ফেনীর প্রকৃতি

ফেনীর প্রকৃতি I am a nature loving person. I love the green nature of my country.
Fb Group: https://www.facebook.com/share/g/UzfEjjyE5XzDRd4U/
(5)

31/07/2025

With Rashed & Nature – I just got recognised as one of their top fans!

18/07/2025

With দাগনভূঞা সংবাদ- Dagonbhuiyan News – I just got recognised as one of their top fans!

18/07/2025

With Fenir Prottoy – I just got recognised as one of their top fans!

17/07/2025

১৩০০ নাম্বারের মধ্যে ১২৬৪ নাম্বার পেয়ে কুমিল্লা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছেন ফেনীর গর্ব অনামিকা দেবনাথ।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার কুমিল্লা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছেন ফেনীর অনামিকা দেবনাথ। অসাধারণ এ অর্জন শিক্ষার্থীকে এনে দিয়েছে সম্মান, গর্ব ও দেশের ভবিষ্যতের নেতৃত্বের আশাব্যঞ্জক বার্তা।

🔹 নাম: অনামিকা দেবনাথ
🔹 শিক্ষা প্রতিষ্ঠান: ফেনী গার্লস ক্যাডেট কলেজ
🔹 মোট নম্বর: ১২৬৪ / ১৩০০

বিষয়ভিত্তিক নম্বর-
বাংলা: ১৯২/২০০
ইংরেজি: ১৮৯/২০০
গণিত: ১০০/১০০
উচ্চতর গণিত: ৯৯/১০০
রসায়ন: ৯৭/১০০
পদার্থবিজ্ঞান: ৯৮/১০০
জীববিজ্ঞান: ১০০/১০০
আইসিটি: ৪৮/৫০
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: ৯৪/১০০
হিন্দুধর্ম শিক্ষা: ৯৭/১০০
শারীরিক শিক্ষা ও কর্মজীবন শিক্ষা: পূর্ণ নম্বর

ক্যাডেট কলেজের কঠোর অনুশাসন ও একনিষ্ঠ অধ্যবসায় অনামিকার এ অভাবনীয় অর্জনের পেছনে বড় ভূমিকা রেখেছে।

প্রতিষ্ঠান ও পরিবার—দুইয়েরই সমন্বয়ে গড়ে ওঠা শৃঙ্খলা আর প্রস্তুতির ফলাফলই এই অর্জন।

শিক্ষা বোর্ডের বক্তব্য-
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম জানান, “এই দুই ছাত্রী শুধু কুমিল্লা বোর্ড নয়, গোটা দেশের জন্যই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের আমরা অভিনন্দন জানাই।”

FGC Campus মতামত-
আমাদের ফেনীর গর্ব অনামিকা ও তোহার মতো মেধাবীরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারে, যদি থাকে সঠিক দিকনির্দেশনা, প্রস্তুতি এবং অধ্যবসায়।

এই কৃতিত্ব আমাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক।

17/07/2025

With মনন বুকস্‌ – I just got recognised as one of their top fans! 🎉
17/07/2025

With মনন বুকস্‌ – I just got recognised as one of their top fans! 🎉

16/07/2025

চট্টগ্রাম সিটি 🔴

Beautiful Village Road!Chandana, Parshuram, Feni.©️
16/07/2025

Beautiful Village Road!
Chandana, Parshuram, Feni.
©️

৫ই আগস্টের পরবর্তীতে দলের মধ্যে সুবিধাবাদীরা যারা গত ১৫ বছর দল করে এই পরিচয় দিত না, তারাই আজকে দলের ত্যাগী নেতা, কিন্তু ...
14/07/2025

৫ই আগস্টের পরবর্তীতে দলের মধ্যে সুবিধাবাদীরা যারা গত ১৫ বছর দল করে এই পরিচয় দিত না, তারাই আজকে দলের ত্যাগী নেতা, কিন্তু গত ১৫ বছর যারা একটি দিন ও নিজের পরিবারের সাথে থাকতে পারে নাই, জেল খেটেছে, কোর্টের বারান্দায় বারান্দায় কাটিয়েছে- তারা আজ অবহেলিত। কমিটিতেও তারা নাই, হাইব্রীডরা সামনের সারিতে।

আজ দরকার আত্মসমালোচনা, দলীয় শুদ্ধি অভিযান এবং প্ররোচনার বিরুদ্ধে বাস্তবসম্মত রাজনৈতিক কৌশল।

আমাদেরকে বুঝতে হবে—ক্ষমতার পথে সবচেয়ে বড় বাধা প্রতিপক্ষ নয়, বরং নিজেদের মধ্যকার অনিয়ন্ত্রিত, অনৈতিক অংশ। রাজনীতি যদি আদর্শ থেকে বিচ্যুত হয়, তাহলে শত্রু দরকার হয় না, ধ্বংস আসে নিজেদের ভেতর থেকেই।

-সালাউদ্দিন মামুন
সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফেনী জেলা।
©️

14/07/2025
কাইছনাজুরী,সাটিয়াজুরী,চুনারুঘাট।©️
14/07/2025

কাইছনাজুরী,সাটিয়াজুরী,চুনারুঘাট।

©️

Address

Feni, Chittagong
Dhaka
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেনীর প্রকৃতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফেনীর প্রকৃতি:

Share