি আর চিড়াগুড়ের পুঁটুলি
প্রধান মন্ত্রীর স্বরচিত নাটকে অভিনয়ের জন্য যারা
রঙ মেখে শুয়ে ছিল গতবছর
শাপলা চত্বরে।

বুট, বন্দুক ও সাঁজোয়া যানে ভারি মধ্যরাত্রির পালা
র্র‍্যাব, পুলিশ বিজিবির গুলি,
বুলেট
সাউণ্ড গ্রেনেড এবং যৌথ অভিযান।
স্ক্রিপ্ট অনুযায়ী মৃতের অভিনয়ে শুয়ে পড়লো সবাই
অতঃপর আইন শৃঙ্খলা বাহিনীর
কোমল করস্পর্শে
দৌড়ে পালালো নিখুঁত ভাবে
প্রধানমন্ত্রীর পাণ্ডুলিপি মেনে
অক্ষরে অক্ষরে।
আহ্‌, শহর মুক্ত

পড়ে থাকলো
ছেঁড়া টুপি,
তসবিহ
কাপড়ে বাঁধা
চিড়াগুড়ের পুঁটুলি।

কিন্তু কোথায় কোথায়?
কোথায় সেই সকল অভিনেতা
যাদের অভিনয়ে মুগ্ধ হয়েছিল
হলুদ লাল টেলিভিশান?
সাদাকালো পত্রিকা
রঙ বেরঙের ওয়েব পোর্টাল?
আর, কোথায় তোমরা সেইসব প্রতিভাবান বালক
পাক্কা একবছর তোমাদের খুঁজছি।
খুঁজতে থাকব
আজ
কাল
পরশু
এবং আবার
আজ কাল এবং
পরশু।

বাংলাদেশ তোমাদের খুঁজছে
শীতলক্ষ্যায় ধলেশ্বরীতে
নদীর তলদেশে, সমুদ্রে ও গোরস্থানে
মিউনিসিপ্যালিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে।

কসম কবিতার
কাল যদি বৃষ্টি হয়
তবে সেটা হবে রক্তে ভেজা তসবিদানার
ঝরে পড়বে টুপি
চিড়াগুড়ের পুঁটুলি ...।
এবং কবিদের জন্য সাক্ষী হিশাবে
একটি গুলিবিদ্ধ কোরান শরিফ।

মাবুদ! আমরা এমন এক জাহেলিয়া যুগে বাস করি
চতুর্দিকে শুধু ব্লাড ব্যাংকের ব্যবসা
কিন্তু কেউই রক্তের দাম শোধ করতে চায় না
ঋণ জমেছে বিস্তর।
জমাট বেঁধে যাচ্ছে হিমোগ্লোবিন
ইতিহাসের চিলেকোঠায়
কিন্তু প্রতিটি রক্তমাখা তসবিদানার
দাম শোধ দিতে হবে।
এই বছর
কিম্বা আগামী বছর
কিম্বা তার পরের বছর
কিম্বা তারও পরের বছর...
শাপলা-কুসুম,
আগামি কাল কি বৃষ্টি হবে
শ হি দে র চ ত্ব রে?
৪ মে ২০১৪

09/02/2023

মিশরীয় ইসলামী চিন্তাবিদ ডক্টর মুহাম্মাদ ইমারাহ বলেন- এক অনুষ্ঠানে আমন্ত্রিত একজন সেক্যুলার আলোচক আমাকে সম্বোধন করে তীর্যক ভাষায় বললেন,
”ডক্টর মুহম্মাদ! আপনার লেখাজোকা থেকে আমি কি এই খোলাসায় পৌঁছাতে পারি— আপনি ইসলামী শরী'আহ বাস্তবায়নের নামে আমাদের ‘বহুযুগ পেছনে’ নিয়ে যেতে চান?”

উত্তরে আমি উৎসাহ নিয়ে বললাম-
”জনাব, আপনি ‘বহুযুগ পেছনে’ বলে কি ১০০শ বছর পেছনের কথা বলছেন— যখন সুলতান দ্বিতীয় আবদুল হামিদ অর্ধ-পৃথিবী শাসন করতেন?

নাকি সে সময়ের কথা বলছেন, যখন ইউরোপের রাজা-মহারাজারা উসমানি খলিফার ফরমান নিয়ে নিজেদের দেশ শাসন করতেন?

নাকি আপনি মামলুক সুলতানদের শাসনামলের কথা বলছেন— যারা পুরো মানববিশ্বকে মুঘল ও তাতারি হিংস্রতা থেকে রক্ষা করেছিলেন?

নাকি আব্বাসি খলিফা হারুনুর রশিদের শাসনামলের কথা বলছেন, যিনি রোমান সম্রাট নাকপুরকে প্রজাদের সাথে অমানবিক নিষ্ঠুর আচরনের প্রতিবাদে লিখেছেন— ‌‌
‘আমিরুল মুমিনিন হারুনুর রশিদের পক্ষ থেকে রোমান কুকুর নাকপুরের প্রতি’?

নাকি আরেকটু পেছনের কথা বলতে চেয়েছেন, যখন আবদুর রহমান আদ-দাখিলের বিশাল সৈন্যবাহিনী ইতালি ও ফ্রান্স অবরোধ করে রেখেছিলেন?

এসব তো রাজনৈতিক ‘বহুযুগ পেছনে’র কথা বললাম, আর যদি জ্ঞানের জগতের কথা বলেন, তাহলে আপনার কাছে সবিনয়ে জানতে চাইব—

আপনি কি ‘বহুযুগ পেছনে’ বলে সে সময়ের কথা বলতে চেয়েছেন— যখন ফারাবি, ইবনে জুবাইর, খাওয়ারেজমি, ইবনে রাশিদ, ইবনে খলদুনরা বিশ্ববাসীকে চিকিৎসা-বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, ভূগোল ও জোতির্বিজ্ঞান ইত্যাদির শিক্ষা দিতেন?

