16/10/2025
ভাবিকে খু''ন করে ৯ বছর পর জেল থেকে মুক্তি পেয়ে ভাতিজিকে খু''ন।
জাহিলিয়াত যুগের মত একটা ঘটনা ঘটে গেছে বরগুনায়। ২০১৫ সালে বড় ভাইয়ের বউকে গ////লা কেটে হত্যার দ্বায়ে ৯ বছর কারাভোগ করে। ২৪ এর জুলাই আন্দোলনের কিছু দিন পর কিভাবে যেন জামিন নিয়ে জেল থেকে বের হয় । গত কাললে তার বড় ভাইয়ের (দ্বিতীয় স্ত্রী) মেয়ে শিশু নাহিলা রুটি কেনার জন্য এলাকার দোকানে যায়। সেখানে শিশুটিকে অকথ্য ভাষায় বকা দেয় ও একপর্যায় গাছের ঠাল দিয়ে মাথায় আঘাত করে, হাসপাতালে নেয়ার পরেও বাঁচানো যায়নি তাকে। দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে শিশুটি 😭😭