dailyjonomukti.com

dailyjonomukti.com dailyjonomukti.com *এর পহ্ম থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন *

Permanently closed.
শুভ সকাল
05/05/2025

শুভ সকাল

শ্রীপুরে ছাত্রীর অ*শ্লী*লতার প্রতিবাদে শিক্ষকের বি*রু*দ্ধে  মানব*ব*ন্ধন মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরা শ্রী...
05/05/2025

শ্রীপুরে ছাত্রীর অ*শ্লী*লতার প্রতিবাদে শিক্ষকের বি*রু*দ্ধে মানব*ব*ন্ধন

মোঃ সাকিব খান, মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরা শ্রীপুরের নোহাটা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান টিটোর বি*রু*দ্ধে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ্লী*ল*তাহানীর অ*ভিযো*গে শ্রীপুর থানায় একটি নিয়মিত মা*ম*লা হয়েছে। এ ন্যা*ক্কা*রজনক ঘটনায় উপজেলা ব্যাপী ক্ষো*ভে ফুঁসে উঠেছে সাধারণ জনগণ। বিভিন্ন মহলে অভিযুক্ত শিক্ষককে গ্রে*ফতার ও বিচা*রের দাবি উঠেছে।

এ ঘটনায় রবিবার (৪ মে) ঐ শিক্ষককে গ্রে*ফ*তার ও বিচারের দাবিতে একাধিক স্থানে মান*বব*ন্ধন করেছে শ্রীপুরের সর্বস্তরের জনগণ। সকালে শ্রীপুর সরকারি কলেজে মা*নব*বন্ধন করে শিক্ষার্থীরা। এরপর দুপুরে সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মান*বব*ন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী। মান*বব*ন্ধনে ঘটনার তীব্র নি*ন্দা জানিয়ে অভিযুক্ত ঐ শিক্ষককে দ্রুত গ্রে*ফতা*র করে বিচারের দাবি জানান বক্তারা।

স্কুল শিক্ষার্থী তানভীর বলেন, নোহাটা উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক টিটো একজন শিক্ষার্থীকে ধ*র্ষ*ণের চেষ্টা করেছিলো। আমরা সাধারণ শিক্ষার্থীরা এঘটনার বিচার চাই। আমরা চাই এর সঠিক বি*চার হোক।

মানববন্ধনে ডা. মামুন বলেন, আছিয়া ধ*র্ষ*ণ ও হত্যাকান্ডের ঘটনা এক মাস যেতে না যেতেই আবার একই ইউনিয়নে শিক্ষকের বি*রুদ্ধে ছাত্রীকে ধ*র্ষ*ণ চেষ্টার ঘটনায় আমরা হতবাক। শিক্ষাঙ্গনে শিশুদের নিরাপত্তা না থাকায় আমরা আমাদের শিশুদের স্কুলে পাঠিয়েও চিন্তামুক থাকতে পারছিনা এসব কু*লা*ঙ্গার শিক্ষকদের কারণে। আমরা এই শিক্ষকের দ্রুত বিচার দেখতে চাই।

এ সময় স্থানীয় এক অভিভাবক মোঃ হামিম বলেন, মাগুরার আলোচিত হিটু শেখের পর একজন শিক্ষক মিজানুর রহমান টিটো যে লো*মহর্ষ*ক ঘটনাটি ঘটিয়েছে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। বাংলাদেশের বিচার ব্য*বস্থা যদি একটু দ্রুত করা হতো তাহলে এই রকম ঘটনা আমাদের অহরহ দেখতে হতোনা।

শিশুটির মা গণমাধ্যমকে জানান, বিষয়টি জানার পর তার দেবর অর্থ্যাৎ শিশুটির চাচা রেজাউল মৃধাকে সাথে নিয়ে শ্রীপুর থানায় আসেন এবং শিশুটির চাচা রেজাউল মৃধা বাদী হয়ে উক্ত শিক্ষকের বি*রুদ্ধে শ্রীপুর থা*নায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অ*ভি*যোগের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ প্রাথমিকভাবে এলাকায় খোজ-খবর নিয়ে ঘটনার সত্যতা পেয়ে ২ মে শুক্রবার রাতে শ্রীপুর থানায় একটি নিয়মিত মা*মলা রুজু করেন। এমন চরি*ত্রহী*ন শিক্ষকের সুষ্ঠু বিচারের দাবিও করেন তিনি। উক্ত শিক্ষকের বিরু*দ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা মোতাবেক থানায় একটি নিয়মিত মাম*লা রুজু করা হয়েছে। যার মামলা নং- ০৩,তাং- ০২-০৫-২০২৫।

এদিকে এবিষয়ে অভি*যুক্ত শিক্ষক মিজানুর রহমান টিটোর সাথে কথা বলার জন্য তার মোবাইলে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

19/07/2024

আপডেট;
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ০০মিনিট
১৯ জুলাই, ২০২৪

১. বিবিসির খবর অনুযায়ী আজ এখন অবদি ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিৎ করা হয়েছে।

২. গণভবনের সামনে ছাত্র-ছাত্রীরা অবস্থান নিয়েছে।

৩. ঢাকা আরামবাগ ছাত্রলীগ সহ সভাপতির মৃত্যু।

৪. ৪ জন পুলিশ নিহত।

৫. কলকাতায় বাংলাদেশের কোটা আন্দোকারীদের সমর্থনে বিশাল বিক্ষোভ হচ্ছে।

৬. ইউরোপীয় ইউনিয়ন অফিসের সামনে প্রবাসী বাংলাদেশীদের মানববন্ধন।

৭. সবচেয়ে বেশি সংঘর্ষ হচ্ছে ঢাকার উত্তরা, বাড্ডা, মিরপুর, যাত্রাবাড়ী ও রামপুরায়।

৮. ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশ ছাড়ছে।

৯. আন্দোলনে বিএনপি, বামদল, গনসংহতি সহ নানান রাজনৈতিক দল মাঠে নেমেছে। জুনায়েদ সাকী সহ বেশ কয়েকজন আহত। রুহুল কবির রিজভী আটক।

১০. আন্তর্জাতিক মিডিয়ায় প্রধান খবর এখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে।

১১. আওয়ামীলীগ তাদের সকল নেতাকর্মীকে অফিসিয়াল নির্দেশ দিয়েছে যেকোন মূল্যে নিজেদের সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন ঠেকাতে।

১২. দেশের অধিকাংশ বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ।

১৩. নরসিংদী কারাগারে হামলা। পালিয়ে গেছে শতশত আসামী।

১৪. মোট ৪৭টি জেলায় গুলি ও সংঘর্ষ চলছে।

১৫. লালবাগে RAB এর অফিসে আগুন।

source BUETIAN








19/07/2024

কোটা সংস্কার আন্দোলনের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য
ছোরা পুলিশের টিয়ার গ্যাসের আহত বেশ কয়েকজন সাংবাদিক

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when dailyjonomukti.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to dailyjonomukti.com:

Share

Category