নাকি আপনি ‘বহুযুগ পেছনে‘ বলে— সে সময়ের কথা বলতে চেয়েছেন, যখন মুসলিম স্পেনের অধিবাসীরা পৃথিবীর বুকে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। যাদের শিক্ষা-সমাপ্তির ট্রাডিশন ( convocation) আজও ‘সভ্য!’ পৃথিবী ধারণ করে আছে। দুনিয়ার সকল পরবর্তী প্রতিষ্ঠান সেইসব মাদরাসাতুল উলুম আল- জামেয়ার অনুকরণীয় রুপ!

আপনি কী দয়া করে বলবেন, কেন এখনো গ্রাজুয়েশন সংবর্ধনা-অনুষ্ঠানে শিক্ষার্থীরা ‘স্কোয়ার অ্যাকাডেমিক হ্যাট’ পরে থাকে? কারণ মুসলিম স্পেনের শিক্ষার্থীরা গ্রাজুয়েশনের সময় এই হ্যাটের ওপরের অংশে পবিত্র কোরআন রাখতেন! এভাবেই "শিক্ষার জন্য এসো সেবার ব্রত নিয়ে বেরিয়ে যাবার" শপথ নিতেন!

আপনি একজন মিশরীয়; আচ্ছা আমাকে বলুন তো— আপনি ‘বহুযুগ পেছনে’ বলে কি সে সময়ের কথা বলতে চেয়েছেন, যখন কায়রো ছিল পৃথিবীর সুন্দরতম ও মনোরম নগরী?

নাকি সে সময়ের কথা বললেন, যখন একটি ইরাকি দিনারের মূল্যমান ছিল ৪৮৩ ডলার?

কিংবা সে সময়ের কথা বললেন, যখন ইউরোপ থেকে পলাতক জ্ঞানীরা মিশরের আলেকজান্দ্রিয়া শহরে আশ্রয় নিতেন?

নাকি বহুদূর পিছিয়ে নেয়ার জন্য তখনকার কথা বললেন, যখন আমেরিকা মিশরের কাছে অনুরোধের দরখাস্ত নিয়ে এসেছিল— অনাহারে-অর্ধাহারে থাকা ইউরোপীয়দের জীবনহন্তুক দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে?

অনুগ্রহপূর্বক, আমাকে একটু জানাবেন— ইসলামি শরীয়াহ বাস্তবায়িত থাকা যুগের ঠিক কতটুকু পেছনে গেলে আপনি খুশি হবেন? আপনার সেই উত্তর জানার অপেক্ষায় থাকলাম আমি!”

মুর্খ সেক্যুলার তখন ‘অসহায় চোখে’ মুসলিম মনীষীর মুখের দিতে চেয়ে রইলেন। অপলক নেত্রে তাকিয়েই থাকলেন!

(মো. ইমাম হোসাইন)

পানি ভবনে এসি বিলাস
18/07/2022

পানি ভবনে এসি বিলাস

“পাঠচক্র” মূলত আমাদের নিজেদের জ্ঞান সমৃদ্ধ করার ক্ষুদ্র প্রয়াস। এখানে আমরা যারা যুক্ত হবো আলোচনা করবো এবং শোনবো সবার জান...
26/05/2022

“পাঠচক্র” মূলত আমাদের নিজেদের জ্ঞান সমৃদ্ধ করার ক্ষুদ্র প্রয়াস।
এখানে আমরা যারা যুক্ত হবো আলোচনা করবো এবং শোনবো সবার জানা বিষয়ে গবেষণালব্ধ উপাদেয় দিয়ে প্রাণবন্ত সময় কাটাবো। সবার জানা বিষয়ে আলোচনার দ্বারা অজানা অনেক বিষয় উম্মচিত হবে বলে বিশ্বাস করি। পৃথিবীতে যত রথী মহারথী গুজরিয়েছে সবাই ক্ষুদ্রতার সিড়িতে আরোহন করেই উচ্চতার শিখড়ে পৌঁছেছেন। শিকড় থেকে শিখরে উঠার সহজ ও সরল পথ গ্রুপ স্টাডি, তাকরার বা পাঠচক্র।

এডমিন পেনেল!

মহা - বিদ্রোহী রণক্লান্তআমি সেই দিন হব শান্ত।যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভ...
26/05/2022

মহা - বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-

জাতীয় কবিকে নিয়ে এ পেইজে লাইভ আড্ডার আয়োজন করা হবে আজ রাতে ইনশাআল্লাহ!

#কাজী_নজরুল_ইসলাম
#পাঠচক্র

পড়ো তোমার প্রভূর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কুরআনুল কারিম।
12/06/2021

পড়ো তোমার প্রভূর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কুরআনুল কারিম।

এসো আমরা বই পড়ি! আমাদের বই পড়া উচিত! আমাদের বই পড়তেই হবে।
12/06/2021

এসো আমরা বই পড়ি!
আমাদের বই পড়া উচিত!
আমাদের বই পড়তেই হবে।

বই আত্মার খুরাক!
12/06/2021

বই আত্মার খুরাক!

এসো বই পড়ি।
12/06/2021

এসো বই পড়ি।

 াঠ_চক্র জ্ঞানের নতুন দুনিয়ায়
10/06/2021

াঠ_চক্র

জ্ঞানের নতুন দুনিয়ায়

Address

21/76, West Dogair, (Hizol Tola, Mazar Road, Demra, Dhaka/1361
Dhaka

Telephone

+8801977175551

Website

Alerts

Be the first to know and let us send you an email when Path chokro -পাঠ চক্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category